সাম্প্রতিক ব্যাংক নিউজ

হাওর চরের ব্যাংকাররা পাবেন আলাদা ভাতা

সরকার ঘোষিত হাওর, দ্বীপ ও চর উপজেলায় কর্মরত রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের কর্মকর্তারা এখন থেকে আলাদা ভাতা পাবেন। গ্রেড ভেদে প্রতি মাসে ভাতার পরিমাণ হবে সর্বনিম্ন ১,৬৫০ টাকা থেকে সর্বোচ্চ ৫,০০০ টাকা। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর, ২০২১) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এর প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাওর, দ্বীপ ও চর উপজেলায় অবস্থিত রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের স্থায়ী কর্মকর্তা/ কর্মচারীদের ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী, ৭ম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তার ভাতার পরিমাণ ৫,০০০ টাকা। ৮ম গ্রেডের কর্মকর্তারা পাবেন ৪,৬০০ টাকা, ৯ম গ্রেডের কর্মকর্তারা পাবেন ৪,৪০০ টাকা। ২০তম গ্রেডের কর্মকর্তারা পাবেন মাসিক ১,৬৫০ টাকা ভাতা।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ ও অন্যান্য সুযোগ-সুবিধা বিবেচনা করে পার্বত্য এলাকাবহির্ভূত ১৬ উপজেলাকে হাওর, দ্বীপ ও চর উপজেলা হিসেবে ঘোষণা করে গেজেট জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

সেই প্রজ্ঞাপন অনুযায়ী, ১৬ উপজেলা হলো কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম; চট্টগ্রামের সন্দ্বীপ, কক্সবাজারের কুতুবদিয়া, নোয়াখালীর হাতিয়া, সিরাজগঞ্জের চৌহালী, কুড়িগ্রামের রৌমারী ও চর রাজীবপুর, পটুয়াখালীর রাঙ্গাবালী, ভোলার মনপুরা, সুনামগঞ্জের ধর্মপাশা, শাল্লা ও দোয়ারাবাজার; হবিগঞ্জের আজমিরীগঞ্জ এবং নেত্রকোনার খালিয়াজুরি।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনের ফলে সরকারি খাতের ব্যাংকগুলো চলতি মাস থেকে এই ভাতা পাবে। এর ফলে বেসরকারি ব্যাংকগুলো হাওর চরের কর্মকর্তাদের ভাতা দেওয়ার উদ্যোগ নিতে পারে বলে মনে করছেন ব্যাংকাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button