মেঘনা ব্যাংক পিএলসি
মেঘনা ব্যাংক পিএলসি হচ্ছে বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংক, যেটি প্রতিষ্ঠিত হয় ২১ এপ্রিল, ২০১৩ সালে। ব্যাংকটি চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে আর্থিক অন্তর্ভুক্তি প্রক্রিয়ায় উদ্যোগী অংশগ্রহণের মাধ্যমে নিরবিচ্ছিন্ন ব্যাংকিং সেবা দেয়ার ভিশন নিয়ে একটি অপরিহার্য প্রতিষ্ঠান হিসাবে ২০১৩ সালের ০৯ মে থেকে তার কার্যক্রম শুরু করে।
বর্তমানে ব্যাংকটির কর্মী সংখ্যা হলো ৫৩৭ জন। মেঘনা ব্যাংক লিমিটেড “Together We Sail (সর্বক্ষন সহযাত্রী)” এই স্লোগানকে সামনে রেখে একটি আলোকিত এবং সমৃদ্ধ দেশ গঠনে অবদান রাখার প্রতিশ্রুতি দিয়ে তার ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
মেঘনা ব্যাংক লিমিটেড কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট, ফান্ড ট্রান্সফার এবং ইউটিলিটি বিলসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। নিম্নে মেঘনা ব্যাংক লিমিটেড এর বিভিন্ন সেবাসমূহ তুলে ধরা হলো- বাংলাদেশে মেঘনা ব্যাংক লিমিটেড এর ৪৭টি শাখা রয়েছে। আপনি নিচের তালিকা থেকে সরাসরি আপনার নিকটবর্তী শাখাকে বেছে নিতে পারেন। মেঘনা ব্যাংক এর ব্যাংক শাখার নাম, অবস্থান, টেলিফোন নম্বর সহ অন্য যেকোন তথ্য কোন বিশেষ শাখার ঠিকানা পেতে আপনাকে সাহায্য করবে। আমরা নাম অনুসারে বর্ণানুক্রমিকভাবে শাখাগুলোর নামের তালিকা সাজিয়েছি। মেঘনা ব্যাংক লিমিটেড এর সারা দেশে ১৬টি ATM বুথ রয়েছে। আপনি নীচে তালিকা থেকে সরাসরি আপনার কাছাকাছি বুথটি বেছে নিতে পারেন। মেঘনা ব্যাংক এর ATM Booth এর নাম, অবস্থান সহ অন্য যেকোন তথ্য কোন বিশেষ ATM Booth এর ঠিকানা পেতে আপনাকে সাহায্য করবে। আমরা নাম অনুসারে বর্ণানুক্রমিকভাবে ATM Booth গুলোর নামের তালিকা সাজিয়েছি। ব্যাংক রাউটিং নম্বর একটি নয় অঙ্কের সনাক্তকরণ নম্বর এবং এই নম্বর নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠানকে সনাক্ত করে যার উপর অর্থ প্রদান করা হয়। এই বিশেষ কোডের ৩ সংখ্যা ব্যাংক কোড, ২ সংখ্যা জেলা কোড, ৩ সংখ্যা শাখা কোড এবং সর্বশেষ ১ সংখ্যা চেক ডিজিটের সংমিশ্রণে তৈরি হয়। এই নম্বরটি ব্যাংক চেকের নীচে-বামে মুদ্রিত থাকে। মেঘনা ব্যাংক এর সারা দেশে ৪৭টি শাখা রয়েছে। আমরা জেলার নাম অনুসারে বর্ণানুক্রমিকভাবে শাখা গুলোর রাউটিং নম্বরের তালিকা সাজিয়েছি। মেঘনা ব্যাংকের ক্রেডিট কার্ড মানেই স্বাচ্ছন্দ্য আর সুবিধা। নাগরিক ব্যাস্ততার মাঝে যখন যতটুকু প্রয়ােজন, কিনে ফেলুন ঝুট-ঝামেলা ছাড়াই। মেঘনা ব্যাংকের ক্রেডিট কার্ড মানেই একসাথে স্বপ্ন পূরণ সবার। নিশ্চিন্তে স্বাচ্ছন্দ্যে কিনে ফেলুন আপনার শখের ওভেন, ফ্রিজ, ওয়াশিং মেশিন বা যা খুশি আমাদের অসংখ্য মার্চেন্ট আউটলেট থেকে! মেঘনা ব্যাংকের ক্রেডিট কার্ড- এ রয়েছে EMI সুবিধা। আজই অ্যাপ্লাই করুন আপনার নিকটবর্তী মেঘনা ব্যাংকের শাখা থেকে আপনার ক্রেডিট কার্ডের জন্য। আর নিয়ে নিন আপনার ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডের বৈশিষ্ট্য এবং সুবিধা মেঘনা ব্যাংক ক্রেডিট কার্ড কীভাবে পাবেন? ক্রেডিট কার্ডটি কীভাবে সক্রিয় করবেন? ক্রেডিট কার্ডে ফরেন কারেন্সি কীভাবে সক্রিয় করবেন? কীভাবে ই-কমার্স লেনদেন করবেন? ফি এবং চার্জ টার্মস এন্ড কন্ডিশন মাসিক ই-স্টেটমেন্ট সহজ অ্যাক্সেস মেঘনা ব্যাংক লিমিটেড তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের হিসাব খুলে থাকে। যেমন- চলতি, সঞ্চয়ী, ফিক্সড ডিপোজিট ইত্যাদি। নিম্নে মেঘনা ব্যাংক লিমিটেড এর হিসাবসমূহ তুলে ধরা হলো- আনুষঙ্গিক সেবা মাসিক ই-স্টেটমেন্ট সহজ অ্যাক্সেস ফি এবং চার্জ মেঘনা ব্যাংক লিমিটেড তাদের ক্লায়েন্টদের জন্য বিভিন্ন ধরনের লোন বা ঋণ সুবিধা দিয়ে থাকে। নিম্নে মেঘনা ব্যাংক লিমিটেড এর লোন বা ঋণ সুবিধা সমূহ তুলে ধরা হলো- মাসিক ই-স্টেটমেন্ট সহজ অ্যাক্সেস ফি এবং চার্জনাম মেঘনা ব্যাংক লিমিটেড (Meghna Bank Limited) লোগো লিগ্যাল স্টাটাস পাবলিক লিমিটেড কোম্পানী প্রতিষ্ঠাকাল ২০১৩ ধরন প্রাইভেট ব্যাংক ক্যাটাগরি কমার্শিয়াল ব্যাংক উৎপত্তি দেশী ব্যাংক কোড ২৭৫ ঠিকানা সুভাস্তু ইমাম স্কয়ার (লেভেল– ০৩ এবং লেভেল– ০৬), ৬৫ গুলশান এভিনিউ, গুলশান– ০১ ঢাকা–১২১২ পিএবিএক্স +(৮৮০ ২) ২২২২৯১৩৫২, ২২২২৯৭৩২৯, ২২২২৬১৩০২ ফ্যাক্স +(৮৮০ ২) ২২২২৮৭১২৮ কল সেন্টার +৮৮০১৭৭৭৭৯৭৭৭৭ (দেশ ও বিদেশ) ইমেইল info@meghnabank.com.bd ওয়েবসাইট www.meghnabank.com.bd সুইফট MGBLBDDH স্টক কোড ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। মেঘনা ব্যাংক হোস্ট টু হোস্ট কানেক্টিভিটি
মেঘনা ব্যাংক লোন ইন্টারেস্ট রেট
মেঘনা ব্যাংক ডিপোজিট ইন্টারেস্ট রেট
মেঘনা ব্যাংক কল সেন্টার
মেঘনা ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং
মেঘনা ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপ
মেঘনা ব্যাংক ই-স্টেটমেন্ট
মেঘনা ব্যাংকের ফি এবং চার্জসমূহ
মেঘনা ব্যাংক ‘ট্যাপ এন পে’ (মোবাইল ব্যাংকিং)
শাখার নাম ঠিকানা টেলিফোন Barisal District Barishal Barisal lslamla Urban Samabaya Samity Limited, 116 Sadar Road, Barishal 01833328971 01777797814 Bogura District Bogura Jamil Building, 51-52 (Old), 67-68 (New) Baragola, Bogura 5800 01777797801 Chandpur District Anandabazar Anandabazar, Ramdaspur, Matlab Uttar, Chandpur 01817092809 01777797822 Rampur Bazar Gawsia Tower, Rampur Bazar, Hajiganj, Chandpur 01777797832 Chattogram District Agrabad Delwar Tower, 104 Agrabad C/A, Chattogram 0312522359 01777797770 Aman Bazar Sanowara Convention Hall, Aman Bazar, Chikondondi, Hathazari, Chattogram 01819640980 Anwara Anu Meah Market, Shah Mohsen Aulia Sarak, Anwara, Chattogram 