এসবিআই বাংলাদেশে জুনিয়র অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশ (State Bank of India Bangladesh) বাংলাদেশে বিদেশি ব্যাংকিং খাতের একটি ব্যাংক। সম্প্রতি স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশ চাকরিপ্রার্থীদের জন্য “জুনিয়র অফিসার” পদে নিয়োগ বিজ্ঞপ্তি/ জব সার্কুলার প্রকাশ করেছে। উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে ৩০ জুন, ২০২২ এর মধ্যে আবেদন করতে পারবেন।
পদের নামঃ জুনিয়র অফিসার
✓ প্রতিষ্ঠানের নাম: স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশ।
✓ ডিপার্টমেন্ট: ট্রেড ফাইন্যান্স/ ক্রেডিট/ ফরেক্স/ ট্রেজারী/ জেনারেল ব্যাংকিং/ আইটি।
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ জব লোকেশন: ঢাকা।
✓ কর্মক্ষেত্র: অফিসে।
আরও দেখুন:
◾বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বনামধন্য যেকোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
✓ শিক্ষাজীবনের কোন পর্যায়ে ৩য় শ্রেনি বা বিভাগ গ্রহণযোগ্য নয়।
✓ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
অতিরিক্ত শর্তাবলীঃ
✓ বয়সসীমা (১৬ জুন, ২০২২ তারিখে)- সর্বনিম্ন ২৫ বছর এবং সর্বোচ্চ ৩৮ বছর।
✓ শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকে ২ বছরের কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।
✓ জিবি/ ক্রেডিট/ ফরেক্স/ আইটিতে কাজের অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে।
✓ পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
✓ এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টে দক্ষতা থাকতে হবে।
✓ এমএস ওয়ার্ডে ডকুমেন্ট প্রস্তুতে দক্ষতা থাকতে হবে।
বেতন ও ভাতাঃ
✓ বেতন আলোচনা সাপেক্ষে।
✓ এছাড়া ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় বেতন ও ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়াঃ
✓ বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
✓ সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে।
আবেদনের শেষ তারিখঃ
✓ ৩০ জুন, ২০২২।
সোর্সঃ বিডি জবস
About SBI Bangladesh:
SBI’s presence in the soil of Bangladesh dates back to 1862 when Bank of Bengal took over Dhaka Bank. Since then, with a brief interruption from 1962 to 1974, SBI through its Bangladesh Operations has been serving the people of Bangladesh. We recommenced our operations in 1975 by reopening our Dhaka Branch at Motijheel on 5th May 1975 after the independence of Bangladesh. Presently we are serving the nation through a network of 3 branches and 2 offshore Banking Units in Dhaka, Chittagong and Khulna.
SBI are also facilitating the processing of Indian VISA through our Indian Visa Application Centre’s (IVACs) located at various places in Bangladesh. Our Bangladesh Operations is facilitating Indo-Bangla trade substantially. It is fully equipped with state-of-the-art Banking facilities which cater to retail & corporate banking including Forex, remittance and Treasury Operations.