ব্র্যাক ব্যাংকে “অ্যাসোসিয়েট ম্যানেজার- এসও/ পিও” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বাংলাদেশের বেসরকারি খাতের ব্যাংক হিসেবে অন্যতম হলো একটি ব্র্যাক ব্যাংক লিমিটেড। দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে “অ্যাসোসিয়েট ম্যানেজার, এক্সটার্নাল কমিউনিকেশন” পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নামঃ অ্যাসোসিয়েট ম্যানেজার, এক্সটার্নাল কমিউনিকেশন
✓ পদ সংখ্যাঃ নির্ধারিত নয়৷
✓ জব গ্রেডঃ এসও/ পিও।
✓ চাকরির ধরণঃ ফুল টাইম ও স্থায়ী৷
✓ প্রার্থীর ধরণঃ নারী পুরুষ উভয়েই৷
✓ কর্মস্থলঃ ঢাকা।
✓ বেতনঃ ব্যাংকের নিয়ম অনুসারে।
✓ সার্কুলারটি দেখতে ক্লিক করুন এখানে।
✓ আবেদনের শেষ তারিখঃ ১৩ জানুয়ারি, ২০২১
চাকরির দায়-দায়িত্বঃ
✓ প্রেস রিলিজ, এক্সিকিউটিভ সাক্ষাত্কার সহ মিডিয়া কভারেজ উন্নয়নে সহায়তা করা।
✓ মিডিয়া-ব্যক্তিত্ব, নিউজরুম এবং বাণিজ্যিক/ মার্কেটিং এর সাথে জড়িত লোকদের সাথে যোগাযোগ, শুভেচ্ছা, বিনিময় করা।
✓ ইন্ডাস্ট্রি কৌশল এবং পরিচালনার জন্য জনসংযোগ, বিজ্ঞাপন এবং সিএসআরের প্রবণতা বিশ্লেষণ করা।
✓ সংবাদ সম্মেলন এবং মিডিয়া কার্য সম্পাদন করা।
✓ কোম্পানির বার্ষিক প্রতিবেদন, স্থায়িত্বের প্রতিবেদন এবং অন্যান্য সকল প্রতিবেদনের জন্য খসড়া তৈরি এবং তা নিশ্চিত করা যা কোম্পানির চিত্রকে সমর্থন করে।
✓ ম্যানেজমেন্টকে যোগাযোগের ক্ষেত্রে টকিং পয়েন্ট/ বক্তৃতা আকারে সহায়তা করা যাতে প্রযোজ্য স্টেকহোল্ডারদের মধ্যে কোম্পানির ভাবমূর্তি ধরে রাখতে সহায়তা করে।
✓ ওয়েবসাইট আপডেট ফলো আপ করা বাংলা এবং ইংরেজি উভয় ক্ষেত্রেই।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বনামধন্য যে কোন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অথবা এমবিএ ডিগ্রী থাকতে হবে।
✓ সন্তোষজনক একাডেমিক ট্র্যাক রেকর্ড থাকতে হবে।
✓ প্রার্থীর ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
অতিরিক্ত শর্তাবলীঃ
✓ সংশ্লিষ্ট কাজে সর্বনিম্ন ৫ বছরের অভিজ্ঞতা থাকা।
✓ ইংরেজি এবং বাংলা উভয় ক্ষেত্রেই ভাল যোগাযোগ দক্ষতা থাকা।
✓ শক্তিশালী বিশ্লেষণাত্মক, উপস্থাপনা ও আন্তঃব্যক্তিক দক্ষতা থাকা।
✓ মিডিয়া সম্পর্কে এবং সংকটময় পরিস্থিতি পরিচালনা করার দক্ষতা থাকা।
✓ মাইক্রোসফ্ট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট-এর উপর ভাল দক্ষতা থাকা।
✓ চ্যালেঞ্জিং টাস্ক করার ক্ষমতা ও সময়মতো এবং কার্যকর পদ্ধতিতে সকল অ্যাসাইনমেন্ট সম্পন্ন করার ক্ষমতা থাকা।
আবেদনের প্রক্রিয়াঃ
✓ মহিলা প্রার্থীদেরকে আবেদন করার জন্য অধিক উত্সাহ দেওয়া যাচ্ছে।
✓ কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ ব্র্যাক ব্যাংক কোন কারণ দর্শানো ছাড়াই যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
✓ আপনি যদি এই চ্যালেঞ্জটি নিতে আগ্রহী হন তবে অনুগ্রহ করে এনআইডি নম্বর (বাধ্যতামূলক) সহ সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের ছবি সহ আপনার Résumé প্রেরণ করতে অনলাইনে আবেদন করুন।
✓ আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখঃ
✓ ২৬ ডিসেম্বর, ২০২০।
সোর্সঃ ব্র্যাক ব্যাংক