জেনে নিন আপনার ক্রেডিট কার্ড আবেদন সফল হওয়ার সম্ভাবনা কতটুকু
ব্যাংকিং নিউজ বাংলাদেশঃ ক্রেডিট কার্ড পাওয়ার জন্য কিছু বিষয় খুবই জরুরি – আপনার ক্রেডিট স্কোর, আপনার উপার্জন এমনকী আপনি কোন ধরনের চাকরি করছেন সেটিও খুব গুরুত্বপূর্ণ। না, ভুল শুনছেন না, আপনি কোন পেশায় আছেন এবং কীভাবে আছেন এই বিষয়গুলো খুবই জরুরি। গবেষণায় দেখা যায়, ব্যাংকগুলো ক্রেডিট কার্ড দেয়ার ক্ষেত্রে চাকরিজীবীদের কিছুটা অগ্রাধিকার দেয়| কারণ এদের একটি নির্দিষ্ট বেতন আছে, যা থেকে ক্রেডিট লাইন হিসাব করা খুবই সহজ এমনকী ফোরকাস্টিং ও সহজ।
তবে সকল ধরনের চাকরিজীবীরাই যে ক্রেডিট কার্ড নেয়ার জন্য একদমই ঝুঁকিহীন তা কিন্তু নয়| ওই যে বলছিলাম, কোন চাকরি করছেন তার উপরও নির্ভর করে আপনার ক্রেডিট কার্ড পাওয়ার সম্ভাবনা কতটুকু|
আপনি কি একজন চিকিৎসক, প্রকৌশলী, সরকারি কর্মচারী, শিক্ষক, ব্যাংকার কিংবা ব্যবস্থাপক? তাহলে আসুন জেনে নিন আপনার ক্রেডিট কার্ড আবেদন সফল হওয়ার সম্ভাবনা অন্যদের থেকে কত বেশি-
✔ ব্যাংকার- ৭০%
✔ চিকিৎসক/ ডাক্তার- ৬০%
✔ হিউম্যান রিসোর্স ম্যানেজার- ৫৫%
✔ ম্যানেজার/ ব্যবস্থাপক- ৫০%
✔ ইঞ্জিনিয়ার/ আইটি ইঞ্জিনিয়ার- ৪০%
✔ সরকারি কর্মচারী- ৩৫%
✔ শিক্ষক- ৩০% ।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
কার্টেসিঃ ফেসবুক থেকে সংগৃহীত ও সামান্য পরিমার্জিত।