ঋণ খেলাপিদের সামাজিকভাবে বয়কট করুন
গত ৩৯ মাসে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ৪৩ হাজার ২১০ কোটি ১৯ লাখ টাকা। এ সময়ে ঋণ খেলাপির সংখ্যা বেড়েছে ৫৮ হাজার ৪৩৬ জন। খেলাপি ঋণের পরিমাণ কমাতে না পারলে দেশের অর্থনীতি বিপদগ্রস্থ থাকবে। যার কুফল ভোগ করতে হবে সবাইকে। ঋণ খেলাপিরা সমাজের অসংগতি ডেকে আনে৷
অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম ঋন খেলাপি সমাধানে ট্রাইব্যুনাল গঠন করে ঋণ খেলাপিদের শাস্তির আওতায় আনতে বলেছেন৷ নিম্নোক্ত বিষয়গুলো পরিপালন করলে ঋণ খেলাপিদের দৌরাত্ম্য কমিয়ে আনা যাবে আশা করা যায়৷
❏ ঋণ খেলাপিদের পবিত্র হজ্জ গমনে নিষেধাজ্ঞা আরােপ করুন।
❏ ঋণ খেলাপিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরােপ করুন।
❏ ঋণ খেলাপিদের সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দেয়া থেকে বিরত থাকুন।
❏ ঋণ খেলাপিদের প্রতিরােধ ও নিয়ন্ত্রনে সরকারী ও বেসরকারী পর্যায়ে সেমিনার/ সিম্পােজিয়ামের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলুন।
❏ ইমিগ্রেশন পুলিশের কাছে ঋণ খেলাপিদের ডাটাবেজ প্রেরণ করুন।
❏ যে কোন ধরনের ভিসা- ট্যুরিস্ট, ভিজিট, বিজনেস ইত্যাদি প্রদান করতে দূতাবাসগুলােকে নিরুৎসাহিত করুন।
❏ ঋণ খেলাপিদের সাথে আপনার ছেলে/ মেয়ের বিয়ে দিবেন না।
❏ চেক ডিজঅনার মামলাগুলাে দ্রুততম সময়ে নিষ্পত্তি করনসহ কঠিনতম শাস্তির বিধান নিশ্চিত করুন।
❏ অর্থ ঋণ মামলা সংক্রান্ত জটিলতা ও মামলা নিষ্পত্তি করনে সময় ক্ষেপনের দৌরাত্য বন্ধ করনে সচেষ্ট হােন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
উপরের বিষয়গুলো যদি সঠিকভাবে পরিপালন করা যায় তাহলে ঋণ খেলাপিদেরকে সামাজিকভাবে বয়কট করা যাবে এবং ধীরে ধীরে খেলাপি ঋণ বন্ধ হয়ে যাবে৷
আরও দেখুন:
◾ জেনে নিন যে ১০টি ভুলে পারসোনাল লোন হয় না
◾ জামানত নিয়ে ব্যাংকের বিড়ম্বনা ও প্রাসঙ্গিক কিছু কথা
◾ ব্যাংক লোন নেয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস