গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেন আবদুর রহিম
সম্প্রতি গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২৭তম সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে মো. আবদুর রহিমকে পদোন্নতি দেয়া হয়। এর আগে তিনি ব্যাংকের মানবসম্পদ ও সেবা ব্যবস্থাপনায় উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন।
আবদুর রহিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জন শেষে ১৯৮৭ সালে গ্রামীণ ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদান করেন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, এরিয়া ম্যানেজার, জোনাল অডিট অফিসার ও জোনাল ম্যানেজার হিসেবে ২৪ বছর মাঠ পর্যায়ের ভিন্ন প্রশাসনিক স্তরে অসাধারণ দক্ষতা, সাফল্য ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রেখেছেন।
আরও দেখুন:
◾ জীবন তরঙ্গ: এইচআরডি খুব পিচ্ছিল জায়গা!
আবদুর রহিম গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে মহাব্যবস্থাপক হিসেবে দক্ষতা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকে কর্মরত থাকা অবস্থায় তিনি দারিদ্র্য বিমোচনে অগ্রণী ভূমিকা রেখে নোবেল বিজয়ী এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়েছেন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |