ইন্টারনেট ব্যাংকিংমেঘনা ব্যাংক পিএলসি

মেঘনা ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপ

মেঘনা ব্যাংক আই-ব্যাংকিং মোবাইল অ্যাপ গ্রাহকদের সুবিধার্থে ব্যাংকিংয়ের সকল অভিজ্ঞতা দেওয়ার জন্য একটি ডিজিটাল ব্যাংকিং অ্যাপ। এর শক্তিশালী বৈশিষ্ট্যগুলো আপনাকে আপনার অর্থ ট্র্যাক করতে এবং আর্থিক নিয়ন্ত্রণ রাখতে, অ্যাকাউন্ট এবং কার্ড সুরক্ষিতভাবে এবং সুবিধামত যে কোন জায়গায়, যে কোন সময় পরিচালনা করার বিকল্প সুবিধা দেয়।
✓ “Register Now” বাটনটি ক্লিক করে মাত্র ৩ মিনিটের মধ্যে আপনার ডেবিট কার্ড ব্যবহার করে তাত্ক্ষণিকভাবে নিবন্ধন করুন।
✓ আপনি মেঘনা আই-ব্যাংকিং ওয়েব অ্যাপ্লিকেশনটির জন্য একই ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে পারবেন।
✓ শাখার মাধ্যমে ম্যানুয়ালি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

মেঘনা ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপের সুবিধা
টাকা পাঠানো এখন এক মুহুর্তের ব্যাপার। মেঘনা ব্যাংকের iBanking App থেকে টাকা পাঠান এক মুহুর্তেই। আজই ডাউনলোড করুন মেঘনা ব্যাংক-এর iBanking App. লেনদেন করুন মুক্ত… স্বাধীনভাবে।
১. তাৎক্ষণিকভাবে যে কোন ব্যাংকে ফান্ড ট্রান্সফারের সুবিধা।
২. যে কোন ব্যাংকের ক্রেডিট কার্ড বিল পরিশোধের সুবিধা।
৩. মোবাইল রিচার্জ এবং ইউটিলিটি বিল পরিশোধের সুবিধা।

মেঘনা ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপের বৈশিষ্ট্য
অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন এবং কীভাবে ব্যাংকিংকে সহজ করা হয়েছে তা দেখুন। সর্বশেষ ও উদ্ভাবনী মোবাইল ব্যাংকিং প্রযুক্তির সাথে আপ টু ডেট ও ব্যবহারকারী-বান্ধব প্ল্যাটফর্মটিতে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো রয়েছে-

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

My Accounts (মাই অ্যাকাউন্ট)
✓ Detailed account information (Transaction History/ Savings/ Deposit/ Loan/ Term etc.) [অ্যাকাউন্টের বিশদ তথ্য (লেনদেনের ইতিহাস/ সেভিংস/ ডিপোজিট/ লোন/ টার্ম ইত্যাদি)];
✓ Statement view (বিবৃতি দেখা)।

Fund Transfer (ফান্ড ট্রান্সফার)
✓ Self-Account Fund Transfer (নিজ অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর);
✓ Fund Transfer to Meghna Bank Account (মেঘনা ব্যাংকের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর);
✓ Fund transfer to any bank account within the country (BEFTN) দেশের যে কোন ব্যাংকের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর (বিইএফটিএন);
✓ Transaction History (লেনদেনের ইতিহাস);
✓ Beneficiary Management (বেনিফিসিয়ারি ম্যানেজমেন্ট)।

Card Services (কার্ড সার্ভিসেস)
✓ Tag Credit Card (ট্যাগ ক্রেডিট কার্ড);
✓ Statement details (বিস্তারিত বিবৃতি);
✓ Any Meghna Bank credit card bill payment (যে কোন মেঘনা ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট);
✓ Other Bank credit card bill payment (অন্যান্য ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট);
✓ Card to Own Account transfer (কার্ড থেকে নিজের অ্যাকাউন্টে স্থানান্তর);
✓ Card to Meghna Account transfer (কার্ড থেকে মেঘনা অ্যাকাউন্টে ট্রান্সফার);
✓ Card Beneficiary Management (কার্ড বেনিফিসিয়ারি ম্যানেজমেন্ট)।

Payment & Purchase (পেমেন্ট এন্ড পার্সেজ)
✓ Mobile top-up (মোবাইল টপ-আপ);
✓ Utility Bills payment (ইউটিলিটি বিল প্রদান);
✓ Payment Beneficiary Management (পেমেন্ট বেনিফিসিয়ারি ম্যানেজমেন্ট)।

