এজেন্ট ব্যাংকিংসোনালী ব্যাংক পিএলসি

সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং

সোনালী ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য এজেন্ট নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাষ্ট্রায়ত্ত্ব বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সােনালী ব্যাংক লিমিটেড জনগণের দোরগােড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। ব্যাংকিং সেবাবঞ্চিত জনগােষ্ঠীর হাতের কাছে সেবা প্রদানের জন্য সােনালী ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংক প্রণীত এজেন্ট ব্যাংকিং গাইডলাইন অনুসারে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

এ লক্ষ্যে ব্যাংক কর্তৃক নির্ধারিত লােকেশনে ‘সােনালী এজেন্ট ব্যাংকিং’ এর ইউনিট এজেন্ট নিয়ােগের জন্য স্থানীয় ব্যবসায়ী ও ব্যক্তি উদ্যোক্তাদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে। এজেন্ট হওয়ার জন্য আবেদনকারীর যােগ্যতা এবং আনুষাঙ্গিক তথ্যাদি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে (www.sonalibank.com.bd) পাওয়া যাবে।

দেশব্যাপি বিভিন্ন ব্যবসায়ি এলাকা বিবেচনা করে প্রাথমিকভাবে ১১৮৫টি স্থান নির্ধারন করা হয়েছে এজেন্ট ব্যাংকিং এর জন্য। যার বিস্তারিত ওয়েবসাইটে দেয়া আছে। উল্লেখ্য, ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে যে, এজেন্ট ব্যাংকিং ব্যবসাটি একটি লাভজনক ব্যবসা। একজন ব্যবসায়ি বা উদ্যোক্তা সঠিকভাবে সেবা দিতে পারলে অতি অল্প সময়ে এ ব্যবসায় মুনফা করতে পারবেন। কিন্ত এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও সেবা দান করার মানসিকতা।

আবেদন ফরম প্রাপ্তি ও আবেদনপত্র জমাঃ
১। এজেন্ট হতে ইচ্ছুক ব্যক্তি/ প্রাতিষ্ঠানিক উদ্যোক্তাকে সংবাদপত্র এবং সোনালী ব্যাংক লিমিটেড এর অফিসিয়াল ওয়েবসাইটে (www.sonalibank.com.bd) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যাংক কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
২। ব্যাংকের ওয়েবসাইটে Agent Banking পেইজ থেকে বিনামূল্যে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। আবেদন পত্রের সাথে ব্যাংক কতৃর্ক নির্ধারিত ‘এজেন্ট লোকেশন তালিকা’ এবং এজেন্ট হওয়ার নিয়মাবলীসহ বিস্তারিত তথ্যাদিও পাওয়া যাবে। আবেদন ফরম A4 সাইজ অফসেট সাদা কাগজের একপিঠে প্রিন্ট করতে হবে।
৩। ব্যাংকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে অপারগ হলে এজেন্ট হওয়ার আবেদন ফরম, নিয়মাবলী এবং ‘এজেন্ট লোকেশন তালিকা’ ১১৫/- টাকা পরিশোধপূর্বক ব্যাংকের নিকটবর্তী শাখা থেকে সংগ্রহ করা যাবে।
৪। প্রকাশিত তালিকার ‘আউটলেট লোকেশন’ এ এজেন্ট হওয়ার জন্য আবেদন করা যাবে। তালিকা বহির্ভূত কোনো এলাকায় এজেন্ট হওয়ার আবেদন করা যাবে না।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

৫। আবেদনপত্রের ৫ নং পৃষ্ঠায় যথাস্থানে আবেদনকারীকে স্বাক্ষর করতে হবে। এ ছাড়াও আবেদনপত্রের ১,২,৩ ও ৪ নং পৃষ্ঠায় নীচে ডানকোণে সুবিধাজনক ফাঁকা জায়গায় আবেদনকারীকে স্বাক্ষর করতে হবে।
৬। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে ১৫ জুলাই, ২০২০ তারিখের মধ্যে (ব্যাংকিং লেনদেন চলাকালীন সময়ে) সংশ্লিষ্ট আউটলেট লোকেশনের জন্য নির্ধারিত শাখায় দাখিল করতে হবে।
৭। আবেদন ফরমের সর্বশেষ পৃষ্ঠার ‘ডকুমেন্ট তালিকা’ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রাদি আবেদন ফরমের সাথে সংযুক্ত করতে হবে। ডকুমেন্ট তালিকার ‘পাতা সংখ্যা’ কলামে ফটো/ কাগজের পাতা সংখ্যা লিখতে হবে।
৮। আবেদনকারীর ঋণ সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ইস্যুকৃত সিআইবি রিপোর্ট, আবেদনপত্র জমা প্রদানের পর সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনলাইনে সংগ্রহ করা হবে। আবেদনপত্র দাখিলের সময় উক্ত রিপোর্ট সংগ্রহে ধার্য্যকতৃ ফি/ সার্ভিস চার্জ আবেদনকারীকে নগদে সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে।

