সাম্প্রতিক ব্যাংক নিউজ

সিলেটে ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জ চালু

ব্র্যাক ব্যাংক এর বিশ্ব মানের প্রিমিয়াম ব্যাংকিং সেবা চালু হয়েছে সিলেটে। এটিই সিলেট শহরে ব্যাংকের প্রথম প্রিমিয়াম ব্যাংকিং সেবা। গত ৩০ মার্চ, ২০২২ সিলেট নগরীর জিন্দাবাজার শাখায় আনুষ্ঠানিকভাবে লাউঞ্জের উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংক এর হেড অব প্রিমিয়াম ব্যাংকিং আবু সায়েম আনসারী এবং রিজিওনাল হেড – বরিশাল ও ঢাকা সাউথ ওয়েস্ট রিজিওন – নাকিব জামান। অনুষ্ঠানে ব্যাংকের সিলেট রিজিওনের এরিয়া হেড শাফায়েত হুসাইন আহমেদ এবং ব্র্যাক ব্যাংক এর অন্যান্য কর্মকর্তাসহ প্রিমিয়াম ব্যাংকিংয়ের গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই লাউঞ্জের মাধ্যমে ব্র্যাক ব্যাংক এর প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জের সর্বমোট সংখ্যা ১৯-এ পৌঁছেছে। প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জটি গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সীমাহীন এবং বিশেষায়িত সুবিধা। মূলত বিশেষ গ্রাহকদের চাহিদা ও পছন্দ অনুসারে বিশেষায়িত ব্যাংকিং সেবা প্রদান নিশ্চিত করতেই এই লাউঞ্জ।

প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকরা ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজারের পাশাপাশি বিলাসবহুল লাউঞ্জ, ওয়ান স্টপ সার্ভিস, প্রিফারেন্সিয়াল ফি এবং চার্জ, ডোরস্টেপ সার্ভিস, লাইফস্টাইল বেনিফিট, এক্সক্লুসিভ কার্ড প্রিভিলেজ, কাস্টমার ভ্যালু প্রোপোজিশন, কল সেন্টার সার্ভিসে অগ্রাধিকার ভিত্তিতে অনেক সুযোগ ও সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও তারা কেনাকাটা, ডাইনিং, বিনোদন, স্বাস্থ্যসেবা এবং স্পেশাল ইনফিনিট, সিগনেচার এবং প্ল্যাটিনাম ক্রেডিট কার্ডে বিশেষ অফার সুবিধা পাবেন।

হেড অব প্রিমিয়াম ব্যাংকিং আবু সায়েম আনসারী বলেন: “সিলেটে প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জের উদ্বোধন ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। এই লাউঞ্জটি সম্মানিত গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। এখানে গ্রাহকদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে তাদেরকে সেরা ব্যাংকিং অভিজ্ঞতা দেওয়া হবে।”

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

তিনি আরও বলেন: “গ্রাহকদের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী ডিজাইন করা অনন্য সেবাগুলো এখন সিলেটের গ্রাহকদেরকে স্বাচ্ছন্দ্য, মর্যাদা এবং বিশেষ সুবিধা দিয়ে তাদেরকে সমৃদ্ধির পথে আরও এগিয়ে নিয়ে যাবে। কার্যকরভাবে গ্রাহকদের আর্থিক সম্পদ তত্ত্বাবধানের পাশাপাশি তাদের বিনিয়োগ ও সঞ্চয় ব্যবস্থাপনাকে নতুন এক মাত্রা দিবে প্রিমিয়াম ব্যাংকিং।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button