অভিনব কৌশলে এটিএম বুথ থেকে টাকা চুরি
অভিনব কৌশলে এটিএম বুথ থেকে টাকা চুরি- কুমিল্লায় পূবালী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা খোয়া গেছে। আসামি গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা সহায়তা চেয়েছে। পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হালিম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের দুটি বুথে চুরির ঘটনা ঘটেছে। আট লাখ টাকার বেশি খোয়া গেছে। এ ব্যাপারে ব্যাংক আইনি ব্যবস্থা নিয়েছে।’
ডিএমপির নিজস্ব সংবাদ পোর্টালে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর কুমিল্লার পূবালী ব্যাংকের এটিএম বুথ থেকে অর্থ খোয়া যায়। বুথ থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুজন ব্যক্তি অভিনব কৌশলে এটিএম বুথের যন্ত্রাংশ খুলে টাকা হাতিয়ে নিচ্ছেন। পুলিশ ওই দুজনের ছবি প্রকাশ করেছে। পুলিশ তাঁদের খুঁজছে।
দুজনের নাম, ঠিকানা ও পেশা সম্পর্কে জানানোর অনুরোধ করেছে পুলিশ। এ ব্যাপারে তথ্য জানাতে ফোন করতে বলা হয়েছে খিলগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনারের নম্বরে। নম্বরটি হলো ০১৭১৩৩৯৮৫৯৬।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (পূর্ব) খিলগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার শাহিদুর রহমান বলেন, গত ৩০ মে ও ১ জুন রাজধানীতে ডাচ্-বাংলা ব্যাংকের কয়েকটি বুথ থেকে ইউক্রেনের নাগরিকেরা জালিয়াতি করে টাকা তুলে নেন। পূবালী ব্যাংকের বুথ থেকে টাকা তুলে নেওয়ার সিসি ক্যামেরার ফুটেজ তাঁরা দেখেছেন। আগের ঘটনার সঙ্গে এ ঘটনার মিল রয়েছে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |