এক্সিম ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং
এক্সিম ব্যাংক লিমিটেড এর অ্যাকাউন্ট হোল্ডারগণ ইন্টারনেট ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন। একাউন্ট খোলার সময় বা অ্যাকাউন্ট খোলার পরে গ্রাহক এই সুবিধা পাবেন। যদি গ্রাহকের বিদ্যমান এই আইডি থাকে, তবে সে বিদ্যমান আইবি আইডি সহ যেকোন অ্যাকাউন্ট এড করতে পারবেন।
ইন্টারনেট ব্যাংকিং এর বৈশিষ্ট্য
● এক্সিম eWallet;
● ডেসকো বিল পেমেন্ট;
● ওয়াসা বিল পেমেন্ট;
● ডিপিডিসি বিল পেমেন্ট;
● রিয়েল-টাইম ব্যালেন্স অনুসন্ধান;
● রিয়েল-টাইম টার্ম ডিপোজিট এবং স্কিমের ব্যালেন্সের তথ্য;
● অ্যাকাউন্ট থেকে রিয়েল-টাইম লেনদেন অনুসন্ধান এবং বিবৃতি ডাউনলোড;
● এক্সিম ব্যাংকের নিজস্ব (ব্যক্তিগত) অ্যাকাউন্ট এর মধ্যে রিয়েল-টাইম তহবিল স্থানান্তর;
● এক্সিম ব্যাংকের অন্যান্য সুবিধাভোগী অ্যাকাউন্ট এ রিয়েল-টাইম তহবিল স্থানান্তর;
● ইন্টার ব্যাংক (এক্সিম ব্যাংক ব্যতীত) বিইএফটিএন (যে কোন ব্যাংক, যে কোন শাখা) এর মাধ্যমে তহবিল স্থানান্তর;
● ক্রেডিট কার্ড বিল প্রদান (অন্যান্য ব্যাংক সহ);
● বিনিয়োগের সামারি;
● পজেটিভ পে নির্দেশিকা;
● মোবাইল রিচার্জ, যে কোন সময়, যে কোন অপারেটর (বাংলাদেশের মধ্যে)।
● ইন্টারনেট ব্যাংকিং এ লগ ইন করতে ক্লিক করুন এখানে;
• ইন্টারনেট ব্যাংকিং এর নির্দেশিকা পেতে ক্লিক করুন এখানে;
• ইন্টারনেট ব্যাংকিং এর টার্ম এন্ড কন্ডিশন জানতে ক্লিক করুন এখানে।
বিস্তারিত জানতে
● ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন।
● অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৪৬ এ কল করুন।
● অথবা ইমেইল করুনঃ callcenter@eximbankbd.com
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |