সাম্প্রতিক ব্যাংক নিউজ
যমুনা ব্যাংকের ই-কেওয়াইসি প্লাটফর্ম উদ্বোধন
যমুনা ব্যাংক সম্প্রতি ইলেক্ট্রনিক নো ইউর কাস্টমার (ই-কেওয়াইসি) প্লাটফর্মের উদ্বোধন করে। এক অনুষ্ঠানে ই-কেওয়াইসি প্লাটফর্মের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও বোর্ড অব ডিরেক্টরসের পরিচালক গাজী গোলাম আশরিয়া।
আরো উপস্থিত ছিলেন বোর্ড অব ডিরেক্টরসের পরিচালক রেদোয়ান উল করিম আনসারী, ব্যাংকের এমডি মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ, ব্যাংকের ডিএমডি ও কেমেলকো একেএম আতিকুর রহমান, ডিএমডি মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী প্রমুখ।
শুধু এনআইডি রয়েছে এরূপ গ্রাহকরা প্লাটফর্মটি ব্যবহার করে যেকোনো স্থান থেকে যমুনা ব্যাংকের যেকোনো শাখায় অতি সহজেই হিসাব খুলতে পারবেন।