গল্প ও কবিতাব্যাংকার
কেউ বোঝে না (ব্যাংকার)
চাকরিটা ব্যাংকে
নয় বড় র্যাঙ্কে
সংসার টেনে টুনে চলছে
নেই কোন সঞ্চয়
সংসারে সব ব্যয়
ভবিষ্যৎ দোলা চলে দুলছে।
পরিবার পরিজন
বায়নাতে সারাক্ষন
এটা নেই ওটা আন বলছে
টেনে আর পারছিনা
তবু কেউ ছাড়ছেনা
চাহিদার ছড়ি পিঠে পড়ছে।
প্রতিবেশী স্বজনেরা
হক চায় চুল-চেরা
সামাজিক দায়ভার বাড়ছে
ধার দেনা করে তাই
সামলাতে কিছু চাই
ভাবনায় মাথাটা যেঁ ঘুরছে।
নেই কোন বিশ্রাম
শরীরে শুকায় ঘাম
রোগ ব্যাধি দিনে দিনে বাড়ছে
তবু কেউ বোঝে না
কষ্টটা খোজে না
এই ভাবে জীবনটা চলছে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
লেখকঃ মোঃ নজরুল ইসলাম, কবি ও ব্যাংকার