এক্সিম ব্যাংক হজ্জ কার্ড
পবিত্র হজ্জ ও ওমরাহ হজ্জ উপলক্ষে এক্সিম ব্যাংক পুরোপুরি শরিয়াহ ভিত্তিক ভিসা হজ্জ কার্ড চালু করেছে, যা আপনাকে নগদ অর্থ বহনের ঝুঁকি থেকে নিরাপদ করবে। আপনি এটিএম থেকে অর্থ উত্তোলনের পাশাপাশি হোটেল বিল পরিশোধ করতে এবং যে কোনও পিওএস ব্যবসায়ীদের কাছ থেকে শপিং করতে পারবেন।
হজ্জ কার্ডের বৈশিষ্ট্য
● ব্যাংক অ্যাকাউন্টের দরকার নেই;
● ক্রেডিট মূল্যায়নের দরকার নেই;
● সকল এক্সিম ব্যাংক শাখায় পাওয়া যায়;
● বৈধ হজ্জ পাসপোর্ট সহ যে কেউ ব্যবহার করতে পারবেন;
● এক্সিম হজ কার্ড কেবলমাত্র সৌদি আরবে ব্যবহারের জন্য বৈধ। সৌদি আরবের যে কোনও ভিসা এবং ভিসা প্লাস-অনুমোদিত এটিএম এবং পিওএস আউটলেট কার্ডটি গ্রহণ করবে। এই কার্ড দিয়ে যে কোন পণ্য নগদ ক্রয়ের জন্য ব্যবহার করা যেতে পারে;
● এক্সিম ব্যাংকের যে কোন শাখা থেকে কার্ড পুনরায় লোড করা যাবে;
● অব্যবহৃত অর্থ ফেরতযোগ্য।
লেনদেন সীমা
● হজ্জ কোটা হিসাবে ৫০০ ডলার পর্যন্ত (কোটা সরকারী আইন অনুযায়ী পরিবর্তন হতে পারে)।
ফি এবং মেয়াদ
● ৩০০ টাকা + ১৫% ভ্যাট;
● কার্ডটি ৫ বছরের জন্য বৈধ এবং প্রতি বছর পুনর্নবীকরণযোগ্য।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
গ্রাহক সেবা
● ২৪ ঘন্টা অগ্রাধিকার গ্রাহক সেবা যাতে আপনি যে কোন সময়, যে কোন জায়গায় সহায়তা পেতে পারেন।
বিস্তারিত জানতে
● ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন।
● অথবা ✆ কল সেন্টারঃ ১৬২৪৬ এ কল করুন।
● অথবা ইমেইল করুনঃ info@eximbankbd.com