01777797845 Jubilee Road Hoque Tower, 610 (Old), 923/A/1103 (New), Jubilee Road, Chattogram 0312852505 01777797797 Madambibirhat MA Electric Market, Madambibirhat, Near Sheuli Petrol Pump, Bhatiary, Chattogram 01777797786 Patherhat Noapara School Market, Patherhat, Noapara, Raozan, Chattogram 01777797805 01777797804 Comilla Razzak Mansion Complex, 63 Nazrul Avenue, Kandirpar, Comilla 01777797841 Munshirhat Amir Hossain Dealer Market, Munshirhat Bazar, Munshirhat, Chauddagram, Comilla 01777797794 Dhaka District Bandura SD Shopping Complex, Bandura Bazar, Nawabganj, Dhaka 01780980442 01777797782 Chawkbazar Haji Motiur Rahman Bhaban, 189 Water Works Road, Chawkbazar, Dhaka 027343158
01730700963Dhaka EPZ Swapnil Tower, Baipail, Ashulia, Savar, Dhaka 027789410
01730700974Dhanmondi 48/8 Vasha Shainik Towaha Sarak (Satmashjid Road), Dhanmondi, Dhaka 029136124-25 01777797837 Kalampur Jahanara Super Market, Kalampur, Dhamrai, Dhaka 01730700972 01730700973 Mirpur lslam Plaza, Plot No. 7, Harun Mollah Road, Section 7, Pallabi, Mirpur, Dhaka 01777797820 01730700962 Motijheel Central Insurance Bhaban, 7-8 Motijheel C/A, Dhaka 1000 029590337 029590338 Principal Suvastu Imam Square, 65 Gulshan Avenue, Gulshan 01, Dhaka 1212 029857251
017 30700964Sonargaon Road RK Tower, 312 Hatirpul, Sonargaon Road, Dhaka 017 12287565 Uttara Shafina Center, 14 Garib-e-Newaz Avenue, Sector 11, Uttara, Dhaka 027911047
01713329492Zirabo Jalil Complex, Zirabo, Yarpur, Ashulia, Dhaka 01819498465 Dinajpur District Chehelgazi Hajee Danesh Science & Technology University (HSTU), Subra, Chehelgazi, Dinajpur 01718964926 01713657497 Feni District Mahipal Mir Hossain Chowdhury Complex, 169 Mahipal, Feni 017777977798 Gazipur District Bormi Bazar Paul Super Market, Bormi Bazar, Sreepur, Gazipur 01777797774 Gazipur Chowrasta Chandana Plaza, Chandana Chowrasta, Joydebpur, Gazipur 01777797843 Jashore District Jashore 20 RN Road, Jashore 01612223814 Jhalokati District Nalchity 11 Station Road, Nalchity, Jhalokati 01713657481 Joypurhat District Joypurhat 84 Tazim Plaza, Batamore, Joypurhat 01711451176 Khulna District Khulna 19 KDA Avenue, Tetultolar More, Sheikhpara, Khulna 01711397377 01777797813 Kishoreganj District Kishoreganj Amzad Bhuiyan Plaza, 370 Bara Bazar, Kishoreganj 01712221103 01777797830 Kushtia District Kushtia 72 NS Road, Kushtia 01777797840 Munshiganj District Rampal Sufia Plaza, Shipahi Para, Rampal, Munshiganj 01711144995 01777797780 Narayanganj District Narayanganj Hazi Hashem Trade Center, 55/A SM Maleh Road, Tanbazar, Narayanganj 027642980-81 01777797817 Narsingdi District Madhabdi Haji Siraj Tower, Madhabdi Bazar, Narsingdi 01777797802 Noakhali District Choyani Bazar Sobhan Market, School Road, Choyani Uttar Bazar, Begumganj, Noakhali 01717264275 Jamidarhat Oman Market, Jamidarhat, Begumganj, Noakhali 01777797806 Senbagh Amir Ali Market, Senbagh Bazar, Senbagh, Noakhali 01714279052 01777797838 Rajbari District Pangsha Pangsha Bazar, Pangsha, Rajbari 01777797842 Rajshahi District Rajshahi Prince Tower, 25 Ranibazar Bata More, Shaheb Bazar, Rajshahi 01777797828 Rangpur District Rangpur Khan Bahadur Abdur Rauf Plaza, House No. 1, Road 1, Station Road, Rangpur 01777797834 Shathibari High Way Shopping Centre, Shathibari Bazar, Mithapukur, Rangpur 0522556310 01777797751 Sirajganj District Hatikumrul Haji Iman Ali Complex, Sirajganj Road, Salonga, Sirajganj 01777797772 Sylhet District Laldighirpar Bakht Center, 2837 Laldighir Par, Sylhet 01777797827 South Surma Niamah Tower, Chondipul Point, South Surma, Sylhet 01715944604 01777797808 বুথের নাম ঠিকানা লোকেশন Barisal Br Barisal lslamla Urban Samabaya Samity Limited, 116 Sadar Road, Barisal Barisal Sadar, Barisal Bogra Br Jamil Building, 51-52 (Old), 67-68 (New) Baragola, Bogra 5800 Bogra Sadar, Bogra Zirabo Br Jalil Complex, Zirabo, Yarpur, Ashulia, Dhaka Ashulia, Dhaka Chawkbazar Hazi Motiur Rahman Bhaban, 189 Water Works Road, Chawkbazar, Dhaka Chawkbazar, Dhaka Stamford University Dhanmondi Quality Center, 744 Satmasjid Road, Dhanmondi, Dhaka 1209 Dhanmondi, Dhaka Principal Br Suvastu Imam Square, 65 Gulshan Avenue, Gulshan 01, Dhaka 1212 Gulshan, Dhaka Mouchak Union Mahbuba Garden, 86 New Circular Road, Mouchak, Dhaka 1217 Malibagh, Dhaka Mirpur Br Islam Plaza, Plot No. 7, Harun Mollah Road, Section 7, Pallabi, Mirpur, Dhaka Mirpur, Dhaka Beribadh Nasrin Garments Ltd, Azim Tower, 217/1 Beribadh, Mohammadpur, Dhaka Mohammadpur, Dhaka Motijheel Br Central Insurance Bhaban, 7-8 Motijheel C/A, Dhaka 1000 Motijheel, Dhaka Chehelgazi Br Haji Danesh Science & Technology University (HSTU), Subra, Chehelgazi, Dinajpur Dinajpur Sadar, Dinajpur Gazipur Chowdhury Bari Chowdhury & Chowdhury City Tower, Chowdhury Bari, Vogra, Gazipur Gazipur Sadar, Gazipur Khulna Br 19 KDA Avenue, Tetultolar