মে ২০২০ প্রবাসীদের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে পাঠানো রেমিট্যান্স
মহামারি করোনা সংকটের মধ্যেও ঈদের মাসে ১৫০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এটি আগের মাস এপ্রিলের চেয়ে প্রায় ৪২ কোটি ডলার বেশি। তবে গত বছরের একই সময়ের চেয়ে সাড়ে ২৪ কোটি ডলার কম।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, মহামারি করোনার কারণে দীর্ঘদিন ইতিবাচক ধারায় থাকা এই সূচকটি গত কয়েক মাস ধরে পতনের ধারায় রয়েছে। তবে ঈদের আগে পরিবার পরিজন ও নিকটাত্মীয়ের কাছে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। রেমিটসান্সের এই উধ্বগতির কারণে স্বস্তি ফিরেছে কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভেও। সাধারণত প্রতি বছরই ঈদের আগে রেমিট্যান্সে গতি আসে। গত বছরের রোজার ঈদের আগে মে মাসে ১৭৪ কোটি ৮২ লাখ ডলারের রেকর্ড রেমিট্যান্স এসেছিল।
ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত ফেব্রুয়ারি মাস থেকে টানা কমছে রেমিট্যান্স। গত ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স আসে ১৪৫ কোটি ২২ লাখ ডলার। এরপরের মাস মার্চে আসে ১২৮ কোটি ৬৮ লাখ ডলার; যা গত বছরের মার্চ মাসের চেয়ে ১৩ দশমিক ৩৪ শতাংশ কম। আর এপ্রিলে তা আশংকাজনকহারে কমে নেমে আসে ১০৮ কোটি ১০ লাখ ডলারে; যা গত বছরের এপ্রিলের চেয়ে ২৪ দশমিক ৬১ শতাংশ কম। এছাড়া এটি গত ৩৩ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল। এর আগে ২০১৭-১৮ অর্থবছরের সেপ্টেম্বর মাসে সর্বনিম্ম ৮৫ কোটি ৬৮ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। তবে ঈদের কারণে মে মাসে রেমিট্যান্সে আশানুরুপ গতি ফিরেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, মে মাসের প্রথম ১১ দিনে ৫১ কোটি ২০ লাখ ডলার রেমিটেন্স আসে, ১৪ মে পর্যন্ত আসে ৮০ কোটি ডলার, ১৯ মে সেটি বেড়ে দাঁড়ায় ১০৯ কোটি ১০ লাখ ডলারে। এরপর ৩১ মে পর্যন্ত সেটি বেড়ে হয়েছে ১৫০ কোটি ৩০ লাখ ডলার। সব মিলিয়ে গত মে মাস পর্যন্ত ১১ মাসে প্রবাসীরা মোট ১ হাজার ৬৩৬ কোটি ডলারের অর্থ দেশে পাঠিয়েছেন। আগের বছরের একই সময় পর্যন্ত এসেছিল এক হাজার ৫০৫ কোটি ডলার। এ হিসেবে মে পর্যন্ত রেমিট্যান্স বেশি আছে ১৩১ কোটি ৩০ লাখ ডলার বা মাত্র ৮ দশমিক ৭২ শতাংশ। অথচ করোনাভাইরাসের প্রভাব ব্যাপকভাবে শুরুর আগের মাস গত ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে রেমিট্যান্সে প্রবৃদ্ধি ছিল ২০ শতাংশের বেশি।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২০ সালের মে মাসে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আগত ফরেন রেমিট্যান্স (মিলিয়ন ডলারে)
ক্রমিক নং | ব্যাংকের নাম | মে ২০২০ |
রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক | ||
১ | অগ্রণী ব্যাংক লিমিটেড | ১১৯.৬৮ |
২ | জনতা ব্যাংক লিমিটেড | ৫৮.৮৯ |
৩ | রূপালী ব্যাংক লিমিটেড | ৩৭.৬১ |
৪ | সোনালী ব্যাংক লিমিটেড | ১৩০.৮৫ |
৫ | বেসিক ব্যাংক লিমিটেড | ০.০৮ |
