ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসিব্যাংক হিসাব

এফএসআইবিএল মুদারাবা মাসিক মুনাফা প্রকল্প

আপনার মুনাফা পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। এফএসআইবিএল মুদারাবা মান্থলি প্রফিট স্কীমে আপনার টাকা জমা করে মুনাফা মাসিক ভিত্তিতে লাভ করুন।

হিসাবের বৈশিষ্ট্য
● আমানতের পরিমান ২৫,০০০ টাকা থেকে শুরু বা এর গুনীতক।
● মেয়াদ: ১, ২ এবং ৩ বছর।
● মুনাফা মাসিক ভিত্তিতে প্রদান করা হয়।
● আবেদনকারীর সঞ্চয়ী অ্যাকাউন্ট থাকতে হবে এবং মুনাফা মাসিক ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে সঞ্চয়ী অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে।
● আকর্ষণীয় মুনাফার হার।
● স্কিমটি স্বয়ংক্রিয়ভাবে পুনর্নবীকরণ হবে না। মেয়াদপূর্তির পরে আবেদনকারীর নবায়নের জন্য আবেদন করতে হবে।
● প্রারম্ভিক এনকাশমেন্টের ক্ষেত্রে এক বছরের আগে বন্ধ- কোনও লাভ দেওয়া হবে না।

মুনাফা
১ বছর মেয়াদিঃ
– ন্যূনতম ৮০০ টাকা মুনাফা ১,০০,০০০ টাকা ডিপোজিট এ।
– মেয়াদ: ১ বছর।
– ন্যূনতম জমা: ২৫,০০০ টাকা।
– ১,০০,০০০ টাকা ফ্রি লাইফ ইন্স্যুরেন্স সুবিধা।

২ বছর মেয়াদিঃ
– ন্যূনতম ৮১০ টাকা মুনাফা ১,০০,০০০ টাকা ডিপোজিট এ।
– মেয়াদ: ২ বছর।
– ন্যূনতম জমা: ২৫,০০০ টাকা।
– ১,০০,০০০ টাকা ফ্রি লাইফ ইন্স্যুরেন্স সুবিধা।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

৩ বছর মেয়াদিঃ
– ন্যূনতম ৮২৫ টাকা মুনাফা ১,০০,০০০ টাকা ডিপোজিট এ।
– মেয়াদ: ৩ বছর।
– ন্যূনতম জমা: ২৫,০০০ টাকা।
– ১,০০,০০০ টাকা ফ্রি লাইফ ইন্স্যুরেন্স সুবিধা।

নির্বাচিত হওয়ার যোগ্যতা
● বয়স: সর্বনিম্ন ১৮ বছর।
● বাংলাদেশী নাগরিক হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র
১. গ্রাহকের ০১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি।
২. নমিনীর ০১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি।
৩. গ্রাহক ও নমিনী উভয়ের স্মার্ট কার্ড/জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি।
৪. টিন সার্টিফিকেটের ফটোকপি (যদি থাকে)।
৫. একাউন্ট খোলার ফরমে পরিচয়দানকারীর স্বাক্ষর।

বিস্তারিত জানতে
● ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
● অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৫৭ এ কল করুন
● অথবা ইমেইল করুনঃ info@fsiblbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button