রিলেশনশিপ অফিসার (অ্যাগ্রি বিজনেস ইউনিট) নিয়োগ দেবে ইউসিবি
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি- ইউসিবি (United Commercial Bank PLC- UCB) বাংলাদেশের বেসরকারি খাতের অন্যতম একটি বাণিজ্যিক ব্যাংক। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি স্মার্ট, তরুণ, উদ্যমী খুঁজছে। ব্যাংকটির অ্যাগ্রি বিজনেস ইউনিটে “রিলেশনশিপ অফিসার” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ০৪ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে।
পদের নামঃ রিলেশনশিপ অফিসার (অ্যাগ্রি বিজনেস ইউনিট)
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়৷
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও স্থায়ী৷
✓ প্রার্থীর ধরণ: নারী ও পুরুষ উভয়েই৷
✓ জব লোকেশন: ঢাকা, রংপুর, বগুড়া, রাজশাহী, ফরিদপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, সাভার, কেরানীগঞ্জ, ময়মনসিংহ, দোহাজারি ও রাঙ্গামাটি।
✓ কর্মক্ষেত্র: অফিসে।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ ইউজিসি অনুমোদিত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ/ এমবিএম/ যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
✓ সন্তোষজনক একাডেমিক রেকর্ড থাকতে হবে।
✓ একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না।
✓ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
অতিরিক্ত শর্তাবলীঃ
✓ কৃষি রিলেটেড চাকরিতে ন্যূনতম ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
✓ লোনের টার্গেট পূরণ ও কালেকশন ঠিক মতো করতে জানতে হবে।
✓ টিম প্লেয়ার, সক্রিয়, উৎসাহী এবং উদ্যমী মনোভাবাপন্ন হতে হবে।
✓ ভিজিট, ভেরিফাই, বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে।
✓ শক্তিশালী মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
✓ চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও ভাতাঃ
✓ পদবী ও বেতন অভিজ্ঞতা এবং দক্ষতার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে।
✓ কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়াঃ
✓ আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা যাচ্ছে।
✓ কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ ব্যাংক কোন কারণ দর্শানো ছাড়াই যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
✓ যে কোন ধরনের প্ররোচনামূলক কর্মকান্ড প্রার্থিতা অযোগ্য ঘোষণা করবে।
✓ সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে।
আবেদনের শেষ তারিখঃ
✓ ০৪ ফেব্রুয়ারি, ২০২৩।
সোর্সঃ বিডি জবস
About United Commercial Bank PLC:
With a firm commitment of the economic and social development of Bangladesh, United Commercial Bank PLC (UCB) started its journey in mid 1983 and has since been able to establish itself as one of the largest first generation banks in the country. With a vast network of 204 branches the Bank has already made a distinct mark in the realm of Private Sector Banking through personalized service, innovative practices, dynamic approach and efficient Management.
The Bank has expanded its arena in different and diverse segments of banking like Retail Banking, SME Banking, Corporate Banking, Off-shore Banking, and Remittance etc. Besides various deposit and loan products of Retail Banking, the Bank caters export and import loan to deserving candidates which in turn helps the overall economy of the country through increased earning of foreign exchange. Other consumer products like UCB Cards have been showing tremendous success and growth since its inception in 2006 and soon became the leader in local market with around 40000 card holders.
With a firm commitment to promote SME sector, the Bank is also assessing and monitoring business loans, managing business financing risks, pricing products and working for further development of SME. Its Corporate banking service consists of simple business of issuing loans to more complex matters, such as helping minimize taxes paid by overseas subsidiaries, managing changes in foreign exchange rates or working out the details of financing packages necessary for the construction of a new office, plant or other facility. Its area of expertise is in-depth knowledge in financial analysis with analytical capability of financing large project including RMG and infrastructure development projects.
The Bank, aiming to play a leading role in the economic activities of the country, is firmly engaged in the development of trade, commerce and industry by investing in network expansion and new technology adoption to have competitive advantage.
Leading private commercial Bank, United Commercial Bank PLC is looking for smart, confident, self-motivated, hardworking, and tech-savvy talented candidates as “Relationship Officer- Agri Business Unit” who have potential to add value to Bank’s development and can be the future leaders of the Bank.