ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং
এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্য বাংলাদেশ ব্যাংক ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে এফএসআইবিএলকে প্রয়ােজনীয় লাইসেন্স প্রদান করেছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বর্তমানে সারা দেশ জুড়ে বিস্তৃত এজেন্ট ব্যাংকিং শাখা নেটওয়ার্কের মাধ্যমে কাজ করছে। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে এফএসআইবিএল অগণিত বিপুলসংখ্যক আনব্যাংক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবায় যুক্ত করার সুযোগ করে দেয়।
এফএসআইবিএল এজেন্ট ব্যাংকিংয়ের সুবিধা
এফএসআইবিএল এজেন্ট ব্যাংকিংয়ের আওতায় নিম্নলিখিত সুবিধা/সেবা সমূহ পাওয়া যাবে-
● মুদারাবা সঞ্চয়ী ও আল-ওয়াদিয়াহ চলতি হিসাব খোলা;
● মুদারাবা স্কুল ব্যাংকিং হিসাব খোলা;
● মুদারাবা মাসিক সঞ্চয় হিসাব খোলা;
● মুদারাবা মেয়াদী সঞ্চয় হিসাব খোলা;
● নগদ জমা ও উত্তোলন;
● ফান্ড ট্রান্সফার (এফএসআইবিএল এর যে কোন হিসাবে);
● EFTN এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার (যে কোন ব্যাংকের হিসাবে);
● RTGS এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার (যে কোন ব্যাংকের হিসাবে);
● বৈদেশিক রেমিটেন্স এর অর্থ প্রদান;
● বিদ্যুৎ বিল প্রদান;
● ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগ প্রদান;
● ভোক্তা বিনিয়োগ প্রদান;
● কৃষি বিনিয়োগ প্রদান;
● ডেবিট কার্ড প্রদান;
● চেক বুক ইস্যু সুবিধা;
● ব্যাংকিং সকল কার্যক্রম ও অন্যান্য সুবিধা প্রদান।
এফএসআইবিএল এজেন্ট ব্যাংকিং এর জন্য যোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠান
এফএসআইবিএল এজেন্ট ব্যাংকিং নিম্নলিখিত যোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিয়ে থাকে-
● আইটি ভিত্তিক আর্থিক সেবা পরিচালনা করতে সক্ষম শিক্ষিত ব্যক্তি;
● ফার্মেসী, দোকান এবং পেট্রোল পাম্প/ গ্যাস স্টেশনের মালিক;
● এজেন্টকে আর্থিকভাবে সচ্ছল এবং যথেষ্ট নগদ লেনদেনের ক্ষমতা থাকতে হবে;
● ব্যাক্তিগত প্রতিষ্ঠান
● একক মালিকানা
● অংশীদারী ব্যবসা
● মোবাইল নেটওয়ার্ক অপারেটরের এজেন্ট।
এফএসআইবিএল এজেন্ট ব্যাংকিং এ যারা এজেন্ট হতে পারবেন
এফএসআইবিএল এজেন্ট ব্যাংকিংয়ে নিম্নলিখিত ব্যক্তি বা প্রতিষ্ঠান এজেন্ট হতে পারবেন-
● এজেন্টকে স্থায়ী বাসিন্দা হতে হবে (এনআইডি/ পাসপোর্ট অনুযায়ী)
● এজেন্টের কাছে এজেন্ট ব্যাংকিং পরিচালনার জন্য পর্যাপ্ত অবকাঠামো থাকতে হবে।
● এজেন্ট ঋণ খেলাপি হতে পারবেনা এবং কোন সিভিল বা ফৌজদারি আদালত দ্বারা দণ্ডিত হওয়া যাবেনা।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
এফএসআইবিএল এজেন্ট ব্যাংকিং এ এজেন্টের দায়-দায়িত্ব
এফএসআইবিএল এজেন্ট ব্যাংকিংয়ে এজেন্টকে নিম্নলিখিত দায়-দায়িত্ব পালন করতে হবে-
● এজেন্টকে সৎ, পেশাদারী এবং নৈতিকতা সম্পন্ন হতে হবে;
● এজেন্ট তার দায়িত্ব সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে এবং এজেন্ট ব্যাংকিং গ্রাহককে সকল সেবা প্রদান করতে হবে;
● ইলেকট্রনিক ডিভাইসের রক্ষণাবেক্ষণ (কম্পিউটার, পিওএস প্রিন্টার, ফিঙ্গার প্রিন্ট মেশিন ইত্যাদি) এবং এগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে;
