ব্যাংকার

ব্যাংকারের ঈদ আয়োজন

• বাবা, এসেছো! আমাদের ব্যাগ গোছানো শেষ, কালই আমরা দাদা দাদীর কাছে যাবো, অনেক মজা হবে (বাসায় ঢুকতেই ছেলে দুইটার একসাথে উল্লাস)।
• আমাদের তো কাল যাওয়া হচ্ছে না, বাবা! শনিবার অফিস করতে হবে।

• কী বলো এসব, তুমি না বললে কাল থেকে ৬ দিনের ছুটি, টিকেটও তো করলে সেভাবেই, এখন কাল যদি না যাও, পরে যাবে কিভাবে? স্ত্রীর জিজ্ঞাসা।
• কী করবো বলো? হঠাৎই নির্দেশনা আসলো, অফিস তো করতেই হবে।

• বাবু, সকালে তো রওনা দিবি, সব কিছু ঠিক ঠাক তো! শরীর কেমন তোর? দাদুদেরকে দেখে শুনে সাবধানে আনিস। (সেহেরীর সময় মায়ের ফোন)।
• কাল তো আমাদের আসা হচ্ছে না, আম্মা। শনিবার অফিস করতে হবে।
• কী বলিস এসব, শনিবার অফিস করে তারপর এতদূর আসবি কী করে? গাড়ি ঘোড়া কিছু পাবি!
• দেখি কী করা যায়।

সকাল নয়টার দিকে বেজে উঠলো ফোনটা…
• আসসালামু আলাইকুম আব্বুজি, কেমন আছেন?
• ওয়া আলাইকুমুস সালাম, আলহামদুলিল্লাহ, ভালো আছি। ঠিকমতো রওনা দিয়েছো তো! কতদূর আসলে তোমরা?
• জ্বী, মানে…, আব্বুজি, আমরা তো আজকে আসতে পারছি না, কাল অফিস আছে।
• ওহ, তাহলে কি এবার আসতে পারবা?
• দেখি কী করা যায়।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

• কীরে কখন পৌঁছাবি তুই, সবাই ঠিকমতো সময়েই চলে আসবে বলেছে, ছিন্নমূল শিশুদের সাথে যে আমাদের ইফতার করার কথা ছিলো, তার সব আয়োজন শেষ। কাল সকাল থেকে অনেক কাজ করতে হবে, আজ সন্ধ্যায় একসাথে বসবো ইনশাআল্লাহ।
• তোরা কষ্ট করে একটু চালিয়ে নিস, আমার আশা হচ্ছে না, কাল অফিস।

• ভাইয়া, দোকানে কথা বলে রেখেছি, প্যাকেজ হিসেবে দোকানদার সব করে রাখবে, আমরা শনিবারে এনে রাখবো, রবিবার সকাল থেকে এগুলো বিতরণ শুরু করবো, ইনশাআল্লাহ।
• শোন, তোকে তো বলা হয়নি, আমি তো রওনা দিতে পারিনি। কাল অফিস আছে, কাল রাতে বা রবিবার সকালে যাওয়ার কোনো ব্যবস্থা করতে পারি কী না দেখি। তুই সব রেডি রাখিস, আমি সময় মতো আসতে পারলে তো পারলামই, না পারলে আম্মা আব্বুজিকে সাথে নিয়ে তোরা বিতরণ করে দিস।

লেখকঃ ফারুক হোসাইন, ব্যাংকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button