মিডল্যান্ড ব্যাংক পিএলসি

মিডল্যান্ড ব্যাংক এফসি অ্যাকাউন্ট

এমডিবি এফসি অ্যাকাউন্ট হলো বৈদেশিক মুদ্রা (মার্কিন ডলার, পাউন্ড, ইউরো বা জাপানিজ ইয়েন) লেনদেন অ্যাকাউন্ট তাদের জন্য যারা বিদেশে বসবাস করছেন এবং বাংলাদেশে তাদের কষ্টার্জিত অর্থ সঞ্চয় করতে চান। এটি একটি সুদ ছাড়া বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্ট যাতে কোন সুদ দেওয়া হয় না।

এমডিবি এফসি অ্যাকাউন্ট এর বৈশিষ্ট্য
✓ এমডিবি এফসি অ্যাকাউন্ট একটি সুদবিহীন অ্যাকাউন্ট।
✓ এই অ্যাকাউন্ট খোলার জন্য কোনো প্রাথমিক অর্থ জমার প্রয়োজন নেই।
✓ এই অ্যাকাউন্টটি মার্কিন ডলার, পাউন্ড, ইউরো বা জাপানিজ ইয়েনে খোলা যায়।
✓ এই অ্যাকাউন্টের ব্যালেন্স এবং অর্জিত সুদ বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই অবাধে বিদেশে স্থানান্তরযোগ্য।
✓ শুধুমাত্র প্রচলিত বিনিময় হারে টাকায় স্থানীয়ভাবে লেনদেন করা যাবে।
✓ অ্যাকাউন্টধারীর অনুপস্থিতিতে ম্যান্ডেট ধারক অ্যাকাউন্ট-এ লেনদেন করতে পারবেন।
✓ এই অ্যাকাউন্টে চেক বই সুবিধা পাওয়া যায়।

নির্বাচিত হবার যোগ্যতা
✓ বাংলাদেশী বংশোদ্ভূত অনিবাসী বাংলাদেশী নাগরিক/ এনআরবি/ দ্বৈত নাগরিক।
✓ বিদেশী/ আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করা নিবাসী বাংলাদেশী নাগরিক যাদের বেতন সম্পূর্ণ এবং আংশিকভাবে বৈদেশিক মুদ্রায় দেয়া হয়।
✓ বিদেশে বা বাংলাদেশে বসবাসরত বিদেশী নাগরিকরা।
✓ বিদেশী সংস্থা বিদেশে নিবন্ধিত এবং বাংলাদেশে এবং বিদেশে কাজ করে এমন।
✓ বিদেশী মিশন এবং তাদের প্রবাসী কর্মচারীরা।
দ্রষ্টব্য: *আংশিক বেতনের শুধুমাত্র FC-এর অংশ এই অ্যাকাউন্টে জমা করা যাবে।

অনুমোদনযোগ্য ক্রেডিট
✓ বিদেশী ব্যাংকের অনিবাসী টাকা অ্যাকাউন্ট।
✓ অভ্যন্তরীন অর্থ প্রেরণ।
✓ অন্য কোন বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্ট থেকে স্থানান্তর।
✓ এছাড়াও ভ্রমণের সময় বাংলাদেশে আনা পরিবর্তনযোগ্য বৈদেশিক মুদ্রা যেমন- কারেন্সি নোট, ট্রাভেলার চেক, ড্রাফ্ট ইত্যাদি থেকেও জমা করা যাবে। এটি যদি US ৫০০০ ডলার (বা এর সমতুল্য) ছাড়িয়ে যায় তবে আগমনের সময় “FMJ ফর্ম”-এ কাস্টমসের কাছে ঘোষণা করতে হয়।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।
রিলেটেড লেখা

অনুমোদনযোগ্য ডেবিট
✓ শুধুমাত্র টাকায় লোকাল/ স্থানীয়ভাবে তোলা যাবে।
✓ অর্জিত সুদ নিজস্ব অ্যাকাউন্টে/ বিদেশে রক্ষণাবেক্ষণ করা যে কোন সুবিধাভোগী অ্যাকাউন্টে অবাধে হস্তান্তরযোগ্য/ প্রত্যাবর্তনযোগ্য।

