ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিব্যাংক হিসাব

আইবিবিএল মুদারাবা স্কুল স্টুডেন্টস সেভিংস অ্যাকাউন্ট

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তার উৎকৃষ্ট সেবার মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ আস্থা অর্জন করতে পেরেছে। তারই ধারাবাহিকতায় লেখো, পড়ো ও সঞ্চয় গড়ো এই স্লোগানকে সামনে রেখে স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে মুদারাবা স্কুল স্টুডেন্টস সেভিংস অ্যাকাউন্ট।

হিসাবের শর্তাবলি
❏ ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীরা এই হিসাবটি খুলতে পারবেন।
❏ শিক্ষার্থীর পক্ষে পিতা/মাতা/আইনগত অভিভাবক হিসাবটি পরিচালনা করবেন।

সঞ্চয়ের উৎস
❏ বৃত্তি কিংবা উপবৃত্তি হতে প্রাপ্ত টাকা।
❏ টিউশনি হতে প্রাপ্ত টাকা।
❏ পরিবার কর্তৃক প্রদানকৃত টাকা।
❏ ঈদ বা অন্যান্য উৎসবে সেলামি হতে প্রাপ্ত টাকা।

হিসাবের সুবিধা
নিম্নে মুদারাবা স্কুল স্টুডেন্টস সেভিংস অ্যাকাউন্ট এর সুবিধাসমূহ তুলে ধরা হলো-
❏ প্রাথমিক জমা ১০০ টাকা।
❏ ফ্রি- এটিএম ভিসা ডেবিট কার্ড (বাৎসরিক কোন চার্জ নেই)।
❏ ফ্রি- মোবাইল রিচার্জ সেবা, ফ্রি- হিসাব বিবরণী (ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে)।
❏ নিজস্ব বুথ ছাড়াও এনপিএসবি’ভুক্ত ১০ হাজারেরও বেশি এটিএম বুথ থেকে টাকা উত্তোলন।
❏ সিআরএম, সিডিএম ও আইডিএমে টাকা জমা সুবিধা।
❏ NPSB ও RTGS এর মাধ্যমে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে বা কার্ডে তাৎক্ষণিক ফান্ড ট্রান্সফার।
❏ অনলাইনে সকল শাখায় ও বুথ ব্যাংকিং এর মাধ্যমে প্রয়োজন মতো জমা ও উত্তোলন।
❏ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটেও ব্যাংকিং সুবিধা।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

হিসাব খুলতে প্রয়োজন
নিম্নে মুদারাবা স্কুল স্টুডেন্টস সেভিংস অ্যাকাউন্ট খুলতে প্রয়োজনীয় কাগজপত্রসমূহ তুলে ধরা হলো-
❏ শিক্ষার্থীর পাসপোর্ট সাইজ ২ কপি সত্যায়িত ছবি।
❏ শিক্ষা প্রতিষ্ঠান প্রদত্ত প্রত্যয়নপত্র বা আইডি কার্ড।
❏ অভিভাবকের জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্সের কপি ও পাসপোর্ট সাইজ ২ কপি ছবি।
❏ নমিনির পাসপোর্ট সাইজ ১ কপি ছবি ও জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদপত্র।

বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায়/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ বুথ ব্যাংকিংয়ে যোগাযোগ করুন।
❏ ✆ কল সেন্টারঃ ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০ (দেশ)/ ০০৮৮-০২-৮৩৩১০৯০ (বিদেশ) এ কল করুন।
❏ টেলিফোনঃ (০২) ৯৫৬৩০৪০ (অটো হান্টিং), ৯৫৬০০৯৯, ৯৫৬৭১৬১, ৯৫৬৭১৬২, ৯৫৬৯৪১৭
❏ টেলেক্সঃ 642525 IBANK BJ, 632403 IBANK BJ, 671620 IBANK BJ
❏ ফ্যাক্সঃ ৮৮০- ২- ৯৫৬৪৫৩২, ৮৮০- ২- ৯৫৬৮৬৩৪
❏ সুইফটঃ IBBLBDDH
❏ কেবলঃ ISLAMIBANK
❏ ইমেইলঃ info@islamibankbd.com
❏ ওয়েবসাইটঃ www.islamibankbd.com

কার্টেসিঃ মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ, আইবিবিএল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button