ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেন মনজুর মফিজ
ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মনজুর মফিজ। জনাব মো: মনজুর মফিজ জানুয়ারী ১৬, ২০২২ থেকে পরবর্তী ৩ (তিন) বছরের জন্য ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে তিনি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওয়ান ব্যাংকে দায়িত্ব গ্রহণের আগে জনাব মফিজ ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক এবং চীফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সুদীর্ঘ ২৮ বছর কর্মজীবনে তিনি একজন প্রকৌশলী হিসাবে শিক্ষা মন্ত্রণালয় ও সোনালী ব্যাংক লিমিটেড এ যোগদান করেন। পরবর্তীতে তিনি এবি ব্যাংক লিমিটেড, দ্যা সিটি ব্যাংক লিমিটেড এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড-এ ব্যাংকিং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি দেশ ও বিদেশে বিভিন্ন ট্রেনিং এবং ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।
জনাব মো: মনজুর মফিজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বি.এস.সি. (সিভিল) শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |