ব্যাংক ট্রান্সফার (আইব্যাংকিং)
ব্যাংক ট্রান্সফার: আপনি ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমে ব্যাংক একাউন্ট থেকে বিকাশ কাস্টমার একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে বেনিফিশিয়ারি হিসেবে বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করতে হতে পারে এবং তারপর ফান্ড ট্রান্সফার করতে হবে।
বেনিফিশিয়ারি অ্যাড করার পদ্ধতি
☞ মোবাইল অ্যাপ বা ওয়েবের মাধ্যমে আপনার ইন্টারনেট ব্যাংকিংএকাউন্টে লগ ইন করুন;
☞ Manage beneficiary অপশনে যান;
☞ নির্দেশিত ধাপগুলো অনুসরণ করে বেনিফিশিয়ারি হিসেবে বিকাশ একাউন্ট অ্যাড করুন;
☞ এবার আপনি বেনিফিশিয়ারি বিকাশ একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন।
ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
ফান্ড ট্রান্সফার করার পদ্ধতি
☞ আপনার ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপ বা ওয়েবের মাধ্যমে Fund Transfer অপশনে যান;
☞ ফান্ড-এর উৎস (একাউন্ট নাম্বার) সিলেক্ট করুন;
☞ ট্রান্সফার অপশন হিসেবে বিকাশ একাউন্ট সিলেক্ট করুন;
☞ বেনিফিশিয়ারি লিস্ট থেকে বিকাশ একাউন্ট সিলেক্ট করুন;
☞ টাকার পরিমাণ ও রেফারেন্স দিন;
☞ এবার ব্যাংকের লেনদেন পদ্ধতি অনুসরণ করে সফলভাবে ফান্ড ট্রান্সফার সম্পন্ন করুন।
সার্ভিস ফি
☞ গ্রাহকদের জন্য কোন ফি প্রযোজ্য নয়।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
স্পেশাল নোট: ব্র্যাক ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস ব্যবহারকারী, ঢাকা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস ব্যবহারকারী এবং সিটি ব্যাংকের একাউন্ট হোল্ডাররা যারা citytouch DIGITAL BANKING সার্ভিসটি ব্যবহার করেন তারা এখন iBanking–এর মাধ্যমে ব্যাংক একাউন্ট থেকে বিকাশ একাউন্টে ফান্ড ট্রান্সফারের সুবিধা পাচ্ছেন। ফান্ড ট্রান্সফার শুধুমাত্র বিকাশ কাস্টমার একাউন্টে করা যাবে।