● এজেন্ট সব ধরনের লেনদেন রেকর্ড, প্রমাণ এবং কাজের সংরক্ষণ করবে;
● এজেন্ট তার বুথে এজেন্ট ব্যাংকিং সেবার চার্জ প্রদর্শন করবে;
● এজেন্ট সব ধরণের অডিট করতে আন্তরিকভাবে সহযোগিতা করবে;
● ছোট ছোট ঋণ বিতরণ এবং কিস্তি আদায় করতে হবে;
● ক্লিয়ারিং এর জন্য চেক গ্রহন;
● বেতন, পেনশন স্কিম এবং অন্যান্য গ্র্যাচুইটি সেবা প্রদান;
● প্রয়োজনীয় ব্যাংকিং ই-মেইল ও চিঠি সংগ্রহ ও সংরক্ষণ।
এফএসআইবিএল এজেন্ট ব্যাংকিং এ এজেন্টরা যেসব কার্যক্রম করতে পারবে না
এফএসআইবিএল এজেন্ট ব্যাংকিংয়ে এজেন্টরা নিম্নলিখিত কার্যক্রম করতে পারবে না-
● এজেন্ট গ্রাহকদের জন্য নির্ধারিত চার্জ ছাড়া অন্য কোন চার্জ প্রয়োগ করতে পারবে না;
● এজেন্ট ব্যাংক এশিয়ার অনুমোদন ছাড়া অন্য কোন সেবা প্রদান করতে পারবে না;
● এজেন্ট আঙ্গুলের ছাপ ও কার্ড ব্যতীত চেক দ্বারা কোন লেনদেন করতে পারবে না;
● আর্থিক লেনদেনের পরিপ্রেক্ষিতে এজেন্ট গ্রাহকদের কাছ থেকে অ্যাকাউন্টের বিবরণ এবং গ্রাহকের PIN নম্বর সহ কোন ধরনের ব্যক্তিগত তথ্য জিজ্ঞাসা করতে পারবে না;
● এজেন্ট কোনও লিখিত অনুমতি ছাড়া এফএসআইবিএল এজেন্ট ব্যাংকিংয়ের পাশে অন্য কোনও ব্যাংকিং ব্যবসার সাথে জড়িত হতে পারবে না;
● এজেন্ট তাদের পক্ষে সাব-এজেন্ট নিয়োগ করতে পারবে না;
● এজেন্ট কোন বিদেশী রেমিটেন্স সরাসরি লেনদেন করতে পারবে না;
● যে কোনও লেনদেনের উপর সীমাবদ্ধতা ব্যতীত এজেন্টকে ইবিএল এর নির্দেশিকা অনুসরণ করতে হবে।
এফএসআইবিএল এজেন্ট ব্যাংকিং এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র
আবেদন পত্রের সাথে নিম্নলিখিত দলিলাদি সংযুক্ত করতে হবে-
১. সম্পূর্ণভাবে পূরণকৃত আবেদনপত্র,
২. আবেদনকারীর ২(দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি,
৩. নবায়নকৃত ট্রেড লাইসেন্সের সত্যায়িত ফটোকপি (যদি থাকে)
৪. TIN সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি,
৫. এজেন্টের CIB রিপোর্ট।
৬. এজেন্ট ফিটনেস সার্টিফিকেট।
৭. পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট।
৮. VAT রেজিস্টেশন সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, (প্রযোজ্য হলে),
৯. ব্যবসা প্রতিষ্ঠানের গত এক (০১) বছরের ব্যাংক হিসাবের বিবরনী,
১০. জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি,
১১. সাইনবোর্ড সহ ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফটোগ্রাফ,
১২. ব্যবসায়িক প্রতিষ্ঠানের লোকেশন ম্যাপ,
১৩. বিদ্যুৎ/ গ্যাস বিলের ফটোকপি,
১৪. দোকান/ অফিস ভাড়ার চুক্তিপত্র,
১৫. পরিচালক মন্ডলী বা অংশীদারগণের সম্মতিপত্র (প্রযোজ্য হলে),
১৬. পরিচয় প্রদানকারীর স্বাক্ষর ও সীল।
১৪. অংশীদারিত্ব চুক্তিনামা বা মেমোরেন্ডামের ফটোকপি (প্রযোজ্য হলে)।
● এফএসআইবিএল এজেন্ট ব্যাংকিং এর আবেদন ফরম পেতে ক্লিক করুন এখানে
● এফএসআইবিএল এজেন্ট ব্যাংকিং এর লোকেশন জানতে ক্লিক করুন এখানে
বিস্তারিত জানতে
● ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
● অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৫৭ এ কল করুন
● অথবা ইমেইল করুনঃ info@fsiblbd.com