ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (BPE)

ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার অনলাইন ক্লাস সংক্রান্ত বিজ্ঞপ্তি

দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) ৯৬তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার অনলাইনভিত্তিক ভিডিও ক্লাস সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সোমবার (১৭ এপ্রিল, ২০২৩) প্রকাশ করেছে।

আইবিবি পরিচালক ড. মোঃ শেখ রমিজুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার পূর্ব-প্রস্তুতির অংশ হিসেবে অনলাইনভিত্তিক ভিডিও ক্লাস ইনস্টিটিউটের অনলাইন লার্নিং লার্নিং প্লাটফর্ম learningportal.ibb.org.bd তে আপলোড করা হয়েছে।

আরও দেখুন:
◾ আইবিবি ব্যাংকিং প্রফেশনাল এক্সাম

আগ্রহীগণ Online এ Sonali Bank Account Transfer, Mobile Banking (bkash, Nagad, Rocket etc.) অথবা কার্ডের মাধ্যমে ৫০০/- (পাঁচশত টাকা) ফি প্রদান সাপেক্ষে আগামী ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত উক্ত ভিডিও ক্লাস দেখতে পারবেন। এছাড়া একই পোর্টাল-এ JAIBB ও AIBB এর বিষয়ভিত্তিক রিডিং ম্যাটেরিয়াল আপলোড করা হয়েছে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

এ বিষয়ে প্রয়োজনে হট লাইন মোবাইল নং- ০১৬১৮-৮৮৬০৮৮ ও টেলিফোন নং- ৫৫১১২৮৫৭-৬০/ E-mail: ibb.diploma@gmail.com-এর মাধ্যমে আইবিবি অফিসে যোগাযাগে করার জন্য পরামর্শ দেয়া হলো।

ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (BPE):

ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (BPE) ব্যাংক ও আর্থিক খাতের প্রফেশনাল/ পেশাদারদের জ্ঞান বৃদ্ধি এবং দক্ষতা মূল্যায়ন করার জন্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (IBB) কর্তৃক পরিচালিত হয়ে থাকে। ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (BPE) দুই ভাগে বিভক্ত: জুনিয়র অ্যাসোসিয়েট অব দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (জেএআইবিবি) এবং অ্যাসোসিয়েট অব দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (এআইবিবি)। ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ারের অগ্রগতির জন্য এই পরীক্ষাগুলো পাস করা অপরিহার্য, কারণ এই এক্সামগুলো (JAIBB, AIBB) পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাংকিং অপারেশন, আর্থিক নীতি এবং নিয়ন্ত্রক কাঠামো বোঝা এবং জানার সুযোগ দেয়। সাধারণত বছরে দুইবার (জুন ও নভেম্বর) IBB কর্তৃক বিভাগীয় কেন্দ্রগুলোতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার নতুন সিলেবাস ও সাবজেক্ট-এর তালিকা প্রকাশ করেছে দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)। ৯৬তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা-২০২৩ থেকে নতুন এই সিলেবাস কার্যকর করা হয়েছে। এতে সকল বিষয়ের পূর্ণ নম্বর- ১০০ এবং পাস নম্বর- ৪৫ করা হয়েছে।

আরও দেখুন:
ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার বিজ্ঞপ্তি
সার্কুলার, সময়সূচি, সিলেবাস, রেজাল্ট, বিগত সালের প্রশ্ন ও সাজেশন
◾ ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার সময়সূচী

ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (JAIBB):

দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (IBB) এর ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (JAIBB) ব্যাংকারদের জন্য একটি এন্ট্রি-লেভেল পেশাদার সার্টিফিকেশন প্রোগ্রাম। এই পরীক্ষার মূল লক্ষ্য হলো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে চাওয়া ব্যাংকারদের ব্যাংকিং সম্পর্কে মৌলিক এবং অপরিহার্য জ্ঞান বৃদ্ধি করা। জুনিয়র অ্যাসোসিয়েট অফ দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (JAIBB) পরীক্ষা ব্যাংকিং অপারেশন, অ্যাকাউন্টিং, ক্রেডিট অ্যানালাইসিস, ফরেন এক্সচেঞ্জ, ব্যাংকিং আইন ও প্রবিধান এবং ঝুঁকি ব্যবস্থাপনা সহ ব্যাংকিং সম্পর্কিত বিস্তৃত বিষয়গুলো কভার করে। JAIBB পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে প্রার্থীদের ব্যাংকিংয়ের মৌলিক নীতি এবং অনুশীলন সম্পর্কে শক্তিশালী জ্ঞান তৈরি করে। সামগ্রিকভাবে জুনিয়র অ্যাসোসিয়েট অফ দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (JAIBB) পরীক্ষা ব্যাংকারদের পেশাগত উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কারণ এটি তাদের ক্যারিয়ারের ক্ষেত্রে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি করে থাকে।

ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (AIBB):

দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (IBB) এর ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (AIBB) ব্যাংকিং ইন্ডাস্ট্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে উন্নত জ্ঞান অর্জনের জন্য ডিজাইন করা হয়েছে। এই পরীক্ষার মূল লক্ষ্য হলো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে চাওয়া ব্যাংকারদের ব্যাংকিং সম্পর্কে মৌলিক এবং অপরিহার্য জ্ঞান বৃদ্ধি করা। অ্যাসোসিয়েট অফ দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (AIBB) পরীক্ষা ব্যাংকিং অপারেশন, অ্যাকাউন্টিং, ক্রেডিট অ্যানালাইসিস, ফরেন এক্সচেঞ্জ, ব্যাংকিং আইন ও প্রবিধান এবং ঝুঁকি ব্যবস্থাপনা সহ ব্যাংকিং সম্পর্কিত বিস্তৃত বিষয়গুলো কভার করে। AIBB পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে প্রার্থীদের ব্যাংকিংয়ের মৌলিক নীতি এবং অনুশীলন সম্পর্কে শক্তিশালী জ্ঞান তৈরি করে। সামগ্রিকভাবে অ্যাসোসিয়েট অফ দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (AIBB) পরীক্ষা ব্যাংকারদের পেশাগত উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কারণ এটি তাদের ক্যারিয়ারের ক্ষেত্রে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button