এসজেআইবিএল নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান
সম্প্রতি অনুষ্ঠিত শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ৩৩৩তম সভায় সর্বসম্মতিক্রমে আক্কাচ উদ্দিন মোল্লা ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই সভায় বীর মুক্তিযোদ্ধা ফকির আখতারুজ্জামান নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন।
আক্কাচ উদ্দিন মোল্লা রাসেল স্পিনিং মিলস লিমিটেড, পিএনআর ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তানিয়া কটন মিলস লিমিটেড, রাসেল গার্মেন্টস, রাসেল অ্যাপারেলস, রাসেল ওয়াশিং প্লান্ট, একরাম সোয়েটারস লিমিটেড চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।
বীর মুক্তিযোদ্ধা ফকির আখতারুজ্জামান ফকির নিটওয়্যারস লিমিটেড, ফকির ইকো নিটওয়্যারস লিমিটেড এবং এফকেএল স্পিনিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। দেশের জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বেশ কয়েকবার জাতীয় রফতানি ট্রফি (গোল্ড, সিলভার) অর্জন করেন এবং বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি মনোনীত হয়েছেন।