More, Sheikhpara, Khulna Khulna Sadar, Khulna Shathibari Br High Way Shopping Centre, Shathibari Bazar, Mithapukur, Rangpur Mithapukur, Rangpur Rangpur Br Khan Bahadur Abdur Rouf Plaza, House No. 1, Road No. 1, Station Road, Rangpur Rangpur Sadar, Rangpur Hatikumrul Br Haji Iman Ali Complex, Sirajganj Road, Salonga, Sirajganj Salonga, Sirajganj জেলা শাখার নাম রাউটিং নম্বর Chattogram Agrabad Branch 275150130 Chattogram Madambibirhat Branch 275154699 Dhaka Bandura Branch 275270649 Dhaka Chawkbazar Branch 275271277 Dhaka Dhaka EPZ Branch 275261090 Dhaka Kalampur Branch 275262444 Dhaka Motijheel Branch 275274245 Dhaka Principal Branch 275260217 Gazipur Bormi Bazar Branch 275330284 Gazipur Gazipur Chowrasta Branch 275330550 Narayanganj Narayanganj Branch 275671185 Narsingdi Madhabdi Branch 275680671 Noakhali Choyani Bazar Branch 275750648 Rangpur Shathibari Branch 275851789 Sirajganj Hatikumrul Branch 275880918 মেঘনা ব্যাংক ভিসা প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড
মেঘনা ব্যাংক ভিসা গোল্ড ক্রেডিট কার্ড
মেঘনা ব্যাংক ভিসা সিলভার ক্রেডিট কার্ড
✓ পিওএস এবং চেক ট্রান্সেকশনের জন্য সর্বাধিক ৪৫ দিনের সুদমুক্ত সময়কাল সুবিধা;
✓ সাপ্লিমেন্টারি কার্ড ফ্রি;
✓ ই-কমার্স লেনদেন সুবিধা;
✓ বিভিন্ন মার্চেন্ট আউটলেটগুলোতে ছাড় সুবিধা;
✓ ইজি বাই সুবিধা (কিস্তিতে ০% সুদ);
✓ ইন্টারনেট ব্যাংকিং সুবিধা;
✓ ই-স্টেটমেন্ট সুবিধা;
✓ ফ্রি ট্রানজেকশন এলার্ট সুবিধা;
✓ ডাবল ক্রেডিট শিল্ড সুবিধা;
✓ স্মার্ট পে সুবিধা;
✓ ডেটা সুরক্ষা নিশ্চিত করতে চিপ ভিত্তিক কার্ড;
✓ কার্ড চেক সুবিধা ইত্যাদি।
✓ আপনার নিকটতম মেঘনা ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
✓ ব্যাংক কর্মীর সাহায্য নিয়ে আবেদন ফর্ম পূরণ করুন।
✓ প্রয়োজনীয় কাগজপত্র:
– দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
– টিআইএন সার্টিফিকেট (দুই বছরের বেশি নয়)।
– জাতীয় পরিচয়পত্র/ বৈধ পাসপোর্টের ফটোকপি।
– অফিস আইডি/ বিজনেস কার্ডের কপি।
– বেতনভোগী ব্যক্তির জন্য স্যালারি সার্টিফিকেট বা লেটার অব ইন্ট্রডাকশন (এলওআই)/ পে স্লিপ।
– বেতনভোগী ব্যক্তির জন্য বিগত ৬ (ছয়) মাসের ব্যাংক স্টেটমেন্ট।
– ব্যবসায়িক ব্যক্তির জন্য ব্যবসায় অ্যাকাউন্টের বিবরণী/ কোম্পানির সর্বশেষ ১ বছরের ব্যাংক স্টেটমেন্ট।
– ব্যবসায়িক ব্যক্তির জন্য বিগত দুই বছরের বৈধ ট্রেড লাইসেন্সের ফটোকপি।
– নিজস্ব বাড়ি প্রমাণের জন্য ডকুমেন্ট (যদি থাকে)।
✓ এছাড়াও আপনাকে মেঘনা ব্যাংকের ক্রেডিট কার্ডের যোগ্যতা এবং শর্তগুলোর মানদণ্ড পূরণ করতে হবে।
✓ আপনি যে শাখায় কার্ডের জন্য আবেদন করেছিলেন সেখান থেকে আপনার ক্রেডিট কার্ড সংগ্রহ করুন/ আপনার আবেদনে উল্লেখিত ঠিকানায় খোঁজ করুন।