৯। আবেদনপত্র ও সংযুক্ত কাগজপত্রের মোট ০৫ (পাঁচ) সেট (মূলকপি + ০৪ সেট ফটোকপি) শাখায় জমা দিতে হবে। শাখার আবেদনপত্র গ্রহণকারী কর্মকর্তা আবেদনপত্রের ৬ নং পৃষ্ঠায় (নীচে বামপাশে) স্বাক্ষর ও সীল দিয়ে আবেদনপত্রের ০১ (এক) সেট ফটোকপি আবেদনকারীকে ফেরত দেবেন।
১০। আবেদনপত্র শাখা কতৃর্ক গ্রহণ করার পর আবেদনকারী তার আবেদনপত্রের শেষ পৃষ্ঠা (শুধু ৬ নং পৃষ্ঠা) স্ক্যান করে agentbanking@sonalibank.com.bd ই-মেইল ঠিকানায় প্রেরণ করবেন।
১১। আবেদনপত্রের আবশ্যিক অংশগুলো পূরণ না করলে অথবা আবশ্যিক কাগজপত্রাদি সংযুক্ত করা না হলে এবং যথাস্থানে স্বাক্ষর করা না হলে আবেদনপত্রে বাতিল বলে গণ্য হবে।
১২। আবেদনকারী এজেন্ট হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত হলে চূড়ান্ত নির্বাচনের পূর্বে ‘ডকুমেন্ট তালিকা’র অবশিষ্ট কাগজপত্রাদি জমা দিতে হবে।
১৩। কোনাে প্রকার কারণ প্রদর্শন ব্যতিরেকে যে কোনাে আবেদনপত্র বাতিল করার ক্ষমতা সােনালী ব্যাংক লিমিটেড সংরক্ষণ করে।

ফরম/ নিয়মাবলী ডাউনলোডঃ
সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের জন্য প্রয়োজনীয় ফরম ও নিয়মাবলী ডাউনলোড করুন-

ক্রমিকডকুমেন্ট এর ধরনডাউনলোড
এজেন্টের জন্য আবেদন ফর্মডাউনলোড
যোগ্যতা/  প্রত্যয়নপত্রের সার্টিফিকেটডাউনলোড
সোনালী এজেন্টের বিধি/ রুলসডাউনলোড
এজেন্ট ব্যাংকিং ফি ও কমিশনডাউনলোড
এজেন্ট আউটলেট অবস্থানের তালিকাডাউনলোড

যোগাযোগের ঠিকানা
ডেপুটি জেনারেল ম্যানেজার ও প্রজেক্ট ডিরেক্টর
এজেন্ট ব্যাংকিং বাস্তবায়ন প্রকল্প
সােনালী ব্যাংক লিমিটেড
প্রধান কার্যালয়, মতিঝিল সি/এ (৫ম তলা), ঢাকা-১০০০
ফোনঃ ০০৮৮ ০২ ৯৫৫৯৮১০
পিএবিএক্সঃ ৯৫৫০৪২৬-৩৪/৩১১৬
ই-মেইলঃ agentbanking@sonalibank.com.bd
ওয়েবসাইটঃ www.sonalibank.com.bd

প্রয়োজনীয় কাগজপত্রঃ
১। পূরণকৃত আবেদনপত্র;
২। আবেদনকারীর ২ (দুই) কপি ছবি;
৩। জাতীয় পরিচয়পত্র এবং ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/ সিটি কর্পোরেশন প্রদত্ত নাগরিকত্ব সনদ;
৪। শিক্ষাগত সনদের সত্যায়িত ফটোকপি;
৫। সংশ্লিষ্ট এলাকায় ব্যবসা করার জন্য নবায়নকৃত ট্রেড লাইসেন্সের সত্যায়িত কপি;
৬। ব্যক্তিগত অর্থ সম্পত্তির বিবরণ (Personal Net Worth);
৭। বর্তমান ব্যাংক থেকে প্রাপ্ত সলভেন্সি সার্টিফিকেট;
৮। গত ০৬ (ছয়) মাসের ব্যাংক হিসাবের বিবরণী (ব্যবসা প্রতিষ্ঠান/ ব্যক্তি নামে);

