হাবিব ব্যাংকের সার্ভিসসমূহ
হাবিব ব্যাংক লিমিটেড কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট, ফান্ড ট্রান্সফার এবং ইউটিলিটি বিলসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকিং সেবা প্রদান করে। হাবিব ব্যাংক কর্তৃক প্রদত্ত সেবাগুলোকে দুটি প্রধান ভাগে বিভক্ত করা যেতে পারে। যেমনঃ
১) ব্যক্তিগত ব্যাংকিং
২) বিজনেস ব্যাংকিং।
ব্যক্তিগত ব্যাংকিং
ব্যক্তিগত ব্যাংকিং এ রয়েছে আমানত অ্যাকাউন্ট সেবা। এছাড়াও বিশেষ কিছু অ্যাকাউন্ট থাকতে পারে যেমন টার্ম একাউন্ট এবং ফরেন কারেন্সি অ্যাকাউন্ট। তাছাড়া লোন প্রদানও ব্যক্তিগত ব্যাংকিং এর মধ্যে রয়েছে। হাবিব ব্যাংক ব্যক্তিগত ব্যাংকিং এ নিম্নলিখিত সেবা দিয়ে থাকে-
– কারেন্ট একাউন্ট
– সেভিংস একাউন্ট
– ফিক্সড ডিপোজিট
– কার লোন
– হোম লোন
– ক্রেডিট কার্ড।
রিটেল ক্লায়েন্টের জন্য ব্যাংকের অন্যান্য পণ্য হলো-
– ডেবিট কার্ড
– ফোন ব্যাংকিং
– ফান্ড ট্রান্সফার ইত্যাদি।
বিজনেস ব্যাংকিং
হাবীব ব্যাংক নিম্নোক্ত ব্যবসায়িক সেবা প্রদান করে থাকে-
– কর্পোরেট ব্যাংকিং
– বাণিজ্যিক ব্যাংকিং
– বিনিয়োগ ব্যাংকিং
– ইসলামী ব্যাংকিং
– অর্থ ব্যবস্থাপনা
– জারাই ব্যাংকিং
– গ্লোবাল ট্রেজারি
– সম্পদ ব্যবস্থাপনা
– ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স
– আমদানি ও রপ্তানি
– এলএমএম তহবিল
– সব ধরনের ট্রেড সার্ভিসেস।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
বিস্তারিত জানতে
● ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
● অথবা ✆ কল সেন্টারঃ +৮৮০ ১৯৭৭ ৭৪২ ৫২৩ এ কল করুন
● অথবা ইমেইল করুনঃ bd.customerservice@hbl.com