রাষ্ট্রায়ত্ব ৮ ব্যাংকে ‘অফিসার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্যভুক্ত ৮টি ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে (সােনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন) সমন্বিতভাবে অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদগুলোতে নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখ রাত ১১:৫৯টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নামঃ
✓ অফিসার (২০১৯ সাল ভিত্তিক)।
✓ পদের সংখ্যা: ২৪৭৮টি (সােনালী ব্যাংক লিমিটেড এ ৭৫৮ টি, জনতা ব্যাংক লিমিটেড এ ১২১টি, রূপালী ব্যাংক লিমিটেড এ ৬৯টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এ ৩টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক এ ৫৭টি, বাংলাদেশ কৃষি ব্যাংক এ ১৪৪০টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এ ৩টি এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এ ২৭টি)।
শিক্ষাগত যোগ্যতাঃ
✓ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অথবা চার বছর মেয়াদী স্নাতক/ স্নাতক (সম্মান) ডিগ্রী থাকতে হবে।
✓ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/ সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০১ (এক) টিতে প্রথম বিভাগ/ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারী নীতিমালা প্রযােজ্য হবে।
✓ কোন পর্যায়েই ৩য় বিভাগ/ শ্রেণী গ্রহণযােগ্য হবে না।
বেতন স্কেলঃ
✓ জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ১৬০০০-১৬৮০০-১৭৬৪০………৩৫০৪০-৩৬৮০০-৩৮৬৪০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
বয়স (০১/০৩/২০২০ তারিখে):
(ক) মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর।
(খ) মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের শেষ সময়ঃ
✓ আবেদনপত্র পূরণ ও ফি প্রদান করা যাবে ১১ মার্চ, ২০২১ তারিখ রাত ১১:৫৯টা পর্যন্ত।
✓ Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময়: ১৪ মার্চ, ২০২১ তারিখ, রাত ১১.৫৯ টা।
✓ আবেদন ফি এর পরিমাণ: পরীক্ষার ফি অফেরতযোগ্য টা: ২০০/- (টাকা দুইশত মাত্র) যা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর Payment Gateway ‘রকেট’ এর মাধ্যমে প্রদান করতে হবে।
আবেদনের নিয়মঃ
✓ আগ্রহীরা প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট erecruitment.bb.org.bd–এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
✓ সার্কুলারটি দেখতে ক্লিক করুন এখানে।
✓ সরাসরি আবেদন করতে ক্লিক করুন এখানে।
সূত্রঃ বাংলাদেশ ব্যাংক।