ট্রেইনি অফিসার (কার্ডস অ্যাকুইজিশন) নিয়োগ দেবে ইবিএল
ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (Eastern Bank limited) বাংলাদেশের বেসরকারি খাতের একটি বাণিজ্যিক ব্যাংক। এটি ১৯৯২ সালে কার্যক্রম শুরু করে। বর্তমানে ব্যাংকটি কর্পোরেট ব্যাংকিং সেবায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ব্যাংকটি ২০০৫ সালে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত হয়। ইস্টার্ন ব্যাংক লিমিটেড সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি “ট্রেইনি অফিসার- কার্ডস অ্যাকুইজিশন” পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আগামী ৩ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: ট্রেইনি অফিসার- কার্ডস অ্যাকুইজিশন
পদ সংখ্যা: নির্ধারিত নয়।
প্রার্থীর ধরণ: নারী পুরুষ উভয়েই।
কর্মস্থল: ঢাকা ও চট্টগ্রাম।
কর্মক্ষেত্র: অফিসে।
কাজের দায় দায়িত্ব:
নতুন ক্রেডিট কার্ড এবং সম্পূরক অ্যাপ্লিকেশনের সোর্সিং।
১০০% কার্ড সক্রিয়করণ এবং কার্ডের ব্যবহার নিশ্চিত করা।
আবেদন প্রকাশের জন্য ক্রেডিট আলোচনা প্রদান করা।
প্রয়োজনীয় গ্রাহক সেবা প্রদান।
শূন্য জালিয়াতি নিশ্চিত করা।
নতুন গ্রাহক এবং কোম্পানিতে ক্রমাগত পরিদর্শন করে এবং লাইন ম্যানেজার এবং বিভাগীয় প্রধানের কাছে ভিজিট রিপোর্ট জমা দিয়ে ব্যবসার বৃদ্ধি ত্বরান্বিত করা।
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা:
যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে নূন্যতম স্নাতক (সম্মান) পাস হতে হবে।
সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ মাসের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
ফ্রেশারদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
অন্যান্য শর্তাবলী:
যোগাযোগ দক্ষতা, ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে।
কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। বিশেষ করে অনলাইন সফটওয়্যার মডিউল অ্যান্ড এমএস অফিস প্যাকেজ বিষয়ে জানাশোনা থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা:
মাসিক ২৮,০০০ টাকা।
কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
EBL নীতি অনুযায়ী অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা।
পারফরম্যান্সের ভিত্তিতে ১ বছর পরে EBL স্থায়ী পদের জন্য লিখিত পরীক্ষায় বসার যোগ্য হবেন।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ:
৩ ডিসেম্বর, ২০২২।
সোর্স: বিডি জবস