ইসলামী ব্যাংক চল্লিশে পদার্পণ
ইসলামী ব্যাংক চল্লিশে করেছে আজ পদার্পণ
সবাই আছে উল্লাসে চলছে নানান প্রদর্শন।
স্মৃতিকথার ইতিবৃত্ত তিরাশি থেকে বাইশে
শিকড় থেকে শিখর অব্দি কোথায় বল নাই সে।
বাংলাদেশের উন্নয়নে রাখছে স্বীয় অবদান
কৃষি শিল্প বানিজ্য আর বাড়ছে কর্মসংস্থান।
সামাজিক দায়বদ্ধতায় ব্যস্ত সমাজ কল্যাণে
পিছিয়ে পড়া জনগোষ্ঠী পাচ্ছে সহায় এখানে।
কল্যাণমুখী ব্যাংকিং সেবায় সব ব্যাংকের মডেল
দেশ বিদেশে প্রশংসিত সম্মান তার অঢেল।
আন্তর্জাতিক পুরস্কারে নির্বাচিত সব সময়
ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত বিশ্ব সেরার তালিকায়।
আস্থা বিশ্বাস নির্ভরতায় শহর থেকে গ্রামে
ঘরে ঘরে দিচ্ছে সেবা চলছে সে সুনামে।
হাতের মুঠোয় ব্যাংকিং সেবা যখন খুশি তখন
নির্ভাবনায় চলছে সবই যার প্রয়োজন যেমন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
চল্লিশ শুধু সংখ্যা নয় আছে অনেক গুরুত্ব
এরই মাঝে লুকিয়ে আছে সৃষ্টি কুলের মহত্ব।
ইসলামী ব্যাংক সার্বজনীন সবার জন্য উন্মুক্ত
মহান আল্লাহ আছেন সহায়, থাকো সবে সংযুক্ত।
মোঃ নজরুল ইসলাম: কবি ও ব্যাংকার