আইএফআইসি ব্যাংক জব সার্কুলার

ডাইরেক্ট সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আইএফআইসি ব্যাংক

ডাইরেক্ট সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আইএফআইসি ব্যাংক- বাংলাদেশের বেসরকারি খাতের ব্যাংক হিসেবে অন্যতম একটি হলো আইএফআইসি ব্যাংক লিমিটেড (IFIC Bank Limited)। দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে এন্টারপ্রাইজের অধীনে “ডাইরেক্ট সেলস অ্যাসোসিয়েট (লায়াবিলিটি বিজনেস)” পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর, ২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ ডাইরেক্ট সেলস অ্যাসোসিয়েট (লায়াবিলিটি বিজনেস) [আন্ডার এমপ্লয়মেন্ট অব এন্টারপ্রাইজ]
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও চুক্তিভিত্তিক।
✓ প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই।
✓ জব লোকেশন: বাংলাদেশের যে কোন স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
✓ প্রার্থীর কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই।
✓ তবে অভিজ্ঞরাও আবেদন করতে পারবেন।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অতিরিক্ত শর্তাবলীঃ
✓ বয়স- সর্বোচ্চ ৩২ বছর।
✓ পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
✓ চমৎকার যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
✓ ফিল্ড ওয়ার্ক, মার্কেটিং সেলস-এ সক্রিয় হতে হবে।

বেতন-ভাতাঃ
✓ মাসিক বেতন- ১৫,০০০ টাকা থেকে ১৭,০০০ টাকা (অভিজ্ঞতা অনুযায়ী)।
✓ সাপ্তাহিক ছুটি: ২ দিন।
✓ উৎসব বোনাস: ২টি।
✓ আকর্ষনীয় বোনাস (বিজনেস এর মাসিক টার্গেট তথা ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন অনুযায়ী)।

আবেদনের পদ্ধতিঃ
✓ কেবলমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ ব্যাংক কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
✓ সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ৩১ অক্টোবর, ২০২৩।

সোর্সঃ বিডি জবস

About IFIC Bank Limited:
IFIC is the country’s 1st public-private partnership bank. The Bank is a unique embodiment of reliability, stability and highest level of professionalism in the financial sector. Through a continuous innovative process, since 1976, we built the best-in-class platform of people, process, technology, products and service proposition.

IFIC Bank Ltd is ready to become one of the largest and most distinguished banks, both nationally and internationally. IFIC is a meritocracy based equal opportunity employer, provider of well rounded training and creator of an enabling environment for employees to perform and fulfil the individual’s dream.

IFIC has a workforce with the highest level of professional efficiency and dignity. The workforce is smart but has the innate quality to deliver services across regions and to all income groups. If you are ready to join this winning team then please apply.

ডিসক্লেইমারঃব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button