ব্যাংক নির্বাহী

স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান হলেন গুলজার আহমেদ

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডৈর পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং দেশের স্বনামধন্য জুয়েলারি প্রতিষ্ঠান আপন জুয়েলার্সের স্বত্বাধিকারী গুলজার আহমেদ গত ৩০ মার্চ, ২০২৩ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৭৩তম সভায় ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির (ইসি) চেয়ারম্যান নির্বাচিত হন।

দেশের অন্যতম প্রতিষ্ঠিত ব্যবসায়ী গুলজার আহমেদ সিলেট জেলার গোলাপগঞ্জে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শেষে তিনি নিজেদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান আপন জুয়েলার্স এ নিজেকে সম্পৃক্ত করেন। বিশিষ্ট ব্যবসায়ী জনাব গুলজার আহমেদ দীর্ঘ ৩৭ বছর যাবত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে সফলতার শীর্ষে আরোহণ করেছেন।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের নির্বাহী

তিনি ইউনিক গোল্ড প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর সিনিয়র সহ-সভাপতি এবং সংগঠনটির ব্যাংক ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান। তিনি বাংলাদেশ জুয়েলারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্র্স অ্যাসোসিয়েশন (বিজেএমইএ) এর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, এফবিসিসিআই এর সম্মানিত সদস্য, বায়তুল মোকাররম মার্কেট ব্যবসায়ী গ্রুপের সদস্য, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সহ-সভাপতি এবং গুলশান ডিএনসিসি মার্কেট কমিটির প্রধান উপদেষ্টা।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

ইতোপূর্বে তিনি বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ এবং বাংলাদেশ জুয়েলারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্র্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও গুলজার আহমেদ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button