হাবিব ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং
হাবিব ব্যাংক এর অ্যাকাউন্ট হোল্ডারগণ ইন্টারনেট ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন। গ্রাহকদের উন্নতর সেবা প্রদান এর লক্ষ্যে এইসবিএল ইতােমধ্যে ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস চালু করেছে যার মাধ্যমে গ্রাহকরা ব্যালেন্স ইনকুয়ারী, চেক বই রিকুইজিশন, বিস্তারিত টার্ম ডিপােজিট, একাউন্ট স্টেটমেন্ট, চেক ক্লিয়ারিং অবস্থা এবং ইনভেস্টমেন্ট রিপেমেন্ট সিডিউল ইত্যাদি সহজেই করতে পারেন। একাউন্ট খোলার সময় বা অ্যাকাউন্ট খোলার পরে গ্রাহক এই সুবিধা পাবেন।
এইসবিএল ইন্টারনেট ব্যাংকিং এর বৈশিষ্ট্য
এইসবিএল ইন্টারনেট ব্যাংকিং এর বৈশিষ্ট্য সমূহ নিম্নে তুলে ধরা হলো-
❏ ব্যালেন্স অনুসন্ধান
❏ বিনিয়োগ লেনদেনের বিবরণ
❏ ক্লিয়ারিং চেকের ইনফরমেশন
❏ লেনদেন বিবরণ
❏ গ্রাহক ইনফরমেশন
❏ হিসাব বিবরণী
❏ চেক পেমেন্ট বন্ধকরণ
❏ ঠিকানা পরিবর্তনের অনুরোধ
❏ চেক বইয়ের আবেদন
❏ পাসওয়ার্ড পরিবর্তন।
- ইন্টারনেট ব্যাংকিং এ লগ ইন করতে ক্লিক করুন এখানে;
- ইন্টারনেট ব্যাংকিং এর আবেদন ফরম পেতে ক্লিক করুন এখানে।
বিস্তারিত জানতে
● ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
● অথবা ✆ কল সেন্টারঃ +৮৮০ ১৯৭৭ ৭৪২ ৫২৩ এ কল করুন
● অথবা ইমেইল করুনঃ bd.customerservice@hbl.com