ইসলামী ব্যাংকের স্মার্ট ডিজিটাল ব্যাংকিং অ্যাপ
ইসলামী ব্যাংকের সেলফিন (CellFin) একটি স্মার্ট ডিজিটাল ব্যাংকিং অ্যাপ। যেকোনাে ব্যাংকের অ্যাকাউন্ট, কার্ড ও এমক্যাশ নম্বরে সরাসরি টাকা পাঠানাে যায় সেলফিন (CellFin) থেকে। টাকা নেয়া যায় বিকাশ, নগদ ও রকেটেও। আর যেকোনাে ব্যাংকের ভিসা বা মাস্টারকার্ড, ইসলামী ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট ও এমক্যাশ থেকে টাকা আনা যায় সেলফিনে।
এতে রয়েছে ভিসা সুবিধা সংযুক্ত একটি ভার্চুয়াল ডেবিট কার্ড। এর মাধ্যমে দেশী বিদেশী যেকোনাে সাইটে ই-কমার্সের পেমেন্ট দেয়া যায়। সেলফিনের (CellFin) মাধ্যমে নিজে নিজে ইসলামী ব্যাংকের সেভিংস, স্টুডেন্ট, ডিপিএস জাতীয় হিসাব ও মাসিক মুনাফাভিত্তিক জমা হিসাব খােলা যায়। বিশ্বের যেকোনাে দেশ থেকে তাৎক্ষণিক রেমিট্যান্স গ্রহণ করা যায় সেলফিনে (CellFin)। ফ্রিল্যান্সার কর্মীরাও যেকোনাে দেশ থেকে সরাসরি পেমেন্ট নিতে পারেন।
আরও দেখুন:
◾ ইসলামী ব্যাংক সেলফিন
◾ ইসলামী ব্যাংক সেলফিন (ভিডিও)
◾ সেলফিনের মাধ্যমে ঘরে বসে আইবিবিএল অ্যাকাউন্ট খুলুন
◾ সেলফিনের মাধ্যমে স্পট ক্যাশ (ফরেন রেমিটেন্স) গ্রহণ
সেলফিনের (CellFin) মাধ্যমে মােবাইল রিচার্জ করা যায়, যেকোনাে ব্যাংকের ভিসা বা মাস্টারকার্ডের বিল দেয়া যায়, চুক্তিবদ্ধ স্কুল-কলেজের ফি দেয়া যায়। পরিচিত সেলফিন (CellFin) ব্যবহারকারীর কাছে টাকা চেয়ে রিকোয়েস্ট মানি করা যায়।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
এ ছাড়া এই অ্যাপের মাধ্যমে ইসলামী ব্যাংকের এটিএম ও এজেন্ট আউটলেট থেকে ক্যাশআউট করা যায় কার্ড ছাড়াই। জাতীয় পরিচয়পত্র দিয়ে খুব সহজেই খোলা যায় সেলফিন (CellFin) অ্যাকাউন্ট।