ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) [Bankers Selection Committee (BSC)] সদস্যভুক্ত ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (সাধারণ) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উক্ত ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ১,৫৯৭ জন অফিসার (জেনারেল) নেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২০ জানুয়ারি, ২০২৪ তারিখ রাত ১১:৫৯টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নামঃ অফিসার (জেনারেল) ২০২২ সাল ভিত্তিক
✓ পদের সংখ্যা: ১,৫৯৭টি (সোনালী ব্যাংক পিএলসি ৬৪৩টি, জনতা ব্যাংক পিএলসি ১৬৪টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ০৫টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ০১টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ৪৪৯টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ২৩১টি, প্রবাসী কল্যাণ ব্যাংক ৬৪টি, কর্মসংস্থান ব্যাংক ২০টি এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ২০টি)।
✓ অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
✓ প্রার্থী ধরন: নারী-পুরুষ উভয়েই।
✓ চাকরির ধরণ: সরকারি ও স্থায়ী।
✓ জব লোকেশন: বাংলাদেশের যে কোনো স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
শিক্ষাগত যোগ্যতাঃ
✓ যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
✓ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/ সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০১ (এক) টিতে প্রথম বিভাগ/ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারী নীতিমালা প্রযোজ্য হবে।
✓ কোন পর্যায়েই ৩য় বিভাগ/ শ্রেণী গ্রহণযােগ্য হবে না।
✓ গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ ও ০২/০৩/২০১০ তারিখের যথাক্রমে প্রজ্ঞাপন নং শিম/শাঃ১১/৫-১(অংশ)/৫৮২ ও শিম/শাঃ১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম ও ২য় বিভাগ/ শ্রেণি নিম্নরূপে নির্ধারিত হবেঃ
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
(১) এস.এস.সি বা সমমান এবং এইচ.এস.সি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে– | |
জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব | প্রথম বিভাগ |
জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম | দ্বিতীয় বিভাগ |
(২) অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে– | ||
অর্জিত সিজিপিএ | সমতুল্য শ্রেণি/ বিভাগ | |
৪.০০ পয়েন্ট স্কেলে | ৫.০০ পয়েন্ট স্কেলে | |
৩.০০ বা তদূর্ধ্ব | ৩.৭৫ বা তদূর্ধ্ব | প্রথম বিভাগ/ শ্রেণি |
২.২৫ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম | ২.৮১৩ বা তদূর্ধ্ব কিন্তু ৩.৭৫ এর কম | দ্বিতীয় বিভাগ/ শ্রেণি |
বয়স সীমাঃ
✓ বয়স ২০/০১/২০২৪ তারিখে):
(ক) মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর।
(খ) মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
বেতন স্কেলঃ
✓ জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ১৬০০০-১৬৮০০-১৭৬৪০———৩৮৬৪০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।
আবেদন ফিঃ
✓ পরীক্ষার ফি: অফেরতযোগ্য ২০০ টাকা।
✓ ডাচ্–বাংলা ব্যাংক পিএলসি’র পেমেন্ট গেটওয়ে ‘রকেট’ (আবেদনকারীর নিজের অথবা এজেন্ট অ্যাকাউন্ট)–এর মাধ্যমে প্রদান করতে হবে।
আবেদনের পদ্ধতিঃ
✓ বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
✓ সার্কুলারটি দেখতে ক্লিক করুন- এখানে।
✓ সরাসরি অনলাইনে আবেদন করতে ক্লিক করুন- এখানে।
আবেদনের শেষ তারিখঃ
✓ আবেদনপত্র পূরণ ও ফি প্রদান করা যাবে ২০ জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৯টা পর্যন্ত।
✓ Verify Payment এবং Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময়: ২৩ জানুয়ারি, ২০২৪ রাত ১১.৫৯ টা।
সোর্স: বাংলাদেশ ব্যাংক
About Bankers’ Selection Committee Secretariat (BSCS):
As per Gazette No. 53.00.0000.311.11.012.15-527 Dated : 21-09-2015 of Banks and Financial Institutions Department, Ministry of Finance, Peoples Republic of Bangladesh “Bankers’ Selection Committee” is formed. Consequently “Bankers’ Selection Committee Secretariat (BSCS)” is established on 30-09-2015 vide Administrative Circular no-19 of Human Resources Department-1, for recruiting eligible candidates of the following state owned commercial & specialized banks and financial institutions:
1. Sonali Bank PLC
2. Janata Bank PLC
3. Agrani Bank PLC
4. Rupali Bank PLC
5. Bangladesh Development Bank PLC
6. Basic Bank PLC
7. Bangladesh Krishi Bank
8. Rajshahi Krishi Unnayan Bank
9. Bangladesh House Building Finance Corporation
10. Investment Corporation of Bangladesh
11. Karmasangstan Bank
12. Ansar-VDP Unnayan Bank
13. Probashi Kallyan Bank
14. Palli Sanchay Bank
The Main objective of Bankers’ Selection Committee Secretariat is to prepare panels of capable & efficient candidates (1st & 2nd class posts only) through rigorous process of selection following the govt. rules, regulations & quota policy and recommend the same to the respective banks and financial institutions.