মার্কেন্টাইল ব্যাংক ‘ইন্টারনেট ব্যাংকিং’
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ০২ ফেব্রুয়ারি, ২০১৭ সালে আই-ব্যাংকিং সেবা চালু করে। এমবিএল আই-ব্যাংকিং আপনার প্রয়োজন-ভিত্তিক ব্যাংকিং সেবার জন্য উপযোগী- যে কোনো সময় আপনার নিজের ব্যাংকার হতে পারবেন। মার্কেন্টাইল ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং খুব সহজ, সিম্পল এবং ব্যবহারকারী বান্ধব অনলাইন ব্যাংকিং অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনি ঘরে বসে বেসিক ব্যাংকিং সেবা পেতে ব্যবহার করতে পারেন।
আই-ব্যাংকিং এ লগ ইন করুন-
– আপনার লেনদেনের অবস্থান জানুন।
– বিগত ৪৫ দিন পর্যন্ত লেনদেনের জন্য আপনার অ্যাকাউন্টের বিবৃতি দেখুন।
– পিডিএফ বা এক্সেল হিসাবে আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট এক্সপোর্ট করুন।
– আই-ব্যাংকিং সেবার জন্য শর্ত প্রযোজ্য রয়েছে।
মার্কেন্টাইল ব্যাংক আই-ব্যাংকিং এর সুবিধা
মার্কেন্টাইল ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি বিশ্বের যে কোনও জায়গা থেকে যে কোন সময় আপনার অ্যাকাউন্টগুলোতে অ্যাক্সেস করতে পারবেন। মার্কেন্টাইল ব্যাংক ইন্টারনেট ব্যাংকিংয়ে যে সেবাগুলো পাওয়া যাবে নিম্নে তা তুলে ধরা হলো-
✓ আপনার অ্যাকাউন্টে ২৪/৭ অ্যাক্সেস।
✓ আপনার ব্যালেন্স এবং লেনদেন দেখা।
✓ চেক পেমেন্ট বন্ধ করা।
✓ চেক বইয়ের আবেদন করা।
✓ ফান্ড স্থানান্তর করা।
✓ ক্লিয়ারিং চেকের ইনফরমেশন জানা।
✓ অন্যান্য ব্যাংকে অর্থ প্রেরণ করুন (ইএফটি এবং আরটিজিএস)।
✓ ক্রেডিট কার্ড এর বিল পেমেন্ট।
✓ ডেবিট/ ক্রেডিট কার্ড ব্লক করা।
✓ ব্যাংক সার্টিফিকেট এর অনুরোধ।
✓ পজেটিভ পে নির্দেশনা।
✓ কার্ড রিপ্লেসমেন্ট অনুরোধ।
✓ শাখা এবং এটিএম লোকেটর।
✓ স্ট্যান্ডিং আদেশ তৈরি করা।
✓ বিভিন্ন পণ্যের জন্য অনলাইনে আবেদন ইত্যাদি।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
এমবিএল আই-ব্যাংকিং এর নিরাপত্তা টিপস
✓ আপনি SSL (২৫৬-বিট এনক্রিপশন) ব্যবহার করে একটি নিরাপদ পরিবেশের মধ্যে আছেন।
✓ SSL ব্যবহারের জন্য আপনার একটি SSL সামঞ্জস্যপূর্ণ ব্রাউজার থাকতে হবে।
✓ এমবিএল দৃঢ়ভাবে নিম্নলিখিত ব্রাউজার সুপারিশ করে থাকে: মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার ৭+ / মোজিলা ফায়ারফক্স ৩.৫+ / গুগল ক্রোম ৬+।
✓ যেকোনো প্রশ্নের জন্য ই-মেইল করুন: ibanking@mblbd.com
এমবিএল আই-ব্যাংকিং এর পদ্ধতি
✓ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর আই-ব্যাংকিং সেবা পেতে এমবিএল এর ওয়েবসাইট থেকে অথবা এখান থেকে ফরম ডাউনলোড করুন অথবা MBL-এর যেকোন শাখা থেকে সংগ্রহ করুন।
✓ সঠিকভাবে ফর্ম পূরণ করুন।
✓ সংশ্লিষ্ট শাখার মাধ্যমে জমা দিন।
✓ নিবন্ধন সম্পন্ন করার পর আবেদনকারী ibanking@mblbd.com থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সহ একটি ইমেইল পাবেন।
✓ তারপর সে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করার যোগ্য হবে।
✓ যে কোন অপারেশনের সময় গ্রাহক তার মোবাইলে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) পাবেন।
✓ যে কোন ফান্ড ট্রান্সফার ও অপারেশনের সময় গ্রাহককে এই OTP ব্যবহার করতে হবে।
✓ এমবিএল আই-ব্যাংকিং আবেদন ফরম ডাউনলোন করতে ক্লিক করুন এখানে।
✓ এমবিএল আই-ব্যাংকিং এ লগইন করতে ক্লিক করুন এখানে।
আরও দেখুন:
◾ মার্কেন্টাইল ব্যাংক ‘এজেন্ট ব্যাংকিং’
বিস্তারিত জানতে
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, হেড অফিস: ৬১, দিলকুশা কমার্শিয়াল এরিয়া ঢাকা-১০০০, বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬২২৫ এবং +৮৮ ০৯৬৭৮০১৬২২৫, +৮৮ ০৯৬১২৩১৬২২৫ (দেশ ও বিদেশ)
টেলিফোন: +৮৮-০২-২২৩৩৮২২৯৫, +৮৮-০২-৯৫৫৯৩৩৩, +৮৮-০২-৯৫৫৩৮৯২, ০৯৬১২৯৫৫৯৩৩ (আইপি)
ফ্যাক্স: +৮৮-০২-৯৫৬১২১৩
সুইফট কোড: MBLBBDDH
ইমেইল: it@mblbd.com
ওয়েবসাইট: www.mblbd.com