বিবিধ

বুক রিভিউ: ব্যাংকিং পার এক্সিল্যান্স

Excellent Banking Career গড়তে একটি ভালাে বই-ই যথেষ্ট। সম সাময়িক ব্যাংকিং বিষয়ক বিপুল তথ্য সমৃদ্ধ তেমন একটি বই হলাে ‘ব্যাংকিং পার এক্সিল্যান্স’, যা ইতােমধ্যেই ব্যাংকারদের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে। একটি বইতে যাতে ব্যাংকাররা একসাথে সবকিছুকে সহজে পেতে পারে সে লক্ষ্যে বইটি পরিমার্জন ও পরিবর্ধন করা হয়েছে। জেনে বুঝে ও ঝুঁকিমুক্ত ব্যাংকিং করতে সব সময় নাগালের মধ্যে থাকা চাই এমন একটি বই।

যাদের উদ্দেশ্যে বইটিঃ
• সকল শ্রেণীর ব্যাংকার
• ব্যাংকের প্রমােশন ভাইভা দিতে আগ্রহী
• ব্যাংকের যেকোন লিখিত পরীক্ষা দিতে ইচ্ছুক
• ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার্থী
• CDCS পরীক্ষা দিতে আগ্রহী
• ব্যাংকে চাকুরী প্রার্থী
• গবেষক ও অর্থনীতিবিদ
• আইন পেশার শিক্ষার্থী
• গ্রাহক ও সর্ব-সাধারণ।

বইটির বৈশিষ্ট্যঃ
• ব্যাংকিং-এর বিভিন্ন বিষয়ের উপর আলােচনা
• সংক্ষিপ্ত অথচ মৌলিক বিষয়ে আলােকপাত
• পয়েন্ট ভিত্তিক সহজ সরল উপস্থাপনা
• গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলা ও ইংরেজী ভাষার সমন্বয়
• মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন বিষয়ে ব্যাপক আলােচনা
• CDCS সম্পর্কিত বিষয়ে আলােচনা
• বাসেল-III সম্পর্কে বিস্তারিত আলােচনা
• বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সার্কুলারের সমন্বয়
• অধিক সংখ্যক ব্যাংকিং টার্মিনােলজি সংযােজন
• ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং-এর উপর আলােচনা
• জেনারেল ব্যাংকিং, বিনিয়ােগ ও বৈদেশিক বাণিজ্যের উপর বিস্তারিত আলােচনা
• এছাড়া অর্থনীতি ও ব্যবসায় প্রশাসনসহ বিবিধ বিষয়ের উপর আলােকপাত।

লেখক পরিচিতিঃ
মােহাম্মদ সদরুল আমীন-এর জন্ম কুমিল্লা জেলার ‘মনােহরগঞ্জ’ উপজেলায়। শিক্ষা জীবনে ‘কুমিল্লা শিক্ষা বাের্ড’ থেকে এসএসসি ও এইচএসসি-তে প্রথম শ্রেণী, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ থেকে ‘ফিন্যান্স’ বিভাগে বিবিএ (অনার্স) এবং ‘ফিন্যান্স এন্ড ব্যাংকিং’ বিভাগে এমবিএ প্রথম শ্রেণী অর্জন করেন।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

পেশাগত জীবনে ‘দি লন্ডন ইন্সটিটিউট অব ব্যাংকিং এন্ড ফাইন্যান্স’ (LIBF) থেকে CDCS, ‘দি ইন্সটিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ’ (IBB) থেকে DAIBB এবং ‘ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্স একাডেমী’ (IBTRA) থেকে DIB কৃতিত্বের সহিত সম্পন্ন করেন।

দৈনিক ইত্তেফাক, ইনকিলাব, কালের কণ্ঠ, সমকাল, যুগান্তর, নয়াদিগন্ত, সংগ্রাম ও বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন পত্র-পত্রিকায় অর্থনীতি ও ব্যাংকিংসহ বিভিন্ন বিষয়ের উপর তার লেখা প্রকাশিত হয়েছে।

আরও দেখুন:
◾ করোনায় এবি ব্যাংক কর্মকর্তার ইন্তেকাল
◾ করোনায় রূপালী ব্যাংক কর্মকর্তা সোমার মৃত্যু
◾ ইসলামী ব্যাংক কর্মকর্তা শারমিন আক্তারের ইন্তেকাল

৩ মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button