✓ আপনার ক্রেডিট কার্ড বিতরণ করার সময় আপনাকে পাঠানো ‘একনলেজমেন্ট স্লিপ’ পূরণ করুন এবং স্বাক্ষর করুন।
✓ আপনার স্বাক্ষরের সাথে ‘ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশন ফর্ম’ এ দেয়া আপনার স্বাক্ষরের সাথে মিলতে হবে।
✓ আপনার নিকটতম মেঘনা ব্যাংক শাখায় ‘একনলেজমেন্ট স্লিপ’ জমা দিন বা কার্ড বিভাগে কুরিয়ার করুন।
✓ আপনি পূরণ করা ‘একনলেজমেন্ট স্লিপ’ এর স্ক্যানকৃত কপি cardsinfo@meghnabank.com.bd এই ই-মেইলেও পাঠাতে পারেন।
✓ আপনার কার্ড অ্যাক্টিভেশন অনুরোধ পাওয়ার পরে ব্যাংক আপনার স্বাক্ষর যাচাই করবে। কার্ড বিভাগ কার্ডটি সক্রিয় করবে এবং এসএমএসের মাধ্যমে আপনাকে অবহিত করবে।
✓ আপনার কার্ডটি সক্রিয় হওয়ার পরে আপনার ৪ (চার) ডিজিটের পিন ব্যবহার করুন যা ক্রেডিট কার্ড লেনদেনের জন্য বাধ্যতামূলক।
✓ আপনাকে আপনার পাসপোর্টটি আপনার নিকটতম মেঘনা ব্যাংক শাখা বা কার্ড বিভাগ থেকে অনুমোদন করে নিতে হবে।
✓ এক ক্যালেন্ডার বছরে সার্ক এবং নন-সার্ক উভয় দেশের জন্য একক কার্ডধারীর জন্য সর্বাধিক অনুমোদিত সীমা ১২,০০০ মার্কিন ডলার।
✓ আপনি যদি আপনার ক্রেডিট কার্ডে ফরেন কারেন্সি কেবল আপনার ভ্রমণের সময়কালে খুলতে চান তাহলে ব্যাংককে আপনার ভ্রমণ পরিকল্পনা (দেশ, প্রস্থানের তারিখ এবং আগমনের তারিখ) জানান।
✓ বিদেশে অধ্যয়নের জন্য আবেদন, নিবন্ধন এবং ভর্তি ফি প্রদান।
✓ পরীক্ষার ফি প্রদান (TOEFL, SAT, GRE, IELTS এবং অন্যান্য পেশাদার পরীক্ষা)।
✓ বিদেশী পেশাদার ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের জন্য সদস্যপদ ফি এবং সম্মেলন ফি।
✓ বিভিন্ন প্রোগ্রামের জন্য অনলাইন প্রশিক্ষণ ফি (৩০০ ডলার বা এক ক্যালেন্ডার বছরের সমতুল্য)।
✓ অনলাইন কেনাকাটা (বার্ষিক ১০০০ ডলার তবে একক লেনদেন সীমা সর্বাধিক ৩০০ ডলার)।
✓ ভিসা প্রসেসিং ফি এবং অনলাইন হোটেল বুকিং পেমেন্ট।
✓ কোন লুকায়িত চার্জ নেই।
✓ আপডেট ফি ও চার্জ জানতে আপনার নিকটতম মেঘনা ব্যাংক শাখায় যোগাযোগ করুন অথবা কল সেন্টারে কল করুন অথবা ক্লিক করুন এখানে।
✓ মেঘনা ব্যাংকের সকল ফি এবং চার্জ এর তালিকা দেখতে ক্লিক করুন এখানে।
মেঘনা ব্যাংক ক্রেডিট কার্ডের টার্মস এন্ড কন্ডিশন দেখতে ক্লিক করুন এখানে।
✓ মেঘনা ব্যাংকের ই-স্টেটমেন্ট এর মাধ্যমে ২৪/৭ অ্যাক্সেসযোগ্য মাসিক ই-স্টেটমেন্ট দিয়ে আপনার অর্থকে ট্র্যাক করুন।
✓ ইন্টারনেট ব্যাংকিং ওয়েব অ্যাপ্লিকেশন বা ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপ, এটিএম বুথ, রাউটিং নম্বর এবং শাখা লোকেশন-এর মাধ্যমে আপনার মেঘনা ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাক্সেস এবং পরিচালনা করুন।মেঘনা ব্যাংক রেগুলার কারেন্ট অ্যাকাউন্ট
মেঘনা ব্যাংক প্লাটিনাম সেভারস অ্যাকাউন্ট
মেঘনা ব্যাংক ইয়ং স্টার অ্যাকাউন্ট
মেঘনা ব্যাংক সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট
