বিকাশ অ্যাপে লেনদেনে চার্জ দিতে হবে
মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে লেনদেন এতদিন সম্পূর্ণ ফ্রি থাকলেও সেখান থেকে সরে এসেছে মোবাইল ফিন্যান্সিয়াল সেবা কোম্পানি বিকাশ। এখন কোনো গ্রাহক প্রতি মাসে পাঁচ বার পর্যন্ত অ্যাপ ব্যবহার করে লেনদেন ফ্রিতে করতে পারবেন। কিন্তু ষষ্ঠ লেনদেনের ক্ষেত্রে আগের মতো প্রতি লেনদেনে পাঁচ টাকা চার্জ দিতে হবে।
তাছাড়া অ্যাপের মাধ্যমে ক্যাশ আউট করার চার্জ প্রতি হাজারে ১৫ টাকা থাকলেও সেটি বাড়িয়ে সাড়ে ১৭ টাকা করা হয়েছে। গত বছর অ্যাপ আনার আগে ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে সাড়ে ১৭ টাকা ছিল। অ্যাপকে জনপ্রিয় করতে এখানে কিছুটা সুবিধা দেয়া হয়। একইভাবে তখন যে কোনো লেনদেনও ফ্রি করে দেয়া হয়।
গত ২২ ডিসেম্বর নিজেদের ফেসবুক পেজে ঘোষণা দিয়ে অ্যাপ দিয়ে সেন্ড মানি ও ক্যাশ আউটের ক্ষেত্রে নতুন সার্ভিস চার্জ চালু করে বিকাশ। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে বলেও জানিয়েছে তারা।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুসারে অক্টোবরের শেষে দেশে চালু থাকা এমএফএস অ্যাকাউন্ট আছে দুই কোটি ৯০ লাখ, যার ৮০ ভাগেরও পরে বিকাশের দখলে। ওই মাসে লেনদেন হয়েছে সাড়ে ৩৭ হাজার ৭৬২ কোটি টাকা।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |