আইবিবিএল মুদারাবা প্রায়োরিটি সেভিংস অ্যাকাউন্ট (এমপিএসএ)
মোহাম্মদ শামসুদ্দীন আকন্দঃ ইসলামী ব্যাংক মুদারাবা প্রায়োরিটি সেভিংস অ্যাকাউন্ট (MPSA) ইসলামী ব্যাংকের বিশেষ একটি সঞ্চয়ী হিসাব। দেশীয় বা বহুজাতিক কর্পোরেট/ ব্যবসা প্রতিষ্ঠান/ সরকারি/ আধা সরকারী/ স্বায়ত্বশাসিত সংস্থা আকর্ষণীয় মুনাফায় এই সঞ্চয়ী হিসাব পরিচালনা করতে পারবে। এ হিসাবের সাথে প্রচলিত ব্যাংকের মিল থাকলেও লাভ-লোকসানের ভিত্তিতে হওয়ার কারণে এটি সম্পূর্ণ ভিন্ন। এই হিসাবের বিপরীতে চেক ও এটিএম কার্ড ইস্যু করা হয়।
এমপিএসএ হিসাবের বৈশিষ্ট্য
✓ দৈনিক স্থিতির ভিত্তিতে মুনাফা প্রদান;
✓ ৫০ (পঞ্চাশ) কোটি টাকা বা তার বেশি স্থিতি মুনাফা পাওয়ার উপযােগী;
✓ প্রাথমিক জমার পরিমাণ- ১,০০,০০০/- (এক লক্ষ টাকা);
✓ প্রােডাক্ট ওয়েটেজ -০.৯৫;
✓ মুনাফার হার পরিবর্তনশীল;
✓ বছর শেষে চুড়ান্ত মুনাফা সমন্বয় করা হয়;
✓ নগদ, চেক অথবা বিকল্প ব্যাংকিং চ্যানেলে টাকা জমা করা যায়;
✓ ইন্টারনেট ব্যাংকিং (iBanking) সুবিধা;
✓ এসএমএস ব্যাংকিং (SMS) সুবিধা;
✓ ভিসা ডেবিট কার্ড (Classic, Gold, Platinum) সুবিধা;
✓ যেকোন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লেনদেন সুবিধা।
এমপিএসএ হিসাব খােলার জন্য প্রয়ােজনীয় কাগজপত্র
✓ ব্যাংক নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হয়।
✓ নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়।
✓ হালনাগাদ ট্রেড লাইসেন্স।
✓ আটিকেলস অব অ্যাসােসিয়েশন।
✓ e-TIN সার্টিফিকেট।
✓ হিসাব পরিচালনাকারীদের ব্যক্তিগত তথ্য ফর্ম, জাতীয় পরিচয়পত্র/ পাসপাের্ট/ ড্রাইভিং লাইসেন্স-এর কপি।
✓ গ্রাহকের ০১ কপি ছবি।
✓ এছাড়া প্রতিষ্ঠানভেদে অন্যান্য ডকুমেন্ট।
কার্টেসিঃ মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
বিস্তারিত জানতে
◾ ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ বুথ ব্যাংকিংয়ে যোগাযোগ করুন
◾ ✆ কল সেন্টারঃ ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০ (দেশ)/ ০০৮৮-০২-৮৩৩১০৯০ (বিদেশ) এ কল করুন
◾ টেলিফোনঃ (০২) ৯৫৬৩০৪০ (অটো হান্টিং), ৯৫৬০০৯৯, ৯৫৬৭১৬১, ৯৫৬৭১৬২, ৯৫৬৯৪১৭
◾ টেলেক্সঃ 642525 IBANK BJ, 632403 IBANK BJ, 671620 IBANK BJ
◾ ফ্যাক্সঃ ৮৮০- ২- ৯৫৬৪৫৩২, ৮৮০- ২- ৯৫৬৮৬৩৪
◾ সুইফটঃ IBBLBDDH
◾ কেবলঃ ISLAMIBANK
◾ ইমেইলঃ info@islamibankbd.com
◾ ওয়েবসাইটঃ www.islamibankbd.com