৯। সিআইবি রিপোর্ট (আবেদনকারীর ঋণ গ্রহণের তথ্যসম্বলিত বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট)। (তত্ত্বাবধানকারী শাখা কর্তৃক রিপোর্ট সংগ্রহ করা হবে। ধার্য্যকৃত ফি আবেদনকারী পরিশোধ করবেন।);
১০। এজেন্টের অবর্তমানে এজেন্ট ব্যাংকিং পরিচালনায় সক্ষম মনোনীত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র/ জন্ম সনদ এর ফটোকপি ও ২ (দুই) কপি ছবি;
১১। শারীরিক সুস্থ্যতা সনদ (সরকারী হাসপাতাল/ স্বাস্থ্যকেন্দ্র থেকে ইস্যুকৃত);
১২। স্থানীয় গণ্যমান্য ০২ (দুই) জন ব্যক্তির নিকট থেকে প্রশংসাপত্র (নমুনা অনুযায়ী);
১৩। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অথবা মেয়াদ অনুত্তীর্ণ পাসপোর্টের (১-৫ পৃষ্ঠার) ফটোকপি;
১৪। আবেদনকারীর স্বামী/ স্ত্রীর (যদি থাকে) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;
১৫। টিআইএন সার্টিফিকেট (যদি থাকে) এর ফটোকপি;

১৬। সর্বশেষ দাখিলকৃত ট্যাক্স রিটার্ন স্লিপ/ সার্টিফিকেট (যদি থাকে) এর ফটোকপি;
১৭। ইউটিলিটি বিলের (বিদ্যুৎ/ ওয়াসা/ টেলিফোন/ মোবাইল/ ইন্টারনেট) ফটোকপি;
১৮। এজেন্ট আউটলেট কক্ষের ফটোগ্রাফ (3R/ 4R Size) এবং লোকেশনম্যাপ;
১৯। কোম্পানীর প্রোফাইল ও ব্যবস্থাপনা কাঠামো (নিবন্ধিত কোম্পানীর ক্ষেত্রে);
২০। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক থেকে কমপক্ষে ০১ বছর পূর্বে অবসরগ্রহণকারী কর্মকর্তাদের অবসর সংক্রান্ত কাগজপত্রাদি এবং ব্যাংক প্রদত্ত ক্লিয়ার‌্যান্স সার্টিফিকেট;
২১। আবেদনপত্রের ৪ নং পৃষ্ঠার ‘অংশ-৭’ এ বর্ণিত কাগজপত্রাদি;
২২। আউটলেটের মালিকানার ধরণ সম্পর্কিত কাগজপত্রাদির ফটোকপি;
২৩। আউটলেটের জন্য কক্ষ প্রস্তুত না থাকলে চূড়ান্ত নিয়োগের পূর্বে কক্ষ প্রস্তুতির অঙ্গীকারনামা।

এজেন্ট নির্বাচনঃ
১। এজেন্ট নির্বাচনের ক্ষেত্রে আবেদনকারীর বর্তমান ব্যবসা, প্রস্তাবিত আউটলেটের ধরণ (অবস্থান ও আয়তন), আর্থিক সক্ষমতা, এলাকায় তার সুনাম ইত্যাদি বিষয় বিবেচনা করা হবে। ব্যাংক কর্তৃক যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে নির্বাচিত এজেন্টদের তালিকা প্রকাশ করা হবে।
২। এজেন্টদের প্রাথমিক তালিকা প্রকাশের ৭ দিনের মধ্যে এজেন্ট আউটলেট এর জন্য কমপক্ষে ১৫০ বর্গফুট আয়তনের (অথবা, আবেদনপত্রে উল্লেখিত আয়তন অনুযায়ী) কক্ষ প্রস্তুত করে কক্ষের ছবি সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে।
৩। প্রাথমিকভাবে নির্বাচিত এজেন্টদের তালিকা বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
৪। চূড়ান্ত এজেন্ট তালিকা প্রকাশের ৭ দিনের মধ্যে এজেন্ট আউটলেট প্রস্তুত করতে হবে। এজেন্ট আউটলেট প্রস্তুত করা না হলে কোনো এজেন্টকে ‘সোনালী এজেন্ট ব্যাংকিং’ এর এজেন্ট হিসেবে লিখিত লাইসেন্স প্রদান করা হবে না।