Account Services (অ্যাকাউন্ট সার্ভিসেস)
✓ Open Deposit Pension Scheme (পেনশন প্রকল্প আমানত খোলা);
✓ Cheque Stop request (চেক বন্ধ অনুরোধ)।

Account Setting (অ্যাকাউন্ট সেটিংস)
✓ Change Password (পাসওয়ার্ড পরিবর্তন);
✓ Security Questions (নিরাপত্তা প্রশ্ন)।

Other Pre-login features (অন্যান্য প্রি-লগইন)
✓ Registration for New Users (নতুন ব্যবহারকারীদের জন্য রেজিস্ট্রেশন);
✓ Forget password (ফরগেট পাসওয়ার্ড);
✓ Brows various Products Apply Online (অনলাইনে বিভিন্ন পণ্যের জন্য আবেদন);
✓ Offers & Dine (অফার ও ডাইন);
✓ Location (ATM and Branch List) [অবস্থান (এটিএম এবং শাখার তালিকা)]।

মেঘনা আই-ব্যাংকিং যেভাবে রেজিস্ট্রেশন করবেন?
✓ ইন্টারনেট ব্যাংকিং নিবন্ধনের জন্য আপনার ভিসা ডেবিট কার্ডটি ব্যবহার করুন এই লিংকের মাধ্যমে (https://ibanking.meghnabank.com.bd)। মেঘনা আই-ব্যাংকিং মোবাইল অ্যাপ (অ্যান্ড্রয়েড এবং আইওএস) গুগল প্লে স্টোরে এবং অ্যাপল স্টোরে পাওয়া যাচ্ছে।
✓ মেঘনা আই-ব্যাংকিং মোবাইল অ্যাপ অ্যান্ড্রয়েড ভার্সন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে ক্লিক করুন এখানে
✓ মেঘনা আই-ব্যাংকিং মোবাইল অ্যাপ iOS ভার্সন অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করতে ক্লিক করুন এখানে
✓ আপনি অ্যাপ ছাড়াও ওয়েবের মাধ্যমে মেঘনা ব্যাংক আই-ব্যাংকিং অ্যাক্সেস করতে পারবেন। ওয়েব ব্রাউজারে মেঘনা ব্যাংক আই-ব্যাংকিং অ্যাক্সেস করতে ক্লিক করুন এখানে

সিকিউরিটি ইন্সট্রাকশন
✓ আপনার পাসওয়ার্ড কারও সাথে শেয়ার করবেন না।
✓ লেনদেন করার সময় আপনার আশেপাশে কাউকে থাকার অনুমতি দেবেন না।
✓ সিকিউরিটি সফ্টওয়্যার সহ আপনার ব্যক্তিগত কম্পিউটার নিরাপদ রয়েছে তা নিশ্চিত করুন।
✓ ফেক ওয়েবসাইট সম্পর্কে সাবধানতা অবলম্বন করুন। হোম পেজে নয়, ইউআরএল দ্বারা নিশ্চিত করুন।
✓ অজানা মেইল, সংযুক্তি এবং লিঙ্কগুলো সম্পর্কে সতর্ক থাকুন।
✓ আপনার পিন/ পাসওয়ার্ড কোথাও লিখে রাখবেন না।
✓ কোন অপরিচিত লোককে আপনার জন্য লেনদেন করতে দেবেন না।
✓ ঘন ঘন পাসওয়ার্ড/ পিন পরিবর্তন করার অভ্যাস করুন।
✓ মেঘনা ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করার সময় আপনি যদি কোন সন্দেহজনক কার্যকলাপ দেখতে পান তবে ব্যাংকের সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করুন।

বিস্তারিত জানতে
মেঘনা ব্যাংক লিমিটেড, হেড অফিস: সুবাস্তু ইমাম স্কয়ার (লেভেল- ০৩ এবং লেভেল- ০৬), ৬৫ গুলশান এভিনিউ, গুলশান- ০১ ঢাকা-১২১২, বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: +৮৮০১৭৭৭৭৯৭৭৭৭ (দেশ ও বিদেশ)
পিএবিএক্স: +(৮৮০ ২) ২২২২৯১৩৫২, ২২২২৯৭৩২৯, ২২২২৬১৩০২
ফ্যাক্স: +(৮৮০ ২) ২২২২৮৭১২৮
সুইফট কোড: MGBLBDDH
ইমেইল: info@meghnabank.com.bd
ওয়েবসাইটঃ www.meghnabank.com.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button