মধুমতি ব্যাংক ডিজিটাল ব্যাংকিং গো স্মার্ট
আরাফাত হোসাইনঃ মোবাইল আ্যপ এখন সময়ের চাহিদা। বর্তমান সময়ে ঘরের বাহিরে গিয়ে ব্যাংকের মাধ্যমে সেবা নেয়া এখন অনেক সময় সাপেক্ষ। ফলে ডিজিটালাইজড সেবার চাহিদা তুঙ্গে। মোবাইল আ্যপ ভিত্তিক সেবা প্রদানে যে প্রতিষ্ঠান যত বেশি সমৃদ্ধ তারাই এখন তত বেশি এগিয়ে থাকবেন। অনলাইনে অসম্ভব বলে কোন কিছুই আর থাকছে না। জামা, জুতা, তেল, সাবান, রেস্টুরেন্ট এর খাবার এমন কি আলপিন থেকে শুরু করে কুরবানির পশুও কেনা-বেচা করা যাচ্ছে অনলাইনে। একইভাবে ব্যাংকিং পরিসেবার যাবতীয় চাহিদাও পূরণ করছে মোবাইল আ্যপ।
ব্যাংক একাউন্ট খোলা, ফান্ড ট্রান্সফার, ব্যালেন্স চেক, স্টেটমেন্ট প্রিন্ট, ইফটিএন, আরটিজিএস, ইউটিলিটি বিল পে, টিউশন ফি প্রদান, ক্রেডিট কার্ড বিল পে, মোবাইল রিচার্জ, বাস ট্রেন বা এয়ার টিকিট বুকসহ যাবতীয় ব্যাংকিং সেবা এখন মোবাইল আ্যাপেই সম্ভব। সুতরাং বলার অপেক্ষ রাখে না যে আগামী দিনে ব্রাঞ্চ ব্যাংকিং এর চাহিদা ক্রমাগত হ্রাস পাবে। অপর দিকে ডিজিটালাইসড ব্যাংকিং চ্যানেলগুলোর ব্যবহার জ্যামিতিক হারে বেড়ে যাবে।
মধুমতি ব্যাংক গো স্মার্ট (Go Smart)
মধুমতি ব্যাংক লিমিটেড তার গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে নিয়ে এসেছে মোবাইল আ্যপ গো স্মার্ট (Go Smart)। যা দিয়ে মধুমতি ব্যাংকের একজন গ্রাহক নিমিষেই তার যাবতীয় ব্যাংকিং চাহিদা পুরন করতে পারেন। গুগল প্লে স্টোর ও আ্যাপল স্টোর থেকে আ্যাপটি নামিয়ে নিজে নিজেই সাইন আপ করা যায় বলে শাখায় যাবার ঝামেলা নেই। করোনা মহামারীর এই সময়টাতে জন সমাগম এড়িয়ে নিরাপদে ব্যাংকিং করতে গো স্মার্ট (Go Smart) আ্যপ ব্যবহার করুন।
মধুমতি ব্যাংক গো স্মার্ট (Go Smart) এর সেবাসমুহ
ব্যাংকিং এখন ঘরে কিংবা বাইরে। মধুমতি Go Smart App ব্যবহার করুন নিশ্চিন্তে ও সুরক্ষার সাথে। মধুমতি গো স্মার্ট (Go Smart) আ্যপটি সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর তাই গ্রাহকের তথ্য শত ভাগ নিরাপদ। প্রতিটি লেনদেন ওটিপির মাধ্যমে পরিচালিত হয় বলে আপনি নিশ্চিন্ত। মধুমতি গো স্মার্ট (Go Smart) আ্যাপ ব্যবহারকারী গ্রাহক যে সব সেবা পেতে পারেন তা হলো-
© স্ব-নিবন্ধন, মধুমতি ব্যাংক ডিজিটাল ব্যাংকিং (GO SMART);
© মধুমতি ব্যাংকের নিজস্ব/অন্য একাউন্টে তাৎক্ষণিক ফান্ড ট্রান্সফার;
© হিসাব বিবৃতি অনুসন্ধান;
© একাউন্টের যাবতীয় তথ্য জানা;
© তাৎক্ষণিক ফান্ড ট্রান্সফার (NPSB ও ইএফটিএন এর মাধ্যমে) মধুমতি একাউন্ট/ ক্রেডিট কার্ড থেকে অন্য ব্যাংক একাউন্ট / কার্ডে;
© বিকাশ একাউন্টে তাৎক্ষণিক ফান্ড ট্রান্সফার;
© তাৎক্ষণিকভাবে মধুমতি ব্যাংকের বিভিন্ন ডিপোজিট স্কিম খোলা;
© ইউটিলিটি বিল পরিশোধ (গ্যাস, বিদ্যুৎ পানি);
© ক্রেডিট কার্ড বিল পরিশোধ এবং বিবৃতি অনুসন্ধান;
© স্বয়ংক্রিয়ভাবে পে-অর্ডার ও পজিটিভ-পে আবেদন;
© চেক পেমেন্ট বাতিল করা;
© তাৎক্ষণিক ডেবিট/ ক্রেডিট কার্ড বন্ধ করা;
© ই-কমার্স লেনদেন সুবিধা;
© এয়ার টিকিট বুক;
© টিউশন ফি প্রদান;
© মোবাইল টপ-আপ বা মোবাইলে ব্যালেন্স রিচার্জ (যে কোন মোবাইল অপারেটর);
© চেক বা ডেবিট কার্ড এর আবেদন;
© স্টেটমেন্ট প্রিন্ট;
© কেনা-কাটার বিল পরিশোধ;
© এজেন্ট আউটলেট থেকে ক্যাশ উত্তোলন;
© পাসওয়ার্ড পরিবর্তন সুবিধা;
© ব্রাঞ্চ ও এটিএম লোকেশন অনুসন্ধান।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
মধুমতি গো স্মার্ট (Go Smart) আ্যাপ ডাউনলোড
✓ গুগল প্লে স্টোর থেকে মধুমতি গো স্মার্ট (Go Smart) আ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন- এখানে
✓ আ্যাপল স্টোর থেকে মধুমতি গো স্মার্ট (Go Smart) আ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন- এখানে
আরও দেখুন:
◾ মধুমতি ব্যাংক এজেন্ট ব্যাংকিং
বিস্তারিত জানতে
মধুমতি ব্যাংক লিমিটেড, হেড অফিস, খন্দকার টাওয়ার, (লেভেল-৭ এবং ৮), ৯৪, গুলশান অ্যাভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২ বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ মধুমতি হেল্পলাইন: ১৬৩৪৭
টেলিফোন: +৮৮-০২-৫৫০৬৮৯১০
সুইফট কোড: MODHBDDH
ইমেইল: info@modhumotibankltd.com
ওয়েবসাইট: www.modhumotibankltd.com
কার্টেসিঃ মোঃ আরাফাত হোসাইন, মধুমতি ব্যাংক লিমিটেড।