ব্যাংক জব সার্কুলারসিটিজেনস ব্যাংক জব সার্কুলার

ক্যাশ ইন-চার্জ/ ক্যাশ অফিসার নিয়োগ দেবে সিটিজেনস ব্যাংক

সিটিজেনস ব্যাংক পিএলসি (Citizens Bank PLC) বাংলাদেশের সদ্য অনুমতিপ্রাপ্ত একটি তফসিলি বাণিজ্যিক ব্যাংক। সম্প্রতি ব্যাংকটি “ক্যাশ ইন-চার্জ/ ক্যাশ অফিসার” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগামী ১৫ মে, ২০২৩ এর মধ্যে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে।

পদের নামঃ ক্যাশ ইন-চার্জ/ ক্যাশ অফিসার
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ পুরুষ এবং নারী উভয়ই আবেদন করতে পারবেন।
✓ কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতক ডিগ্রি ধারীরা আবেদন করতে পারবেন।
✓ শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ থাকা যাবে না।
✓ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অন্যান্য শর্তাবলীঃ
✓ বয়স ২৮ থেকে ৪০ বছর।
✓ স্বনামধন্য ব্যাংকে ক্যাশ অফিসার হিসেবে ২ বছরের ক্যাশ ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতা থাকতে হবে।
✓ গ্রাহকদের প্রয়োজন সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে।
✓ মাল্টিটাস্কিং ওরিয়েন্টেশন থাকতে হবে।
✓ ক্যাশ হ্যান্ডলিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।
✓ টাইম ম্যানেজমেন্ট ও কাস্টমার সার্ভিস স্কিল থাকতে হবে।
✓ পুরুষ এবং নারীরা উভয়ই আবেদন করতে পারবেন।
✓ আন্তঃব্যক্তিক, যোগাযোগ এবং উপস্থাপনা দক্ষতা থাকতে হবে।
✓ এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এ ভাল কমান্ড থাকতে হবে।
✓ বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় যোগাযোগের দক্ষতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধাঃ
✓ বেতন আলোচনা সাপেক্ষে।
✓ আকর্ষণীয় ও প্রতিযোগিতা মূলক বেতন এবং সুবিধা।
✓ ব্যাংকের নিয়ম ও পলিসি অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়াঃ
✓ কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ ব্যাংক কোন কারণ দর্শানো ছাড়াই যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
✓ আগ্রহী প্রার্থীদের সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের ছবি সহ অনলাইনে আবেদন করুন।
✓ সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ১৫ মে, ২০২৩।

সোর্সঃ বিডি জবস

About Citizens Bank PLC:
Bangladesh Bank (Central Bank of Bangladesh) accorded final approval to Citizens Bank PLC as a Commercial Scheduled Bank in the private sector on 15 December, 2020. Earlier, the bank had applied for an extension at several board meetings of Bangladesh Bank as it could not meet other required conditions including paid-up capital of BDT. 500 crore.

Citizens Bank has been given final approval at the 410th Board Meeting of Bangladesh Bank in 2020 after fulfilling the necessary conditions. After that, a letter was officially sent from the central bank to the Citizens Bank authorities to start banking activities in the country.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button