প্রয়োজনীয় ডকুমেন্ট
বিদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিক (NRBs)/ বাংলাদেশী বংশোদ্ভূত দ্বৈত নাগরিকদের জন্য-
✓ ব্যাংক নির্ধারিত অ্যাকাউন্ট খোলার ফর্ম যথাযথভাবে পূরণ করতে হবে।
✓ আবেদনকারীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

আবেদনকারী শনাক্তকরণ ডকুমেন্ট
✓ বৈধ বাংলাদেশি পাসপোর্টের জন্য শনাক্তকরণ তথ্য সহ পাসপোর্টের ফটোকপি (প্রথম ২ পৃষ্ঠা)।
✓ বিদেশী পাসপোর্টের ক্ষেত্রে শনাক্তকরণ তথ্য এবং আবেদনকারীর ছবি সম্বলিত এনভিআর সিল/ “no visa required for travel to Bangladesh” পৃষ্ঠার সত্যায়িত ফটোকপি।

বসবাসের বৈধতা প্রমাণের ডকুমেন্ট
✓ বসবাসের বৈধতা প্রমাণের জন্য বৈধ ভিসা, রেসিডেন্ট পারমিট/ ওয়ার্ক পারমিট/ গ্রিন কার্ড। যদি এটি ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষা হয় তাহলে কোন অনুবাদের প্রয়োজন নেই।

ঠিকানা প্রমাণের ডকুমেন্ট
নিম্নলিখিত ডকুমেন্টগুলোর মধ্যে যেকোন একটি হলেই যথেষ্ট হবে-
✓ কাজের আইডি
✓ ইউটিলিটি বিল
✓ পে স্লিপ/ চাকরির চুক্তিপত্র
✓ ড্রাইভিং লাইসেন্স
✓ সরকার কর্তৃক ইস্যু করা আইডি
✓ ক্রেডিট কার্ড বিল
✓ ভাড়ার রসিদ/ চুক্তি
✓ স্বাস্থ্য কার্ড
✓ ওভারসিজ ব্যাংক স্টেটমেন্ট।

আয়ের উৎস প্রমাণের ডকুমেন্ট
নিম্নলিখিত ডকুমেন্টগুলোর মধ্যে যেকোন একটি হলেই যথেষ্ট হবে-
✓ পে স্লিপ/ চাকরির চুক্তিপত্র
✓ ওভারসিজ ব্যাংক স্টেটমেন্ট (অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে তিন মাসের বেশি পুরানো নয়)
✓ বিদেশী ট্যাক্স সার্টিফিকেট
✓ গ্রহণযোগ্য অন্য কোনো বৈধ ডকুমেন্ট যা আবেদনকারীর বৈধ আয়ের উৎস প্রমাণ করে।

নমিনি আইডেন্টিফিকেশন ডকুমেন্ট
✓ নমিনির ১ কপি পাসপোর্ট সাইজের ছবি অ্যাকাউন্টধারী কর্তৃক সত্যায়িত।
✓ নমিনির যে কোন বৈধ ফটো আইডির কপি।

দেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের জন্য
✓ পাসপোর্ট সাইজের দুই কপি আবেদনকারীর সাম্প্রতিক ছবি।
✓ বাংলাদেশী পাসপোর্টের প্রথম ছয় পৃষ্ঠার ফটোকপি।
✓ আয়ের প্রমাণ; যেমন- বেতন/ পে স্লিপ, চাকরির চুক্তিপত্র বা অন্য কোন ডকুমেন্ট যা বিদেশী মুদ্রায় আবেদনকারীর বৈধ আয়ের উৎস প্রমাণ করে।
✓ স্থানীয় ঠিকানা প্রমাণ ডকুমেন্ট-এর কপি (ভাড়া চুক্তি, ইউটিলিটি বিল ইত্যাদি)।
✓ আবেদনকারী কর্তৃক প্রত্যয়িত মনোনীত ব্যক্তির পাসপোর্ট আকারের ছবি ১ কপি।

