নারী ক্যাশিয়ার (ব্যাংকার)
ক্যাশিয়ার দিনে রাতে
গোনে পরের ক্যাশ
ক্যাশিয়ার হলে নারী
জীবনটা শ্যাষ!
সংসারের খুটিনাটি
শত কাজ সেরে
সকালে ব্যাংকে আসতে
মন যায় পুড়ে।
ছ ‘মাসের ছেলেকে
রেখে এসে ঘরে
কাজে মন বসে না
ছটফট করে।
গ্রাহক তো বোঝে না
মনের কি হাল
কাজের গতি কমে গেলে
দেয় শত গাল।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
মূর্খ গ্রাহক বকে
মিটিয়ে ঝাল
নাকানি চুবানি খেয়ে
হারায় যে তাল!
লাঞ্চে যেতে হয়
সকলের সাথে
মা ছেলের লাঞ্চ যে
হয় না তাতে।
সকলে লাঞ্চ করে
একা একা বসে
ছেলের লাঞ্চ হলে
লাঞ্চ অবশেষে।
কাউন্টারে ফিরতে
তাই হয় লেট
বসবাবু রাগ করে
দেয় তাই থ্রেট।
গ্রাহকের কথা ভাই
নাই বা বলি
অলস অথর্ব মেয়ে
মুখে শত বুলি।
সন্ধ্যা ছ ‘টায়
কাজকর্ম শেষে
স্বস্তি শান্তি নেই
বাসাও এসে।
এই কাজ সেই কাজ
কতো কাজ আছে
ছেলের অসুখ, যাও
ডাক্তারের কাছে।
কাজ করে সারা দিন
কাজ সারা রাতে
রাধতে হয় তাকে
আরো সে যে চুল বাঁধে।
কষ্ট ব্যাংকে আর
কষ্ট সংসারে
কষ্টে বেঁচে থাকে
নারী ক্যাশিয়ারে।
লেখকঃ বেলাল হোসেন ফকির, একজন ব্যাংকার