৬ | বিডিবিএল | ০.০০ |
মোট | ৩৪৭.১১ | |
বিশেষায়িত ব্যাংক | ||
৭ | বাংলাদেশ কৃষি ব্যাংক | ৪০.৭৭ |
৮ | রাকাব | ০.০০ |
মোট | ৪০.৭৭ | |
বেসরকারী বাণিজ্যিক ব্যাংক | ||
৯ | এবি ব্যাংক লিমিটেড | ৯.৪৭ |
১০ | আল–আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড | ২৫.৮২ |
১১ | বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড | ০.৪০ |
১২ | ব্যাংক এশিয়া লিমিটেড | ৬০.২৫ |
১৩ | ব্র্যাক ব্যাংক লিমিটেড | ৩৫.৪২ |
১৪ | ঢাকা ব্যাংক লিমিটেড | ০.৯৪ |
১৫ | ডাচ বাংলা ব্যাংক লিমিটেড | ১৫৩.৫৮ |
১৬ | ইস্টার্ন ব্যাংক লিমিটেড | ১৬.৬৬ |
১৭ | এক্সিম ব্যাংক লিমিটেড | ২.০৮ |
১৮ | ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড | ৯.৩৬ |
১৯ | আইসিবি ইসলামিক ব্যাংক | ০.০৪ |
২০ | আইএফআইসি ব্যাংক লিমিটেড | ২.৭৯ |
২১ | ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড | ৪৬০.৯৬ |
২২ | যমুনা ব্যাংক লিমিটেড | ১৩.৯৭ |
২৩ | মেঘনা ব্যাংক লিমিটেড | ০.০৫ |
২৪ | মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড | ১২.৮০ |
২৫ | মিডল্যান্ড ব্যাংক লিমিটেড | ০.৩৯ |
২৬ | মধুমতি ব্যাংক লিমিটেড | ০.২৩ |
২৭ | মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড | ৪৫.৭২ |
২৮ | ন্যাশনাল ব্যাংক লি | ২০.৯২ |
২৯ | এনসিসি ব্যাংক লিমিটেড | ৩২.৫৪ |
৩০ | এনআরবি ব্যাংক লিমিটেড | ০.০৯ |
৩১ | এনআরবি কমার্সিয়াল ব্যাংক লিমিটেড | ১.০৬ |
৩২ | এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড | ০.৬০ |
৩৩ | ওয়ান ব্যাংক লিমিটেড | ৬.২৫ |
৩৪ | পদ্মা ব্যাংক লিমিটেড | ০.২৭ |
৩৫ | প্রিমিয়ার ব্যাংক লিমিটেড | ২.০২ |
৩৬ | প্রাইম ব্যাংক লিমিটেড | ১৮.৪৯ |
৩৭ | পূবালী ব্যাংক লিমিটেড | ৩৭.৫০ |
৩৮ | শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড | ২.৫০ |
৩৯ | সীমান্ত ব্যাংক লিমিটেড | ০.০৬ |
৪০ | সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড | ১১.৪৩ |
৪১ | এসবিএসি ব্যাংক লিমিটেড | ১.২৯ |
৪২ | সাউথইস্ট ব্যাংক লিমিটেড | ৩৭.৬৪ |
৪৩ | স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড | ৪.২৭ |
৪৪ | দি সিটি ব্যাংক লিমিটেড | ৩৬.৩৮ |
৪৫ | ট্রাস্ট ব্যাংক লিমিটেড | ১.৭৭ |
৪৬ | ইউনিয়ন ব্যাংক লিমিটেড | ২.০৯ |
৪৭ | ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড | ২৭.৬৮ |
৪৮ | উত্তরা ব্যাংক লিমিটেড | ১২.২৩ |
মোট | ১১০৮.০১ | |
বিদেশী বাণিজ্যিক ব্যাংক | ||
৪৯ | ব্যাংক আল–ফালাহ | ০.০৩ |
৫০ | সিটি ব্যাংক এনএ | ০.০২ |
৫১ | বাণিজ্যিক ব্যাংক অফ সিলন | ০.৩৭ |
৫২ | হাবিব ব্যাংক লিমিটেড | ০.০০ |
৫৩ | এইচএসবিসি | ০.২৫ |
৫৪ | ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান | ০.০০ |
৫৫ | স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক | ৪.৪৩ |
৫৬ | স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া | ০.০০ |
৫৭ | উরি ব্যাংক লিমিটেড | ২.৪১ |
মোট | ৭.৫১ | |
সর্বমোট | ১৫০৩.৪০ |