বিদেশে বসবাসরত বিদেশী নাগরিকদের জন্য বা বাংলাদেশে/ বিদেশী মিশনের প্রবাসী কর্মচারীদের জন্য
✓ আবেদনকারীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
✓ আবেদনকারীর বৈধ পাসপোর্টের কপি।
✓ বৈধ ভিসার কপি (যদি আবেদনকারী শুধুমাত্র বাংলাদেশে থাকেন)।
✓ BOI পারমিশন ভিসার কপি (যদি আবেদনকারী শুধুমাত্র বাংলাদেশে থাকেন)।
✓ আয়ের প্রমাণ; যেমন- বেতন/ পে স্লিপ, চাকরির চুক্তিপত্র, ব্যবসায়িক অ্যাকাউন্টের বিবৃতি, ট্যাক্স সার্টিফিকেট বা অন্য কোন ডকুমেন্ট যা আবেদনকারীর বৈধ আয়ের উৎস প্রমাণ করে।
✓ যেকোন স্থানীয় ঠিকানা প্রমাণের জন্য ডকুমেন্ট।
✓ আবেদনকারী কর্তৃক প্রত্যয়িত মনোনীত ব্যক্তির পাসপোর্ট আকারের ছবি ১ কপি।

ম্যান্ডেট হোল্ডার নিয়োগের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
✓ ম্যান্ডেটের ১ কপি পাসপোর্ট সাইজের ছবি (আবেদনকারী কর্তৃক প্রত্যয়িত)।
✓ ম্যান্ডেটের বৈধ ফটো আইডি।
✓ ম্যান্ডেটের ঠিকানা প্রমাণের জন্য ডকুমেন্ট।
✓ ম্যান্ডেট অথরাইজেশন ফরম যথাযথভাবে পূরণ।

হিসাব খোলার পদ্ধতি
ধাপ ১: ওয়েবসাইট থেকে MDB ফরেন কারেন্সী অ্যাকাউন্ট (FC অ্যাকাউন্ট) ফরম ডাউনলোড করুন- এখান থেকে
ধাপ ২: প্রয়োজনীয় তথ্য পূরণ করুন এবং এতে আপনার স্বাক্ষর দিন।
ধাপ ৩: প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করুন।
ধাপ ৪: অ্যাকাউন্ট খোলার ফর্ম এবং প্রয়োজনীয় কাগজপত্র নিম্নলিখিত ঠিকানায় আন্তর্জাতিক ডাক মেইলের মাধ্যমে পাঠিয়ে দিন-

মিডল্যান্ড ব্যাংক এনআরবি ব্যাংকিং সার্ভিসেস
হেড অফিস অ্যানেক্স
জাহেদ প্লাজা (লেভেল ১০)
৩০ গুলশান এভিনিউ
গুলশান ২, ঢাকা ১২১২ বাংলাদেশ।
প্রয়োজনে nrb.banking@midlandbankbd.net-এ ই-মেইল করুন।

ফরম ডাউনলোড
✓ অ্যাকাউন্ট খোলার ফর্ম পেতে ক্লিক করুন- এখানে

আরও দেখুন:
◾ মিডল্যান্ড ব্যাংক লিমিটেড

বিস্তারিত জানতে
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (MDB), হেড অফিস: এন.বি. টাওয়ার (লেভেল ৬-৯) ৪০/৭, গুলশান নর্থ এভিনিউ, সার্কেল-২, গুলশান, ঢাকা – ১২১২ বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬৫৯৬ এবং (+৮৮) ০৯৬১৭০ ১৬৫৯৬ (দেশ ও বিদেশ)
টেলিফোন: +৮৮০ ৯৬৬৬ ৪১০৯৯৯, ৯৬১১ ৪১০৯৯৯
ফ্যাক্স: +৮৮-০২-৫৫০৫২২১৪, +৮৮-০২-৮৮৩৭৭৩৫
সুইফট কোড: MDBLBDDH
ইমেইল: info.mdb@midlandbankbd.net
ওয়েবসাইট: www.midlandbankbd.net

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button