ব্যাংক নির্বাহী
ইসলামী ব্যাংকের ডিএমডি হলেন আকিজ উদ্দিন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নতুন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ডিএমডি) মো. আকিজ উদ্দিন দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (০৫ এপ্রিল, ২০২৩) রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে আকিজ উদ্দিন এ দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যাংকটির কর্মকর্তারা। ব্যাংকটির গুরু দায়িত্বে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের নির্বাহী
উল্লেখ্য, গত ২৯ মার্চ এক সভায় ব্যাংকটির ডিএমডি আলতাফ হোসেনকে এএমডি হিসেবে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চট্টগ্রামের পটিয়ার সন্তান মো. আকিজ উদ্দিনকে ডিএমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ব্যক্তিগত সচিব।