‘সোনালী এজেন্ট ব্যাংকিং’ কার্যক্রমে এজেন্টের সম্ভাব্য আয়-ব্যয়ঃ
সম্ভাব্য আয়ের খাতঃ
১। নতুন হিসাব খোলা বাবদ প্রাপ্য কমিশন;
২। টাকা জমা ও উত্তোলনের বিপরীতে প্রাপ্য কমিশন;
৩। বৈদেশিক রেমিট্যান্স (বিদেশ থেকে প্রেরিত প্রবাসীদের টাকা) পরিশোধের বিপরীতে প্রাপ্য কমিশন;
৪। বিভিন্ন ইউটিলিটি বিল (বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল, ফোন/ মোবাইল বিল, ইন্টারনেট বিল ইত্যাদি) জমা গ্রহণের বিপরীতে প্রাপ্য কমিশন;
৫। ঋণের কিস্তি আদায়ের বিপরীতে প্রাপ্য কমিশন;
৬। এ ছাড়াও ব্যাংকের নির্দেশনা অনুযায়ী অন্যান্য কার্যক্রমের উপর প্রাপ্য কমিশন।

সম্ভাব্য ব্যয়ের খাতঃ
এককালীন ব্যয়
১। ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জমা প্রদানপূর্বক সোনালী ব্যাংকের নিকটস্থ শাখায় চলতি হিসাব খুলতে হবে।
২। আউটলেট এর জন্য কক্ষ ভাড়া গ্রহণ, কক্ষ ডেকোরেশন এবং কম্পিউটার, প্রিন্টার ও সহযোগী সামগ্রী ইত্যাদি ক্রয়।
৩। ১টি ক্যাশ কাউন্টার, ১টি টেবিল, ৬টি চেয়ার (২টি চেয়ার ম্যানেজার ও ক্যাশিয়ারের জন্য এবং ৪টি চেয়ার গ্রাহকদের জন্য) ক্রয়।
৪। আউটলেট স্থাপনের পর ব্যাংক থেকে বায়োমেট্রিক ডিভাইস এবং কিছু সহযোগী সামগ্রী সরবরাহ করা হবে। প্রয়োজনীয় ফরম, ভাউচার, রেজিস্টার ইত্যাদি এবং সাইন বোর্ড, ফেস্টুন, লিফলেট, পোস্টার, স্টিকার ইত্যাদি ব্যাংক থেকে সরবরাহ করা হবে। এ ছাড়া আউটলেট স্থাপনের সকল খরচ এজেন্টকে বহন করতে হবে।

মাসিক ব্যয়
১। আউটলেটের মাসিক ভাড়া (ভাড়াকৃত হলে)।
২। আউটলেট পরিচালনায় নিয়োজিত কমপক্ষে দুই জন কর্মীর (ম্যানেজার এবং ক্যাশিয়ার) মাসিক বেতন।
৩। আউটলেটের মাসিক বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল ইত্যাদি।

এক নজরে এজেন্টের কাজ সমূহঃ
১. নগদ জমা গ্রহণ এবং নগদ অর্থ প্রদান।
২. ইউটিলিটি বিল গ্রহণ।
৩. বৈদেশিক রেমিটেন্সের অর্থ (বিদেশ থেকে প্রেরিত প্রবাসীদের টাকা) প্রদান।
৪. ফান্ড ট্রান্সফার (এক হিসাবের টাকা অন্য হিসাবে স্থানান্তর)।
৫. ব্যালেন্স অনুসন্ধান।
৬. মিনি স্টেটমেন্ট ইস্যু।
৭. ডিপিএস, এফডিআর সেবা প্রদান।
৮. হিসাব খোলার ফরম ও অন্যান্য রশিদের কপি সংগ্রহ ও সংরক্ষণ।
৯. ছোট ছোট ঋণের অর্থ প্রদান এবং ঋণের কিস্তি গ্রহণ।
১০. বেতন, অবসর ভাতা ও অন্যান্য ভাতা প্রদান (প্রয়োজনীয় ক্ষেত্রে)।
১১. ব্যাংকের প্রয়োজনীয় ইমেইল ও চিঠি সংগ্রহ এবং সংরক্ষণ।

সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং ফিস, চার্জ এবং কমিশনঃ
Types of TransactionCustomer Charge (including VAT)Agent Portion (including VAT)Bank Portion
1. Cash Deposit
1.1 Cash Deposit at own Sonali Bank Limited Agent Banking outletFree
1.2 Cash Deposit at other Sonali Bank Limited Agent banking outlet0.25% (min Tk.10, max Tk.100)Full
1.3 Cash Deposit in Branch Account at any Sonali Bank Limited Agent Banking Outlet0.25% (min Tk.10, max Tk.100)Full
1.4 Cash Deposit in Agent Banking Account at BranchFree
2. Cash Withdrawal
2.1 Cash withdrawal from own Sonali Bank Limited Agent BankingFree
2.2 Cash withdrawal from other Sonali Bank Limited Agent Banking Outlet0.25% (min Tk.10, max Tk.100)Full
2.3 Cash withdrawal from Sonali Bank Limited Branch0.25% (min Tk.10, max Tk.100)40% of charge60% of charge
2.4 Cash withdrawal from ATM
2.4.1 Sonali Bank Limited ATMFree
3. Fund Transfer
3.1 Fund Transfer at own Sonali Bank Limited Agent Banking outletFree
3.2 Fund Transfer at other Sonali Bank Limited Agent Banking Outlet0.25% (min Tk.10, max Tk.100)Mother Agent 40% Acquirer 60%
3.3 Fund Transfer to Sonali Bank Limited Branch Account0.25% (min Tk.10, max Tk.100)Full
3.4 Fund Transfer to Sonali Bank Limited DPS AccountFree
3.5 Fund Transfer to Other Bank AccountAs per schedule of charges of BEFTN50%50%
4. Utility Bill Commission
4.1 Utility Bill CollectionAs agreed with utility company80%20%
4.2 Passport Fee CollectionAs agreed with passport authority50%50%
5. Foreign Remittance
5.1 Remittance through PINFreeTk.50
5.2 Remittance in AccountFree
6. Loan
Loan processing fee (on disbursed amount) SME Loan
Retail Loan
Agricultural Loan
As per bank’s schedule of chargesFull
7. Cards
7.1 Debit Card Yearly FeeFirst year free. From 2nd year as per schedule of chargesTk.50Rest amount
7.2 Debit Card Replacement FeeAs per Bank’s schedule of chargesTk.50Rest amount
7.3 PIN Re-issuance FeeAs per Bank’s schedule of chargesTk.50Rest amount
8. Cheque Book (in addition of cheque book charge)
8.1 Cheque Book Issuance FeeFirst cheque book free. Then per leaf Tk.05+VATPer leaf Tk.5
8.2 Clearing Cheque Receiving Fee
8.2.1 At Sonali Bank Limited BranchFree
8.2.2 At Sonali Bank Limited Agent Banking OutletTk.50Tk.20Tk.30
8.2.3 Cheque returned/unpaid from the Clearing House/BACHTk.50Tk.20Tk.30
9. Statement Supply (CD/SND account holders will get one statement per month free, SB account holders will get one statement on half yearly basis free)
9.1 Account StatementTk.100Tk.20Tk.80
9.2 Balance Confirmation CertificateTk.100Tk.20Tk.80
9.3 Solvency/Balance Certificate VerificationTk.100Tk.20Tk.80
9.4 Account Authentication on other Bank’s requestTk.100Tk.20Tk.80
10. Float Sharing
10.1 Savings Account (P.A)2%Rest Amount
10.2 Current Account (P.A)3%Rest Amount
10.3 Monthly Savings Plan1%Rest Amount
10.4 Term Deposit Scheme1%Rest Amount

ফরম/ নিয়মাবলী ডাউনলোডঃ
সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের জন্য প্রয়োজনীয় ফরম ও নিয়মাবলী ডাউনলোড করুন-

ক্রমিকডকুমেন্ট এর ধরনডাউনলোড
এজেন্টের জন্য আবেদন ফর্মডাউনলোড
যোগ্যতা/  প্রত্যয়নপত্রের সার্টিফিকেটডাউনলোড
সোনালী এজেন্টের বিধি/ রুলসডাউনলোড
এজেন্ট ব্যাংকিং ফি ও কমিশনডাউনলোড
এজেন্ট আউটলেট অবস্থানের তালিকাডাউনলোড

৩ মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button