আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি
আল আরাফাহ্ ইসলামী ব্যাংক এর ডেবিট কার্ড
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক নিয়ে এলো নতুন ডেবিট কার্ড- INSTANT CARD। গ্রাহক হিসাব খোলার সাথে সাথে শাখা থেকেই এই কার্ড সংগ্রহ করতে পারবেন। একক স্বাক্ষরে পরিচালিত যে কোন হিসাবের জন্য INSTANT CARD গ্রহণ করা যাবে। সম্মানিত পুরাতন হিসাবধারী গ্রাহকগণও এই কার্ড সংগ্রহ করতে পারবেন।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ATM ছাড়াও NPSB এর আওতাভুক্ত অন্যান্য সকল ব্যাংকের ATM ব্যবহার করতে পারবেন। রেস্টুরেন্ট, দোকান, সুপারশপ, হাসপাতাল, হোটেল-মোটেল ও অন্যান্য যেখানে NPSB এর আওতাভুক্ত POS (Point Of Sale) এর মাধ্যমে কার্ড ব্যবহার করা যায় সেখানে এই ডেবিট কার্ড ব্যবহার করা যাবে।
প্রথম বছর এই কার্ড একদম ফ্রি, কোন ইস্যু ফি নেই। বিস্তারিত জানার জন্য ও এখনি আপনার কার্ড সংগ্রহ করতে আপনার শাখায় যোগাযোগ করুন।