এইচএসবিসি স্মার্ট সেভারস প্লান
এই এ্যাকাউন্টটি প্রচলিত এসডিপিএস এর মত। এখানে গ্রাহক ৫,০০০ টাকা, ৫০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা অথবা ৫,০০,০০০ টাকা জমা দিয়ে হিসাব চালু করতে পারেন এবং মাসিক যথাক্রমে ১,০০০ টাকা, ২,৪০০ টাকা, ৪,৭০০ টাকা অথবা ২৩,০৬২ টাকা কিস্তিতে টাকা জমা দিয়ে তিন বৎসর পর্যন্ত একাউন্ট চালু রাখতে পারেন। এই একাউন্টে ইন্টারেস্ট দেওয়া হয়। গ্রাহক চাইলে সর্বনিম্ন ৯০,০০০ টাকা থেকে শুরু করে জমাকৃত অর্থের ৯০% পর্যন্ত টাকা ব্যাংক জমাতিরিক্ত ঋণ হিসেবে নিতে পারেন। মেয়াদান্তে সম্পূর্ণ টাকা পাওয়ার জন্য গ্রাহককে নিয়মিত কিস্তি দিতে হবে।
হিসাবের বৈশিষ্ট্য
❏ কোনও সাইন-আপ ফি নেই।
❏ ওভারড্রাফ্ট সুবিধার উপর আকর্ষণীয় সঞ্চয় সুদের হার এবং প্রতিযোগিতামূলক সুদের হার।
❏ মেয়াদ ৩ বছর।
❏ আদর্শ ইউনিট ৫০০০ টাকা; ২৫,০০০ টাকা; ৫০,০০০ টাকা; ১,০০,০০০ টাকা বা ২,৫০,০০০ টাকা।
❏ সুবিধাজনক মাসিক কিস্তি ১,০০০ টাকা; ২,৫০০ টাকা; ৫,০০০ টাকা; ১০,০০০ টাকা বা ২৫,০০০ টাকা।
❏ আমানতের বিপরীতে ৯০% পর্যন্ত ওভারড্রাফ্ট সুবিধা।
নির্বাচিত হওয়ার যোগ্যতা
❏ নূন্যতম বয়স: ১৮ বছর।
❏ বাংলাদেশী নাগরিক হতে হবে।
শর্তাবলী
❏ উচ্চতর সুদ হারের জন্য, অ্যাকাউন্টটি কমপক্ষে ৬ মাস ধরে রাখতে হবে।
❏ চূড়ান্ত মেয়াদপূর্তির টাকা স্থানীয় বিধিবিধান অনুসারে কর এবং আবগারি শুল্কের সাপেক্ষে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
প্রয়োজনীয় কাগজপত্র
❏ একাউন্ট হোল্ডার কর্তৃক স্বাক্ষর সহ একাউন্ট খোলার ফরম সঠিকভাবে পূরণ করতে হবে।
❏ আবেদনপ্রার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (পরিচয়দানকারী কর্তৃক সত্যায়িত)।
❏ জাতীয় পরিচয় পত্র/ বৈধ পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/নাগরিকত্ব সনদ অথবা অন্যান্য ছবি সম্বলিত পরিচয় পত্রের অনুলিপি।
❏ নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি (আবেদনপ্রার্থী কর্তৃক সত্যায়িত)।
❏ নমিনীর আইডি কার্ডের কপি।
❏ ঠিকানা প্রমাণের জন্য সাম্প্রতিক ইউটিলিটি বিলের (গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোন) ফটোকপি।
❏ টিআইএন সার্টিফিকেট (যদি থাকে)।
❏ একাউন্ট খোলার ফরমে পরিচয়দানকারী স্বাক্ষর।
বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
❏ অথবা ✆ কল সেন্টারঃ বাংলাদেশ থেকে ১৬২৪০ এবং বিদেশ থেকে: +৮৮ ০৯৬১২৭ ১৬২৪০ নম্বরে কল করুন (প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সরকারী ছুটি ব্যতীত)
❏ অথবা ইমেইল করুনঃ contact@hsbc.com.bd