মার্কেন্টাইল ব্যাংক পিএলসি

মার্কেন্টাইল ব্যাংক দ্বিগুণ বৃদ্ধি আমানত প্রকল্প (DBAP)

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর দ্বিগুণ বৃদ্ধি আমানত প্রকল্প (DBAP) অ্যাকাউন্ট একটি স্থানীয় মুদ্রা আমানত অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটির মাধ্যমে যেকোন ব্যক্তি, সার্ভিস হোল্ডার এবং অনিবাসী বাংলাদেশীদের তাদের সঞ্চয়কে একটি নির্দিষ্ট মেয়াদে তথা ১০ বছর মেয়াদে জমা করে তার আমানতকে দ্বিগুণ করার জন্য চালু করা হয়েছে।

দ্বিগুণ বৃদ্ধি আমানত প্রকল্প (DBAP) এর উদ্দেশ্য
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর দ্বিগুণ বৃদ্ধি আমানত প্রকল্প (DBAP) এর উদ্দেশ্য নিম্নে তুলে ধরা হলো-
✓ সর্বোচ্চ সুবিধা।
✓ শিক্ষা, বিবাহ ইত্যাদির মতো নির্দিষ্ট চাহিদা পূরণের জন্য সাহায্য করা।
✓ সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা।

দ্বিগুণ বৃদ্ধি আমানত প্রকল্প (DBAP) এর মেয়াদ ও সুদের হার
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর দ্বিগুণ বৃদ্ধি আমানত প্রকল্প (DBAP) এর মেয়াদ ও সুদের হার নিম্নে তুলে ধরা হলো-

মেয়াদইন্টারেস্ট রেট ফেক্টিভ এনুয়াল ইন্টারেস্ট রেট
১০ – ১২ বছর.৮০% পিএ.৯৬% পিএ

দ্বিগুণ বৃদ্ধি আমানত প্রকল্প (DBAP) এর বৈশিষ্ট্য
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর দ্বিগুণ বৃদ্ধি আমানত প্রকল্প (DBAP) এর বৈশিষ্ট্য সমূহ নিম্নে তুলে ধরা হলো-
✓ ন্যূনতম আমানতের পরিমাণ হল ১০,০০০ টাকা (দশ হাজার) বা এর গুণিতক।
✓ এই স্কিমের অধীনে আমানত অ্যাকাউন্ট থেকে সকল কর/ ডিউটি/ লেভি এবং/ অথবা অন্য যে কোন সারচার্জ যা বাংলাদেশ সরকার (GOB) কর্তৃক আরোপিত হতে পারে তা কেটে/ আদায় করা হবে।
✓ মেয়াদপূর্তির আগে নগদীকরণের ক্ষেত্রে সঞ্চয়ী হিসাবের সুদের হার প্রযোজ্য হবে।
✓ সর্বোচ্চ ৮০% পর্যন্ত ঋণ প্রদান করা যাবে তবে ন্যূনতম আমানতের পরিমাণ ২০,০০০ টাকা হতে হবে।
✓ ঋণ প্রক্রিয়াকরণ ফি মাত্র ৫০ টাকা এবং স্ট্যাম্প খরচও আদায় করা হবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

এই হিসাব খোলার নিয়মাবলী
ক. যে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ এ ধরনের হিসাব খুলতে পারেন।
খ. ব্যাংক নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হয়।
গ. নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়।
ঘ. গ্রাহকের এক কপি ছবি অন্য হিসাবধারী দ্বারা সত্যায়িত।
ঙ. জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি।
চ. গ্রাহক দ্বারা সত্যায়িত নমিনীর এক কপি ছবি।
ছ. নাবালকের পিতা-মাতা বা কোর্ট কর্তৃক অভিভাবকত্ব গ্রহন করে নাবালকের পক্ষে নাবালক হিসাব খুলতে পারেন। এক্ষেত্রে নাবালকের জন্ম সনদের ফটোকপি এবং আইনগত অভিভাবকের ছবি ও জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি।
জ. TIN সার্টিফিকেট (যদি থাকে)।

আরও দেখুন:
◾ মার্কেন্টাইল ব্যাংক ‘ইন্টারনেট ব্যাংকিং’

বিস্তারিত জানতে
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, হেড অফিস: ৬১, দিলকুশা কমার্শিয়াল এরিয়া ঢাকা-১০০০, বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬২২৫ এবং +৮৮ ০৯৬৭৮০১৬২২৫, +৮৮ ০৯৬১২৩১৬২২৫ (দেশ ও বিদেশ)
টেলিফোন: +৮৮-০২-২২৩৩৮২২৯৫, +৮৮-০২-৯৫৫৯৩৩৩, +৮৮-০২-৯৫৫৩৮৯২, ০৯৬১২৯৫৫৯৩৩ (আইপি)
ফ্যাক্স: +৮৮-০২-৯৫৬১২১৩
সুইফট কোড: MBLBBDDH
ইমেইল: it@mblbd.com
ওয়েবসাইট: www.mblbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button