প্রাইম ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ‘মাইপ্রাইম’
বর্তমান সময়ে ইন্টারনেট ব্যাংকিং আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। বিভিন্ন প্রয়োজনে টাকা পাঠানো থেকে শুরু করে ইউটিলিটি বিল পরিশোধ, মোবাইল রিচার্জ এবং আরোও অনেক ব্যাংকিং সুবিধা পাওয়া যাচ্ছে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে।
বর্তমান গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে প্রাইম ব্যাংক তার মোবাইল ব্যাংকিং অ্যাপকে আরোও আধুনিক ও উন্নত করে তৈরী করেছে। নতুন অ্যাপ “মাই প্রাইম” এর আধুনিক ইউজার ইন্টারফেসের মাধ্যমে গ্রাহকেরা খুব সহজেই যেকোন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবে। এই অ্যাপে ফান্ড ট্রান্সফার, পেমেন্ট, স্টেটমেন্ট সংগ্রহ, লাইভ চ্যাট এর মতো আরোও অনেক সুবিধা রয়েছে।
ঢাকার স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ গুচৎরসব অ্যাপটি উন্মোচন করেন। এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রাহমান এবং উপব্যবস্থাপনা পরিচালকরা- মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, এএনএম মাহফুজ, শামস আবদুল্লাহ মোহাইমীন, মো. জিয়াউর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংকের ডিএমডি ও কনজিউমার ব্যাংকিংয়ের প্রধান, এএনএম মাহফুজ বলেন, “প্রাইম ব্যাংক বাংলাদেশে প্রথম ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু করা স্থানীয় ব্যাংকগুলোর মধ্যে একটি। ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্রমবর্ধমান চাহিদা মাথায় রেখে প্রাইম ব্যাংক তার পূর্বের অ্যাপ Altitude কে নতুন টেকনোলজি ব্যবহার করে আরোও নতুন ফিচার্স ও সহজ UI দিয়ে ‘মাইপ্রাইম’ এ রূপান্তর করেছে। এই অ্যাপ আইওএস এবং এনড্রয়েড প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ বলেন, “ভোক্তারা দিন দিন আরোও বেশি ডিজিটাল আর্থিক সেবা গ্রহণ করছে। ব্যাংকিং খাতের ডিজিটাইজেশনের এই যুগে আমাদের গ্রাহকদের দিন রাত ২৪ ঘন্টা ব্যাংকিং সেবা প্রদানের সক্ষমতা অর্জন করতে হবে। মাইপ্রাইম অ্যাপের মাধ্যমে প্রাইম ব্যাংক তার ডিজিটাইজেশনের যাত্রায় আরেকটি মাইলফলক ছুঁয়েছে, যা আমাদের গ্রাহকদের সেবার মান আরোও বহুগুনে বৃদ্ধি করবে”।