আইসিবি ইসলামিক ব্যাংক পিএলসিকার্ড সার্ভিসডেবিট কার্ড

আইসিবি ইসলামিক ব্যাংক ডেবিট কার্ড

আইসিবি ইসলামিক ব্যাংক তার মূল্যবান ক্লায়েন্টদের জন্য এটিএম কার্ড চালু করেছে। আপনি আইসিবি ইসলামিক ব্যাংক এটিএম থেকে এবং কিউ-ক্যাশ, ওমনিবাস সাপোর্টেড এবং ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলন করতে পারবেন। এক্ষেত্রে আইসিবি ইসলামিক ব্যাংক এটিএম ছাড়া অন্যান্য এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলন করতে চার্জ প্রযোজ্য হবে।

আইসিবি ইসলামিক ব্যাংক তাদের গ্রাহকদের জন্য ডেবিট কার্ড সেবা দিয়ে থাকে। নিম্নে আইসিবি ইসলামিক ব্যাংক এর কার্ড সুবিধা ও বৈশিষ্ট্যসমূহ তুলে ধরা হলো।

আইসিবি ইসলামিক ব্যাংক ডেবিট কার্ড এর বৈশিষ্ট্য
আইসিবি ইসলামিক ব্যাংক এর কার্ড সুবিধা ও বৈশিষ্ট্যসমূহ তুলে ধরা হলো-
ইস্যু ফি- প্রথমবার ফ্রি;
রিইস্যু ফি- ৪০০ টাকা (হারিয়ে গেলে বা চুরি হলে);
বার্ষিক ফি- প্রথম বছর ফ্রি, দ্বিতীয় বছর থেকে ৪০০ টাকা;
ইস্যু ফি- (প্রথম বছরের জন্য/ হারিয়ে গেলে বা চুরি হলে: আল মুকুওফাহ এক্সিকিউটিভ অ্যাকাউন্ট এর জন্য) ৩০০ টাকা;
বার্ষিক ফি- প্রথম বছর ফ্রি, দ্বিতীয় বছর ৩০০ টাকা (আল মুকুওফাহ এক্সিকিউটিভ অ্যাকাউন্ট এর জন্য);
ডেবিট কার্ড রিপ্লেসমেন্ট চার্জ- ৪০০ টাকা;
ডেবিট কার্ড রিপ্লেসমেন্ট চার্জ (ক্যাপচার কার্ডের জন্য)- ১ম রিপ্লেসমেন্ট ফ্রি;
পিন রিপ্লেসমেন্ট চার্জ- ২০০ টাকা;
নগদ উত্তোলন: আইসিবি- ফ্রি;
নগদ উত্তোলন: Q-Cash এটিএম- ১০ টাকা (প্রতি উত্তোলনে);
মিনি স্টেটমেন্ট: Q-Cash এটিএম- ফ্রি;
নগদ উত্তোলন: এনপিএসবি এটিএম- ১৫ টাকা (প্রতি উত্তোলনে);
মিনি স্টেটমেন্ট: এনপিএসবি এটিএম- ৫ টাকা।
*বিশেষ দ্রষ্টব্যঃ সকল ফি ও চার্জে ১৫% ভ্যাট প্রযোজ্য।

❏ বিস্তারিত জানতে
আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, টি.কে. ভবন (১৫ তলা), ১৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা -১২১৫ অথবা ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
✆ মোবাইলঃ +৮৮-০১৮৪১-২৪২২৪২ ও টেলিফোনঃ +৮৮-০২-৫৫০১২০৬১, +৮৮-০২-৫৫০১২০৬৩, +৮৮-০২-৫৫০১২০৬৫
ফ্যাক্সঃ +৮৮-০২-৫৫০১২০৬০
সুইফট কোডঃ BBSHBDDH
ইমেইলঃ care@icbislamic-bd.com; enquiry@icbislamic-bd.com
ওয়েবসাইটঃ www.icbislamic-bd.com

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button