বিবিধ

বিশ্বের শীর্ষ ১০ ধনী ফ্যামিলি

সারা বিশ্বের শীর্ষ ১০ ধনী ফ্যামিলির সম্পদের পরিমাণ ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির সম্মিলিত জিডিপির সমান। চিন্তা করা যায় তাহলে তারা কি পরিমাণ সম্পদ অর্জন করেছেন? তো চলুন জেনে নেই গোটা বিশ্বের সবচেয়ে ধনী ১০টি ফ্যামিলির পরিচয় সম্পর্কে।

১. ওয়ালটন ফ্যামিলি
মেক্সিকোর ওয়ালটন ফ্যামিলি এই তালিকার শীর্ষে আছে। এদের সম্পদের পরিমাণ ১৯০ দশমিক ৫ বিলিয়ন ডলার। ওয়ালটন মূলত খুচরা ব্যবসা করে। স্যাম ওয়ালটন ১৯৬২ সালে এটি প্রতিষ্ঠা করেন। তাদের প্রতিষ্ঠিত কোম্পানি ওয়ালমার্ট এখন বিশ্বের সবচেয়ে বড় কোম্পানির একটি, ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত তাদের রাজস্ব ছিল ৫১৪ দশমিক ৪ বিলিয়ন ডলার।

চিত্রঃ বিশ্বের শীর্ষ ধনী ফ্যামিলি ওয়ালটন ফ্যামিলি

২. মার্স ফ্যামিলি
১২৬ দশমিক ৫ বিলিয়ন ডলার নিয়ে যুক্তরাষ্ট্রের মার্স পরিবার তালিকায় দ্বিতীয় স্থানে আছে। কনফেকশনারি বেকারি দিয়ে এই পরিবারের ব্যবসা শুরু হয়, পরবর্তীকালে যা আরও অন্যান্য ব্যবসায় সম্প্রসারিত হয়। ফরেস্ট মার্স সিনিয়রের তৈরি এই ব্যবসার মালিকানা এখন তাঁর তিন সন্তানের হাতে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।
চিত্রঃ বিশ্বের শীর্ষ ধনী ফ্যামিলি মার্স ফ্যামিলি

৩. কোচ ভ্রাতৃদ্বয় ফ্যামিলি
কোচ ভাইদের সম্মিলিত সম্পদের পরিমাণ ১২৪ দশমিক ৫ বিলিয়ন ডলার। তারা এখন বিশ্বে তৃতীয় ধনী ফ্যামিলি। তেলের ব্যবসা দিয়ে এরা ব্যবসা শুরু করে। কিন্তু এখন তাদের মনোযোগ রাজনীতিতে। পাশাপাশি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানেও তারা এখন বিনিয়োগ করছে।

চিত্রঃ বিশ্বের শীর্ষ ধনী ফ্যামিলি কোচ ভ্রাতৃদ্বয় ফ্যামিলি

৪. আল সৌদ-সৌদি রাজ ফ্যামিলি
সৌদি আরবের রাজ ফ্যামিলি আল সৌদ ফ্যামিলির সম্পদের পরিমাণ প্রায় ১০০ বিলিয়ন ডলার। বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি সৌদি আরামকোসহ তেল শিল্পে এদের বিনিয়োগ আছে, সেখান থেকেই তারা এই সম্পদ তৈরি করেছে।

চিত্রঃ বিশ্বের শীর্ষ ধনী ফ্যামিলি আল সৌদ সৌদি রাজ ফ্যামিলি

৫. ওয়েরথিমার ফ্যামিলি
ফ্রান্সের ফ্যাশন হাউস চানেলের মালিক এই ফ্যামিলির সম্পদের পরিমাণ ৫৭ দশমিক ৬ বিলিয়ন ডলার। দুই ভাই অ্যালান ও গারহার্ড ওয়েরথিমার এখন এই ব্যবসা পরিচালনা করছেন। তাঁদের পিতামহ এই ব্যবসা শুরু করেছিলেন।

চিত্রঃ বিশ্বের শীর্ষ ধনী ফ্যামিলি ওয়েরথিমার ফ্যামিলি

৬. ডুমাস ফ্যামিলি
ডুমাস ফ্যামিলির সম্পদের পরিমাণ ৫৩ দশমিক ১ বিলিয়ন ডলার। তাদের প্রতিষ্ঠিতি ফ্যাশন হাউস হারমেস চমৎকার হ্যান্ডব্যাগ ও সুগন্ধি দিয়ে ক্রেতাদের মন জয় করেছে। অ্যাক্সেল ডুমাস এখন এই কোম্পানির প্রধান নির্বাহী।

চিত্রঃ বিশ্বের শীর্ষ ধনী ফ্যামিলি ডুমাস ফ্যামিলি

৭. ভ্যান ডেম, ডে স্পোয়েলবার্চ ও ডে মেভিয়াস ফ্যামিলি
বুলগেরিয়ার এই ফ্যামিলি ৫০০ বছর ধরে পানীয় তৈরি করে আসছে। এই তিন ফ্যামিলির সম্মিলিত সম্পদের পরিমাণ ৫৩ বিলিয়ন ডলার।

চিত্রঃ বিশ্বের শীর্ষ ধনী ফ্যামিলি ভ্যান ডেম ডে স্পোয়েলবার্চ ও ডে মেভিয়াস ফ্যামিলি

৮. মুকেশ ও অনিল আম্বানি ফ্যামিলি
ভারতের বিখ্যাত আম্বানি ফ্যামিলির সম্পদের পরিমাণ ৫২ দশমিক ৩ বিলিয়ন ডলার। টেক্সটাইল শিল্প দিয়ে এই ফ্যামিলির ব্যবসায়িক যাত্রা শুরু করেন ধীরুভাই আম্বানি। পরবর্তীকালে আরও অনেক ব্যবসায় যুক্ত হয় এই ফ্যামিলি।

চিত্রঃ বিশ্বের শীর্ষ ধনী ফ্যামিলি মুকেশ ও অনিল আম্বানি ফ্যামিলি

৯. বোয়েহ্রিঞ্জার, ভন বাউমব্যাচ ফ্যামিলি
বোয়েহ্রিঞ্জার ইঙ্গলহেইম ফ্যামিলি ১৩০ বছর ধরে ওষুধশিল্পের সঙ্গে যুক্ত। কোম্পানির নিয়ন্ত্রণ বোয়েহ্রিঞ্জার ফ্যামিলির হাতে। তবে কোম্পানি পরিচালনা করেন ভন বাউমবাচ। এই দুই ফ্যামিলির সম্পদের পরিমাণ ৫২ বিলিয়ন ডলার।

চিত্রঃ বিশ্বের শীর্ষ ধনী ফ্যামিলি বোয়েহ্রিঞ্জার ভন বাউমব্যাচ ফ্যামিলি

১০. কারগিল ও ম্যাকমিলান ফ্যামিলি
এই ফ্যামিলি ১৫০ বছর ধরে ব্যবসা করছে। তাদের সম্পদের পরিমাণ ৪২ দশমিক ৯ বিলিয়ন ডলার। এখন ষষ্ঠ প্রজন্ম এই ফ্যামিলির ব্যবসা পরিচালনা করছে। মার্কিন কোম্পানি কারগিল বিভিন্ন পণ্য উৎপাদন করে থাকে। তারা মূলত কৃষি, শিল্প ও খাদ্য উৎপাদনে কাজ করে যাচ্ছে।

চিত্রঃ বিশ্বের শীর্ষ ধনী ফ্যামিলি কারগিল ও ম্যাকমিলান ফ্যামিলি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button