কম্প্লায়েন্স অফিসার নিয়োগ দেবে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান
ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান (এনবিপি) হচ্ছে পাকিস্তানের একটি প্রধান বাণিজ্যিক ব্যাংক এবং এর সদরদপ্তর করাচীতে অবস্থিত। রাষ্ট্রায়ত্ত ব্যাংক হওয়া সত্বেও এটি বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে। ব্যাংকটি বাণিজ্যিক এবং পাবলিক উভয় ব্যাংকিং সেবাই প্রদান করে। সম্প্রতি ব্যাংকটি চাকরি প্রার্থীদের জন্য “রেগুলেটরি কম্প্লায়েন্স অফিসার” পদে নিয়োগ বিজ্ঞপ্তি/ জব সার্কুলার প্রকাশ করেছে। উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে।
পদের নামঃ রেগুলেটরি কম্প্লায়েন্স অফিসার
✓ জব গ্রেড: অফিসার থেকে এক্সিকিউটিভ অফিসার।
✓ পদসংখ্যা: ১টি।
✓ প্রার্থীর ধরণ: নারী পুরুষ উভয়েই।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ জব লোকেশন: বাংলাদেশের যেকোনো স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বনামধন্য যেকোনো প্রতিষ্ঠান থেকে যেকোন বিষয়ে মাস্টার্স ডিগ্রি/ এমবিএ ডিগ্রি থাকতে হবে।
✓ ১ থেকে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
অতিরিক্ত শর্তাবলীঃ
✓ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাংকিং-এ ১ থেকে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
✓ প্রার্থীর বয়সসীমা ২৫-৩৫ বছরের মধ্যে হতে হবে।
✓ কম্প্লায়েন্স, ইন্টারনাল অডিট অ্যান্ড কম্প্লায়েন্স, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমস বিষয়ে জানাশোনা থাকতে হবে।
✓ নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
✓ চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও ভাতাঃ
✓ মাসিক বেতন আলোচনা সাপেক্ষে।
✓ এছাড়া কোম্পানির নিয়ম অনুসারে সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়াঃ
✓ বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ ব্যাংক কোন কারণ দর্শানো ছাড়াই যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
✓ আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
✓ সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে।
আবেদনের শেষ তারিখঃ
✓ ২৮ ফেব্রুয়ারি, ২০২৩।
সোর্সঃ বিডি জবস
National Bank of Pakistan (Bangladesh Operations):
National Bank of Pakistan opened its 1st Branch in the Commercial Center Motijheel, Dhaka in August, 1994, followed by its 2nd Branch in April 2004 at Agrabad, Chittagong in Bangladesh to extend state-of-the-art computerization banking service to the people of the port city and commercial capital of Bangladesh.
The Bank opened its 3rd branch at Sylhet, (Metropolitan Market, SobhaniGhat) on 01st April, 2008 in Bangladesh to cater the banking services to the people of the south-east region of the country.
The bank opened its 4th Branch on 03rd April, 2008 at Gulshan, (80, Gulshan Avenue), Dhaka in Bangladesh to extend the banking service to the emerging new corporate house and the growing business house in the northern part of the city. The bank also shifted its Controlling office for Bangladesh operations to Gulshan, (80, Gulshan Avenue), Dhaka.