মেঘনা ব্যাংক স্যালারি অ্যাকাউন্ট
মেঘনা ব্যাংক শ্রেয়সী সেভিংস অ্যাকাউন্ট
মেঘনা ব্যাংক চাইল্ড এডু প্ল্যান অ্যাকাউন্ট
মেঘনা ব্যাংক নিরাপদ এফডিআর অ্যাকাউন্ট
মেঘনা ব্যাংক ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট
মেঘনা ব্যাংক ডিপোজিট ইন্টারেস্ট রেট
✓ চেক বই সুবিধা;
✓ মেঘনা ব্যাংক ছাড়াও অন্যান্য এটিএম নেটওয়ার্কগুলোতে অ্যাক্সেস সুবিধা;
✓ ডেবিট/ প্রিপেইড কার্ড সুবিধা;
✓ ক্রেডিট কার্ড (শর্ত প্রযোজ্য) সুবিধা;
✓ মোবাইল/ ফোন ব্যাংকিং সুবিধা;
✓ কাঙ্ক্ষিত মোবাইল নম্বরে ক্যাশ উত্তোলনের সতর্কতা বার্তা (Alert message)।
✓ মেঘনা ব্যাংকের ই-স্টেটমেন্ট এর মাধ্যমে ২৪/৭ অ্যাক্সেসযোগ্য মাসিক ই-স্টেটমেন্ট দিয়ে আপনার অর্থকে ট্র্যাক করুন।
✓ ইন্টারনেট ব্যাংকিং ওয়েব অ্যাপ্লিকেশন বা ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপ, এটিএম বুথ, রাউটিং নম্বর এবং শাখা লোকেশন-এর মাধ্যমে আপনার মেঘনা ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাক্সেস এবং পরিচালনা করুন।
✓ মেঘনা ব্যাংকের সকল ফি এবং চার্জ এর তালিকা দেখতে ক্লিক করুন এখানে।মেঘনা ব্যাংক পারসোনাল লোন
মেঘনা ব্যাংক হোম লোন
মেঘনা ব্যাংক কার লোন
মেঘনা ব্যাংক নবরূপা লোন
মেঘনা ব্যাংক মত্স ঋণ
মেঘনা ব্যাংক পোল্ট্রি ঋণ
মেঘনা ব্যাংক ফসল ঋণ
মেঘনা ব্যাংক ট্রেড সার্ভিস প্রোডাক্টস
মেঘনা ব্যাংক ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনস
মেঘনা ব্যাংক স্ট্রাকচার্ড ফাইন্যান্স সল্যুশনস
মেঘনা ব্যাংক ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স
মেঘনা ব্যাংক এসএমই ফাইন্যান্সিং
মেঘনা ব্যাংক লোন ইন্টারেস্ট রেট
✓ মেঘনা ব্যাংকের ই-স্টেটমেন্ট এর মাধ্যমে ২৪/৭ অ্যাক্সেসযোগ্য মাসিক ই-স্টেটমেন্ট দিয়ে আপনার অর্থকে ট্র্যাক করুন।
✓ ইন্টারনেট ব্যাংকিং ওয়েব অ্যাপ্লিকেশন বা ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপ, এটিএম বুথ, রাউটিং নম্বর এবং শাখা লোকেশন-এর মাধ্যমে আপনার মেঘনা ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাক্সেস এবং পরিচালনা করুন।
✓ ন্যূনতম প্রসেসিং ফি।
✓ কোন লুকায়িত চার্জ নেই।
✓ আপডেট ফি, চার্জ এবং সুদের হার জানতে আপনার নিকটতম মেঘনা ব্যাংক শাখায় যোগাযোগ করুন অথবা কল সেন্টারে কল করুন অথবা ক্লিক করুন এখানে।
✓ মেঘনা ব্যাংকের সকল ফি এবং চার্জ এর তালিকা দেখতে ক্লিক করুন এখানে।
বিস্তারিত জানতে
মেঘনা ব্যাংক লিমিটেড, হেড অফিস: সুবাস্তু ইমাম স্কয়ার (লেভেল- ০৩ এবং লেভেল- ০৬), ৬৫ গুলশান এভিনিউ, গুলশান- ০১ ঢাকা-১২১২, বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: +৮৮০১৭৭৭৭৯৭৭৭৭ (দেশ ও বিদেশ)
পিএবিএক্স: +(৮৮০ ২) ২২২২৯১৩৫২, ২২২২৯৭৩২৯, ২২২২৬১৩০২
ফ্যাক্স: +(৮৮০ ২) ২২২২৮৭১২৮
সুইফট কোড: MGBLBDDH
ইমেইল: info@meghnabank.com.bd
ওয়েবসাইটঃ www.meghnabank.com.bd